ফেনীর পোস্ট-Fenir Post

ফেনীর পোস্ট-Fenir Post সেবার লক্ষ্যে, ন্যায়ের পক্ষে -আপনার আমার সবার পোস্ট ফেনীর পোস্ট
(2)

মরহুম আব্দুল আজিজ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফেনীর পোস্ট : আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ৪ জুলাই ২০২৫ শ...
04/07/2025

মরহুম আব্দুল আজিজ স্মরণে
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেনীর পোস্ট :
আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ৪ জুলাই ২০২৫ শুক্রবার মতিঝিল মেট্রোরেল সংলগ্ন মিলনায়তনে বরেণ্য রাজনীতিবিদ, দাগন ভূঁইয়ার কৃতি সন্তান মরহুম আব্দুল আজিজ এর অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে, দাগনভূঁইয়া ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলের এই আলোচনা সভায় স্মৃতিচারণ করেন নোপেল সংযোগের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দীন মাশুক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব, লায়ন মোহাম্মদ হাশেম, ভূতের সিনিয়র আইনজীবী রুহুল আমিন, মনিরুল ইসলাম মনির, এডভোকেট মোশাররফ হোসেন বাদল, তরুণ সংঘের সাবেক সভাপতি নুর শাহ আজাদ, বিপ্লবী কবি কুতুব উদ্দিন, স্বপ্নীল এর ধর্ম বিষয়ক সম্পাদক রহিম ফরাজি, স্বপ্নীল ঢাকা মহানগরের সমন্বয়ক এডভোকেট আশরাফ পারভেজ, সংগঠক মঞ্জুর আলী, মরহুমের দৌহিত্র মুসতারিফ আনাম ওহী, মরহুমের ছোট ছেলে মঞ্জুরুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম সাইফুল, বিশিষ্ট ব্যাবসায়ী শরিফ খান, মোহাম্মদ ইসমাইল নাসির প্রমুখ।

আলোচনা সভা শেষে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফকিরাপুল জামে মসজিদের ইমাম মামুনুর রশীদ। এসময় কোরানের পাখিদের উপস্থিতিতে আব্দুল আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌসুমী ফল বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিরা মরহুমের জন্য দোয়া করে।

সর্বশেষ আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজাম উদ্দিন বাচ্চুর জনায়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন নেতাকর্মীর উপস্থিতি আজ বিকেলে দাগনভূঞা উপজেলার রাজাপুর আল...
03/07/2025

নিজাম উদ্দিন বাচ্চুর জনায়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন নেতাকর্মীর উপস্থিতি

আজ বিকেলে দাগনভূঞা উপজেলার রাজাপুর আলিম মাদরাসা মাঠে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন সাবেক বিএনপির সভাপতি মরহুম নিজাম উদ্দিন বাচ্চুর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা বিএনপি, জেলা জামায়াত, যুবদল, ছাত্রদল এবং দাগনভূঞা উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার সর্বসাধারন মানুষ উপস্থিত ছিলেন।

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের মধ্যম জয়নারায়ন পুর তমিজ উদ্দিন বেপারী বাড়ির মরহুম  রুস্তম আলম (গরীব বাংলার)  বড় ছেলে, ...
03/07/2025

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের মধ্যম জয়নারায়ন পুর তমিজ উদ্দিন বেপারী বাড়ির মরহুম রুস্তম আলম (গরীব বাংলার) বড় ছেলে, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, দাগনভূঁইয়া উপজেলা বিএনপি যগ্ম- সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাচ্চু আজকে সকালে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন।

02/07/2025

,,ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল
ফেনীর পরশুরাম থানার এসআই আবু সাইদ প্রত্যাহার!,,

02/07/2025
কালের কন্ঠের মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপনফেনীর পোস্ট : 'সত্যে-তথ্যে, সবার আগে-কালের কণ্ঠ মাল্টিমিডিয়া' এই স্লোগা...
01/07/2025

কালের কন্ঠের মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি উদযাপন

ফেনীর পোস্ট :

