ফেনীর পোস্ট-Fenir Post

ফেনীর পোস্ট-Fenir Post সেবার লক্ষ্যে, ন্যায়ের পক্ষে -আপনার আমার সবার পোস্ট ফেনীর পোস্ট
(1)

18/09/2025
ফেনীতে ‘নরনীয়া’র আনুষ্ঠানিক উদ্বোধনইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে কর্মপরিকল্পনা ঘোষণাশহর প্রতিনিধি,  ফেনীতে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষ...
07/09/2025

ফেনীতে ‘নরনীয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন
ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে কর্মপরিকল্পনা ঘোষণা

শহর প্রতিনিধি,
ফেনীতে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘নরনীয়া’ নামে একটি সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

নরনীয়া সভাপতি প্রফেসর টুটুল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হক, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান এবং প্রবীণ সাংবাদিক আবু তাহের।

নরনীয়া’র যুগ্ম-সম্পাদক আয়নুল হক এমিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের
সাধারণ সম্পাদক ইমন উল হক। তিনি সংগঠনের আত্মপ্রকাশ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংগঠনের আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন
সহ-সভাপতি ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: জহির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরনীয়া মুন্সিরখিল পজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদীন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে বদিউর রহমান বলেন, ‘ডুমুরুয়া থেকে সচিবালয়’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছি। সরকারি চাকরির অভিজ্ঞতা নিয়ে আমি একমাত্র ব্যক্তি, যিনি ছয়টি বই রচনা করেছি। শেকড়কে অস্বীকার করা যায় না। ঠেলাগাড়ি থেকে হেলিকপ্টার যুগে এসেছি, কিন্তু মানের দিক থেকে কতটুকু উন্নয়ন হয়েছে, তা ভাবার বিষয়। সংগঠন গঠনের সময় সুন্দর সুন্দর কথা বলা হয়, শুনতে ভালো লাগে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কতটা চেষ্টা থাকে, সেটাই গুরুত্বপূর্ণ। অনেক সংগঠনের জন্ম-মৃত্যু দেখেছি। ‘পল্লী দিশারী’ নামে একটি সমিতি গঠন করেছিলাম, এলাকায় অনেক কাজও করেছি। কিন্তু নেতৃত্ব ও কর্তৃত্বের দ্বন্দ্বে একসময় তা ভেঙে যায়। নরনীয়াও যেন আদর্শ ও উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফেনী কলেজ, ফেনী পাইলট হাই স্কুলসহ স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে ধাপে ধাপে কাজ শুরু করতে হবে।

প্রফেসর তায়বুল হক বলেন, নরনীয়ার মাধ্যমে আমাদের শেকড়ের সন্ধান করতে হবে। জানতে হবে, সেই শেকড় কত গভীরে। গাছ যত বড় হোক, শেকড় গভীরে না থাকলে তা উপড়ে যায়। তাই শুধু সন্ধান নয়, শেকড় সংরক্ষণও জরুরি। ঐতিহ্য ধরে রাখতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কৃষ্টি ও সভ্যতা জাগ্রত থাকবে।

ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ বলেন, ফেনীর ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিধি বিস্তৃত। মোগল, ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ যুগে অনেক কাজ হয়েছে বলেই আজকের ফেনী রূপান্তরিত হয়েছে। নবীন সেন মাঝামাঝি সময়ে এসেছেন এবং ব্রিটিশের গোলামি করেছেন। ফেনী ত্রিপুরা রাজ্যের অন্তর্গত, ভুলুয়ার নয়। আজকের বাংলাদেশ থেকে নয়, বরং সঠিকভাবে পেছন থেকে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তর দুর্নীতিগ্রস্ত। প্রশাসনিক নয়, জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, যা হয়নি। সর্বত্র সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

