মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Feni
  • মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Welcome to official page of Mozupur Government Primary School

🌑 চন্দ্রগ্রহণ কী?চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর...
07/09/2025

🌑 চন্দ্রগ্রহণ কী?

চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং চাঁদ আংশিক বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় সোজা লাইনে অবস্থান করে।

চন্দ্রগ্রহণ তিন প্রকারের হয়ঃ
1. পূর্ণ চন্দ্রগ্রহণ – যখন পুরো চাঁদ পৃথিবীর ছায়ার ভেতর ঢুকে যায়।
2. আংশিক চন্দ্রগ্রহণ – যখন চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় ঢোকে।
3. উপচ্ছায়া চন্দ্রগ্রহণ – যখন চাঁদ পৃথিবীর উপচ্ছায়ার ভেতর দিয়ে যায়, তখন চাঁদ কিছুটা ম্লান দেখায়।

🌙 চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত কুসংস্কার

মানুষের অজ্ঞতা ও ভয়ের কারণে যুগ যুগ ধরে চন্দ্রগ্রহণ নিয়ে নানা কুসংস্কার প্রচলিত আছে, যেমনঃ
1. গর্ভবতী নারীরা বাইরে গেলে সন্তানের ক্ষতি হবে – মনে করা হয়, গর্ভবতী নারী চন্দ্রগ্রহণ দেখলে শিশুর শরীরে দাগ বা অঙ্গ-প্রত্যঙ্গ ত্রুটি হবে।
2. খাবার খাওয়া যাবে না – অনেকেই বিশ্বাস করেন চন্দ্রগ্রহণের সময় খাবার খেলে বিষক্রিয়া বা রোগ হবে।
3. পানি বা রান্না নষ্ট হয়ে যাবে – কেউ কেউ বিশ্বাস করেন চন্দ্রগ্রহণের সময় রাখা পানি ও রান্না অশুদ্ধ হয়ে যায়।
4. দূর্ভাগ্য ও অশুভ শক্তির প্রভাব – গ্রহণকে অনেকে অমঙ্গল বা দুর্যোগের পূর্বাভাস মনে করেন।
5. গৃহপালিত পশুর ক্ষতি হবে – অনেকের বিশ্বাস, গ্রহণের সময় পশু অসুস্থ হয়ে পড়ে।

🕌 ধর্মীয় ব্যাখ্যা

ইসলাম
• ইসলাম মতে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন।
• রাসূল ﷺ বলেছেন, সূর্য ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না।
• চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে নফল নামাজ (কুসুফ ও খুসুফের সালাত) পড়তে বলা হয়েছে।
• মুসলমানদের উচিত এ সময় আল্লাহকে স্মরণ করা, দোয়া করা ও ইস্তিগফার করা।



#চন্দ্রগ্রহন

নতুন বাংলাদেশের স্বপ্ন এমন একটি সমাজ গড়ার যেখানে বিচার হবে সমান, সুযোগ হবে সবার জন্য। সরকারি-বেসরকারি সকল পর্যায়ে থাকবে ...
05/08/2025

নতুন বাংলাদেশের স্বপ্ন এমন একটি সমাজ গড়ার যেখানে বিচার হবে সমান, সুযোগ হবে সবার জন্য। সরকারি-বেসরকারি সকল পর্যায়ে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে থাকবে কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা। জনগণের করের অর্থ ব্যবহৃত হবে জনগণের কল্যাণে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, নিরাপত্তা—সবক্ষেত্রে থাকবে সমতা।
ইনশাআল্লাহ.

04/08/2025

আশ্বিন ফাগুন মাসে পরানঘাসে
নতুন বিয়ের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আলতা কোণে
নতুন বিয়ের ফুল ফুটিছে

Address

Mozupur
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়:

Share