'সত্যে-তথ্যে, সবার আগে-কালের কণ্ঠ মাল্টিমিডিয়া' এই স্লোগানকে ধারণ করে এক বছর পূর্তি উপলক্ষে ফেনী প্রেসক্লাবে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম বর্ষপূর্তি। মঙ্গলবার ১ জুলাই কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে ও দৈনিক কালের কন্ঠের মাল্টিমিডিয়া বিভাগের ফেনী জেলা প্রতিনিধি এম এ আকাশ ও দেশ রূপান্তরের ফেনী জেলা প্রতিনিধি সফিউল্লাহ রিপনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাঈল হোসেন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, এবি পাটির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, হেফাজতে ইসলাম ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাঈমুল্লাহ চৌধুরী বরাত, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফেনী জেলার সদস্য সচিব এস এম কায়সার এলিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার প্রচার সম্পাদক আ ন আবদুর রহিম, খেলাফত মজলিসের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্যাহ আহম্মাদী, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকের উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ওমর ফারুক শুভ , আবু জাফর, মোহাইমিন তাজিম, পৌর যুবদল নেতা শরিফুল ইসলাম রাসেল, যুবদল নেতা, মায়ন পাটোয়ারী।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আবু ইউছুফ মিন্টু, ফেনী প্রেসক্লাব সাবেক সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ডিবিসি ওবজারভারের সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, দৈনিক যুগান্তরের সাংবাদিক যতন মজুমদার, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আলম রিজভী, আরটিবির আজাদ মালদার, আমার দেশ পত্রিকার প্রতিনিধি এসএম ইউসুফ আলী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালবেলার প্রতিনিধি মিজানুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক সাঈদ খান, সাংবাদিক নজির আহম্মেদ রতন দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এম এ জাফর, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল যমুনা টিভি স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেনী প্রতিনিধি ছমির উদ্দিন, সিনিয়র সাংবাদিক রাশেদুল হাসান, দৈনিক মানবজমিনের নাজমুল হক শামীম, সাংবাদিক সৈয়দ মনির, এখন টেলিভিশনের ডালিম হাজারী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, ঢাকার সাংবাদিক নুরুল আফসার,দৈনিক স্টার লটান এর বার্তা সম্পাদক নুরুল্লা কায়সার, দৈনিক ফেনীর সময় চিপ রিপোর্টার আরিফ আজম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার।

সাংবাদিক ইমরান পাটোয়ারী, মোল্লা ইলিয়াস, আজকের দর্পণের ফেনী জেলা প্রতিনিধি প্রতিনিধি হাবিব মিয়াজি, আজকের পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন, দৈনিক ফেনীর সময় এর কো অর্ডিনেটর হোসাইন সুজন, দৈনিক স্টার লাইন এর নিজস্ব প্রতিবেদক আজিজুল ফয়সাল, ঢাকা পোস্ট এর ফেনী জেলা প্রতিনিধি তারেক চৌধুরী, এনটিভি অনলাইন প্রতিনিধি জাহিদুল ইসলাম রাজন, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক চৌধুরী মুরাদ, ফেনীর সময় এর নিজস্ব প্রতিবেদক শহিদুল ইসলাম, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক এম এ আরাফাত, সাপ্তাহিক ফেনী সমাচার প্রতিনিধি কাউসার, চিত্র সাংবাদিক মিরাজুল মামুন, কালেরকন্ঠ মাল্টি মিডিয়া ফেনী অফিসের চিত্র সাংবাদিক ইমন চৌধুরী সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বছর ঘুরে ফিরলো সেই জুলাই
30/06/2025

বছর ঘুরে ফিরলো সেই জুলাই

দৈনিক কালের কন্ঠে মাল্টিমিডিয়ায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক: এম এ আকাশসংবাদ বিজ্ঞপ্তি:দৈনিক কালের কন্ঠের ফেনী জেলা প্রতিনিধ...
29/06/2025

দৈনিক কালের কন্ঠে মাল্টিমিডিয়ায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক: এম এ আকাশ

সংবাদ বিজ্ঞপ্তি:
দৈনিক কালের কন্ঠের ফেনী জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) হিসেবে নিয়োগ পেয়েছেন এম এ আকাশ।

কালের কন্ঠের সম্পাদক হাসান হাফিজ স্বাক্ষরিত নিয়োগ পত্র তার হাতে তুলে দেওয়া হয়েছে।

গত সোমবার (২৩ জুন) ইস্ট ওয়েস্ট গ্রুপের দৈনিক কালের কন্ঠের প্রধান কার্যালয়ে এম এ আকাশের হাতে নিয়োগপত্র তুলে দেন পত্রিকাটির মাল্টিমিডিয়া ইনচার্জ রাজিবুল হাসান।
উল্লেখ্য এর আগে এম এ আকাশ দৈনিক ইত্তেফাক সহ দেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
প্রয়োজনে: ০১৮১১ -৬৫৫ ৩৪৭।

26/06/2025

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

ঢাকাস্থ ফেনী জেলা এসএস সি ৯৩, এইচএস সি ৯৫ ব্যাচের ঈদ আনন্দ আড্ডা ও মৌসুমী ফল উৎসবফেনীর পোস্ট : ঢাকাস্থ ফেনী জেলা এসএস সি...
26/06/2025

ঢাকাস্থ ফেনী জেলা এসএস সি ৯৩, এইচএস সি ৯৫ ব্যাচের ঈদ আনন্দ আড্ডা ও মৌসুমী ফল উৎসব

ফেনীর পোস্ট :