নরনীয়া’র সাধারণ সম্পাদক ইমন উল হক বলেন, ফেনীর হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার ও সংরক্ষণ, জেলার সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান উপস্থাপন, তরুণ সমাজকে নেতৃত্ব, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গড়ে তোলা, ফেনীর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নীতিনির্ধারকদের সহায়তা, জেলার গুরুত্বপূর্ণ স্থান, ব্যক্তি ও ঘটনাবলির তথ্যভিত্তিক ডকুমেন্টেশন তৈরি, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, পাবলিকেশন ও গবেষণার মাধ্যমে জ্ঞান বিস্তারের লক্ষ্যে ‘নরনীয়া’ যাত্রা শুরু করেছে।

তিনি জানান, সংগঠনের পরিকল্পনার মধ্যে রয়েছে—ফেনীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা ও প্রকাশনা (বই, নিবন্ধ, তথ্যচিত্র), সামাজিক সমস্যা নিয়ে আলোচনা সভা ও সমাধানমূলক প্রকল্প গ্রহণ, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘ফেনী উৎসব’ ও ‘ঐতিহ্য মেলা’ আয়োজন, স্থানীয় ইতিহাসভিত্তিক পাঠ্যপুস্তক বা পাঠ্যসামগ্রী তৈরি, প্রবীণ নাগরিকদের স্মৃতিচারণমূলক প্রকল্প এবং “ফেনী ভলান্টিয়ার নেটওয়ার্ক” গঠন করে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত টিম তৈরির উদ্যোগ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সংগঠনটির লোগো উন্মোচন করেন।
শেষে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি বদিউর রহমান।

এ সময় নরনীয়ার কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ডাঃ শাহনেওয়াজ সিরাজ (মামুন), মহিবুল হক চৌধুরী রাসেল, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ডা: মোহাম্মদ জালাল উদ্দিন মেনন, ইঞ্জিনিয়ার শওকত চৌধুরী, জিয়া উদ্দিন, রিয়াজ উদ্দিন রবিন, মোহাম্মদ জাকারিয়া ফারুক, পৃথ্বীরাজ চক্রবর্তী, আব্দুল্লাহ আল আমিন, এডভোকেট অমিত মজুমদার, মোরশেদা হ্যাপি, ফখরুল ইসলাম রাহাত, মুহাইমীন তাজিম, শারমিনে নিশু, রোমেনা বিনতে আজিজ শশী প্রমূখ।

সৌদি আরবে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সবুজকে সংবর্ধনাফেনীর পোস্ট, সৌদি আরব :ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ...
07/09/2025

সৌদি আরবে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সবুজকে সংবর্ধনা
ফেনীর পোস্ট, সৌদি আরব :
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজকে সৌদি আরব ফেনী জেলা জাতিবাদী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি'র নেতৃবৃন্দ ও ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৬ সেপ্টেম্বর জেদ্দার স্থানীয় একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজাপুর বাজারে জনদুর্ভোগের ২টা পয়েন্ট একটা ভাঙ্গা হলো আর একটাকে রক্ষা করা হলো,এটা কোন ধরনের বৈষম্য নাকি অন্য কিছু? যেখা...
05/09/2025

রাজাপুর বাজারে জনদুর্ভোগের ২টা পয়েন্ট একটা ভাঙ্গা হলো আর একটাকে রক্ষা করা হলো,এটা কোন ধরনের বৈষম্য নাকি অন্য কিছু? যেখান থেকেই জ্যামের শুরু হয় সেটাই ভাঙ্গা হলো না।একটা টার্নিং পয়েন্ট এর মোড ঠিক করতে হলে তার ১০০ -২০০গজ আগে থেকে ক্লিয়ার করতে হয়।

