Sanju's vlog

Sanju's vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sanju's vlog, Digital creator, Feni.

23/06/2024

ফেনীতে সিএনজির পেছনের সিটে মহিলা থাকাকালীন পুরুষ মানুষকে বসা নিষিদ্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত,কিছু পুরুষ নামক হায়েনা ওৎপেতে থাকে। এদের হাত থেকে রক্ষা করার জন্য।

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হয় মাত্র ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে তার ইনকাম প্রতি ৬...
27/02/2024

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হয় মাত্র ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে তার ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।

゚viralシ

04/01/2024

বই পোকা মানুষের খুব বেশি মানুষের সঙ্গ লাগে না। মানুষের ভিড়াভাড়-মেশামেশি-রেষারেষিতে খুব একটা খু্ঁজে পাওয়া যায় না এদের এ'সব কিছু থেকে দূরে, এক কোণে, কোনও নিরিবিলিতে বসে, একটা কেনও বইয়ের ডুব দিয়ে, সে বইয়ের প্রতিটা চরিত্রের সাথে বন্ধুত্ব করে ফেলে এরা। তাদের সাথে কথা বলে মনে মনে। অল্প অল্প করে টাকা জমিয়ে বই কেনে, বই জমায়, খুব বিশ্বস্ত না হলে কাউকে বই ধার দেয় না, বইয়ের গায়ে আঁচড় লাগলে মন কেঁদে ওঠে, পুরনো বইয়ের বুকে নাক ডুবিয়ে লম্বা একটা শ্বাস নেয়, জমানো বইয়ের গায়ে হাত বোলায়, খুব প্রিয় বইকে বুকে জড়িয়ে ধরে। এভাবেই বইকে এরা কবে যে নিজের সব থেকে কাছের বন্ধু করে ফেলে...

সম্পদ বলতে এদের কাছে বইয়ের থেকে বড় কিছুই নেই!

04/01/2024

লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পার্মানেন্ট মানুষটা বেশি জরুরি।

একটা সুন্দর মুখাবয়বের চেয়ে একজন লয়্যাল মানুষ পাওয়া জীবনে বেশি সৌভাগ্যের।

কার পাশে আপনাকে ভালো মানায় তার চেয়েও গুরুত্বপূর্ণ কে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান এবং যত্নশীল।

জীবনে রুপ আর অর্থবিত্তের চেয়েও এমন একটা মানুষ থাকা বেশি জরুরি যে আপনার খারাপ সময়ে মাথার উপর একটুখানি ছায়া হয়ে পাশে থাকবে। আপনাকে বুঝবে, বুঝাবে, সারাজীবন মানিয়ে নিয়ে একসাথে পথ চলবে।

কারও অনেক অর্থবিত্ত থাকলেই যে সে আপনার সব শখ, আহ্লাদ, স্বপ্ন, ইচ্ছে পূরণ করবে এমনটা কিন্তু নয়। যদি না তার আপনার ইচ্ছের মূল্য দেওয়ার সেই সুন্দর মানসিকতাটা না থাকে।

শুধুমাত্র কারও সৌন্দর্যে আপনি সারাজীবন আটকে থাকতে পারবেন না। যদি না আপনি সেখানে মানসিক শান্তিটা খুঁজে না পান। যদি আপনি একসাথে ভালো থাকতে না পারেন।

জীবনে চলার পথে একজন দায়িত্ববান, সুন্দর মানসিকতার মানুষ পাওয়া যে কোন মানুষের জন্যই পরম সৌভাগ্যের, অনেক বেশি শখের এবং সুখের

01/01/2024

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanju's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share