ঢাকাস্থ ফেনী জেলা এসএস সি ৯৩, এইচএস সি ৯৫ ব্যাচের ঈদ আনন্দ আড্ডা ও মৌসুমী ফল উৎসব ২৫ জুন বুধবার এসএসসি ৯৩,এইচএসসি ৯৫ ঢাকাস্হ ফেনীর বন্ধুদের ঈদ আনন্দ আড্ডা ও মৌসুমী ফল উৎসব সীগাল রেষ্টুরেন্ট, পুরানা পল্টন , ঢাকায় অনুষ্ঠিত হয়।

এডমিন মোঃ ইসমাইল নাসির এর সভাপতিত্বে মনজুরুল আলম টিপু সঞ্চায়লনা সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডঃ মোশাররফ হোসেন বাদল ,লেবার কোট বার এসোসিয়েশন এর সাবেক সাধারন সম্পাদক এডঃ মহসিন মজুমদার, আন নুর প্যাকেজিং এর স্বত্বাধিকারী মোঃ জসীম উদ্দিন, চায়না মেরিন কোম্পানীর চেয়ারম্যান নূরুল কাদের, স্পেকষ্টাম ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব এডমিন হাসান তালুকদার, আপন স্টিলের চেয়ারম্যান জহির উদ্দিন কপিল,জসিম উদদীন, গাজী সাইফুল ইসলাম ভুঁইয়া,কাজী মিলন সিরাজ পঞ্চায়েত ও আরো অনেকে। কোরআান তেলওয়াত করেন শাহাদাত হোসেন মামুন।

আগামীতে বন্ধুরা গ্রুপের কল্যাণে সেবাও কল্যাণ মূলক কিছু কাজের গঠনমূলক আলোচনা করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব হাসান জামিল উপস্থিত সকল বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। অসুস্থ বন্ধুদের ও বন্ধুদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনা ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন এডভোকেট মোঃ ইউনুস।

অভিনন্দন
26/06/2025

অভিনন্দন

,,ফেনীর সন্তান হিসেবে আমাদের জেনে রাখা জরুরী,,ফেনী জেলায় ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৪৪১টি ওয়ার্ড আছে। ★ ফেনী...
24/06/2025

,,ফেনীর সন্তান হিসেবে আমাদের জেনে রাখা জরুরী,,

ফেনী জেলায় ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৪৪১টি ওয়ার্ড আছে।
★ ফেনী জেলার ৬টি উপজেলা
১। ফেনী সদর।
২। ছাগলনাইয়া।
৩। সোনাগাজী।
৪। দাগনভুইয়া।
৫। ফুলগাজী।
৬। পরশুরাম।
★ ফেনী জেলায় ৫ টি পৌরসভা।
১। ফেনী পৌরসভা।
২। ছাগলনাইয়া পৌরসভা।
৩। দাগনভুইয়া পৌরসভা।
৪। সোনাগাজী পৌরসভা।
৫। পরশুরাম পৌরসভা।

ইউনিয়নঃ- ফেনী জেলার ৪৩ টি ইউনিয়ন।
★ফেনী সদর-মোট ইউনিয়ন ১২টি
১। শশর্দি।
২। ধর্মপুর।
৩। কাজিরবাগ।
৪। মোটবী।
৫। ছনুয়া।
৬। পাঁচগাছিয়া।
৭। বালিগাঁও।
৮। কালিদহ।
৯। লেমুয়া।
১০। ধলিয়া।
১১। ফাজিলপুর।
১২। ফরহাদ নগর।

★ ছাগলনাইয়া-মোট ইউনিয়ন ৫টি
১। রাধানগর।
২। পাঠান নগর।
৩। শুভপুর।
৪। ঘোপাল।
৫। মহামায়া।

★ সোনাগাজী-মোট ইউনিয়ন ৯টি
১। চর মজলিশপুর।
২। বগাদানা।
৩। মঙ্গলকান্দি।
৪। মতিগঞ্জ।
৫। চর দরবেশ।
৬। চর চান্দিয়া।
৭। সোনাগাজী সদর।
৮। আমিরাবাদ।
৯। নবাবপুর।

★ দাগনভুইয়া-মোট ইউনিয়ন ৮টি
১। সিন্দুরপুর।
২। রাজাপুর।
৩। পুর্ব চন্দ্রপুর।
৪। রামনগর।
৫। ইয়াকুবপুর।
৬। দাগনভুইয়া সদর।
৭। মাতুভুইয়া।
৮। জায়লস্কর।

★ পরশুরাম-মোট ইউনিয়ন ৩টি
১। চিথলিয়া।
২। মির্জা নগর।
৩। বক্সমাহমুদ।

★ ফুলগাজী-মোট ইউনিয়ন ৬টি
১। ফুলগাজী।
২। মুন্সিরহাট।
৩। দরবারপুর।
৪। আনন্দপুর।
৫। জি এম হাট।
৬। আমজাদহাট
,,,,,,,,

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর পোস্ট-Fenir Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share