04/09/2025

চলুন এক নজরে দেখে আসি সৌদি আরব, জেদ্দা শহর

04/09/2025

এক অস,হায় প্রবাসী

03/09/2025

দাগনভূঞার নেয়াজপুর বহুমুখী সমবায় সমিতির ম্যানেজার মোস্তফা প্রায় ৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এই সমিতির পূর্ব নাম ছিল প্রত্যাশা বহুমুখী সমবায় সমিতি। ৭ বছর পূর্বে এই সমিতিই মানুষের কোটি টাকা নিয়ে চলে গেছে। নাম পরিবর্তন করে আবারও প্রতার,ক চক্র প্রতা,রণা করে।

With Abu Taleb – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
03/09/2025

With Abu Taleb – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কারদাগনভূঞা প্রতিনিধি:জনদুর্ভোগ কমাতে বিএনপির জাতীয় নির্...
02/09/2025

ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার
দাগনভূঞা প্রতিনিধি:
জনদুর্ভোগ কমাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবদুল লতিফ জনির ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার কাজ শুরু করেছেন।

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা বাজার হতে চিশতিয়া সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে।

সড়ক নির্মাণে সার্বিক তত্ত্বাবধান করছেন জিয়া উদ্দিন সোহাগ ও ইকবাল সুমন।
স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। কয়েকটি গ্রামের মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা আবদুল লতিফ জনির নজরে আনলে তিনি ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেন।

স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী তাছলিমা আক্তার বলে, রাস্তাটিতে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী। আপাতত যে সংস্কার কাজ চলছে মোটামুটি অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে। মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই।

সংস্কারের দায়িত্ব পালন করা জিয়া উদ্দিন সোহাগ বলেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। এলাকাবাসীর পক্ষ থেকে জনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংস্কারের দায়িত্ব পালন করা ইকবাল সুমন বলেন, এ রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগী থাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি ভাইকে জানালে তিনি তার নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ করে দিচ্ছেন। এছাড়াও গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদেরকে তিনি সহযোগিতা করেছেন। এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে এমন আরও কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। ওই সব রাস্তায়ও সংস্কারের বিষয়ে জনি ভাইয়ের সাথে কথা বলবো।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার জাফর আহমেদ বলেন, জনি ভাই তার নিজ অর্থায়নে রাস্তাটি মেরামত করে দিচ্ছেন তাকে ধন্যবাদ জানাই।
স্থানীয় বাসিন্দা মোছলে উদ্দিন ও তোফায়েল জানান, এ রাস্তাটি গত বছর বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসময় স্থানীয় স্বেচ্ছাসেবীরা কিছু কিছু সংস্কার করেছে কিন্তু এবারের টানা বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি থাকার কারণে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলাচলের অনুপযোগী। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনির নিজস্ব অর্থায়নে রাস্তাটি মেরামত করে দিচ্ছেন। এমহৎ কাজের জন্য তাঁকে ধন্যবাদ।

31/08/2025

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির শপথ

ফেনী প্রবাসী ফোরামের নব গঠিত কমিটির অভিষেক, শিমুল- সভাপতি, বাতেন -সাধারণ সম্পাদকফেনীর পোস্ট : অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও স...
31/08/2025

ফেনী প্রবাসী ফোরামের নব গঠিত কমিটির অভিষেক, শিমুল- সভাপতি, বাতেন -সাধারণ সম্পাদক

ফেনীর পোস্ট :

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের” ২০২৫/২৬ সালের নতুন কমিটির অভিষেক ও ফেনী প্রবাসীদের মিলন মেলা গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের ফাহাস আদ-দৌরির আল-আমাকান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন এর যৌথ সঞ্চালনায় সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা, ডক্টর মীর এম এ হাসান।

শুরুতেই পবিত্র আল কোর-আন থেকে তেলাওয়াত করেন ফোরামের যুগ্ম সম্পাদক মাওলানা ওমর ফারুক।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ফোরামের প্রধান অতিথি ডক্টর মীর এম এ হাসান নতুন কমিটির ঘোষনা করেন।
ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্যোক্তা নুরুল আনোয়ার নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

