01/07/2025
কালের কন্ঠের মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপন
ফেনীর পোস্ট :
'সত্যে-তথ্যে, সবার আগে-কালের কণ্ঠ মাল্টিমিডিয়া' এই স্লোগানকে ধারণ করে এক বছর পূর্তি উপলক্ষে ফেনী প্রেসক্লাবে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম বর্ষপূর্তি। মঙ্গলবার ১ জুলাই কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে ও দৈনিক কালের কন্ঠের মাল্টিমিডিয়া বিভাগের ফেনী জেলা প্রতিনিধি এম এ আকাশ ও দেশ রূপান্তরের ফেনী জেলা প্রতিনিধি সফিউল্লাহ রিপনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাঈল হোসেন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, এবি পাটির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, হেফাজতে ইসলাম ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাঈমুল্লাহ চৌধুরী বরাত, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফেনী জেলার সদস্য সচিব এস এম কায়সার এলিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার প্রচার সম্পাদক আ ন আবদুর রহিম, খেলাফত মজলিসের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্যাহ আহম্মাদী, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকের উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ওমর ফারুক শুভ , আবু জাফর, মোহাইমিন তাজিম, পৌর যুবদল নেতা শরিফুল ইসলাম রাসেল, যুবদল নেতা, মায়ন পাটোয়ারী।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আবু ইউছুফ মিন্টু, ফেনী প্রেসক্লাব সাবেক সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ডিবিসি ওবজারভারের সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, দৈনিক যুগান্তরের সাংবাদিক যতন মজুমদার, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আলম রিজভী, আরটিবির আজাদ মালদার, আমার দেশ পত্রিকার প্রতিনিধি এসএম ইউসুফ আলী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালবেলার প্রতিনিধি মিজানুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক সাঈদ খান, সাংবাদিক নজির আহম্মেদ রতন দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এম এ জাফর, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল যমুনা টিভি স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেনী প্রতিনিধি ছমির উদ্দিন, সিনিয়র সাংবাদিক রাশেদুল হাসান, দৈনিক মানবজমিনের নাজমুল হক শামীম, সাংবাদিক সৈয়দ মনির, এখন টেলিভিশনের ডালিম হাজারী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, ঢাকার সাংবাদিক নুরুল আফসার,দৈনিক স্টার লটান এর বার্তা সম্পাদক নুরুল্লা কায়সার, দৈনিক ফেনীর সময় চিপ রিপোর্টার আরিফ আজম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার।
সাংবাদিক ইমরান পাটোয়ারী, মোল্লা ইলিয়াস, আজকের দর্পণের ফেনী জেলা প্রতিনিধি প্রতিনিধি হাবিব মিয়াজি, আজকের পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন, দৈনিক ফেনীর সময় এর কো অর্ডিনেটর হোসাইন সুজন, দৈনিক স্টার লাইন এর নিজস্ব প্রতিবেদক আজিজুল ফয়সাল, ঢাকা পোস্ট এর ফেনী জেলা প্রতিনিধি তারেক চৌধুরী, এনটিভি অনলাইন প্রতিনিধি জাহিদুল ইসলাম রাজন, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক চৌধুরী মুরাদ, ফেনীর সময় এর নিজস্ব প্রতিবেদক শহিদুল ইসলাম, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক এম এ আরাফাত, সাপ্তাহিক ফেনী সমাচার প্রতিনিধি কাউসার, চিত্র সাংবাদিক মিরাজুল মামুন, কালেরকন্ঠ মাল্টি মিডিয়া ফেনী অফিসের চিত্র সাংবাদিক ইমন চৌধুরী সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।