অভিষেক অনুষ্ঠানে ফোরামের বিগত ১১ বছরের স্বেচ্ছাসেবী কার্যক্রম তুলে ধরা হয়।

প্রধান অতিথি ডক্টর মীর এম এ হাসান ফোরামের বিগত দিনগুলোর কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন স্বেচ্ছাসেবী কর্মকান্ডে ফেনীর এক ঝাক তরুণ তথা সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের অবদান প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব আব্দুল কুদ্দুস বিক্রম ও আব্দুল জলিল রাজা। প্রধান পৃষ্ঠপোষক জনাব আবুল কাশেম, পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন বাবলু, দিলওয়ার হোসাইন, আব্দুল মালেক মানিক, ফোরামের সহসভাপতি আলমগীর সওদাগর । কমিউনিটি ব্যক্তিত্ব ও ঢাকা এসোসিয়েশনের সভাপতি, কবি শাহজাহান চঞ্চল। এন টিভি সৌদি আরব ব্যুরোচিপ ফারুক আহমেদ চান।

মঞ্চে উপস্থিত ছিলেন ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্ঠা লুৎফুর রহমান ফটিক, আবদুল মুহিত এপোলো, ফোরামের পৃষ্ঠপোষক আবদুল মান্নান, ফরিদ আহম্মদ সোহাগ, সাইফুর রহমান নিটোল, বেলাল আহম্মেদ, আমজাদ হোসেন , ফখরুল ইসলাম , সাঈফ উদ্দিন সাঈফ , জাহাঙ্গীর আলম , রেজা আহম্মেদ, ইমাম হোসেন খোকন।

অনুষ্ঠানে সৌদি আরব রিয়াদের ফেনী প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় হাজারখানেক প্রবাসী উপস্থিত ছিলেন।

ফেনী প্রবাসী ফোরামের অতীত কার্যক্রম দেখে অনুপ্রানিত হয়ে চট্টগ্রামের কৃতি সন্তান আল খারিজের বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর নুরুল আলম ফোরামের প্রতিটি ইভেন্টে সহযোগিতার পাশাপাশি রমজানের খাদ্যসামগ্রী বিতরন ইভেন্টের জন্য দুই লক্ষ টাকা সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অভিষেক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সানসিটি পলিক্লিনিক, হোম ল্যান্ড আবাসন লিমিটেড ও এস আর ফ্যাশন।

ফোরামের বিগত বছরগুলোতে স্বেচ্ছায় মানবিক কাজে সকল প্রকার অবদান রাখায় প্রধান পৃষ্ঠপোষক আবুল কাশেমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ও ফোরামের বিদায়ী সভাপতি কামাল উদ্দিন পাটিয়ারী এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির কে বিগত সেশনে সফলতার সাথে নিজ দায়িত্ব পালন করায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নব নির্বাচিত পরিচালনা পরিষদের যারা রয়েছেন, সভাপতি মাজহারুল ইসলাম শিমুল,সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন মনির, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সভাপতি নুরুল আফসার রাসেল, হাসান মাহমুদ, আবদুল আহাদ নয়ন, ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক ইমাম হোসাইন সেলিম সহ এক ঝাঁক তরুণ নেতৃত্ব।

ফোরামে অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র যা উপস্থিত প্রবাসীদেরকে আরো বেশি আনন্দ দিতে সক্ষম হয়েছে। কুইজের সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে প্রথম , দ্বিতীয়, তৃতীয় পুরস্কার সহ মোট তেরোটি পুরস্কারে পুরস্কৃত করার পাশাপাশি অনুষ্ঠানে খেলাধুলায় প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফোরামের ১১ তম বর্ষপূর্তি ও ১২তম বর্ষে পদার্পণের কেক কাটা এবং নবনির্বাচিত সভাপতি শিমুলের সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে নৈশ্য ভোজ পরবর্তী অনুষ্ঠান সমাপ্তি হয়।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর পোস্ট-Fenir Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share