
07/09/2025
🌑 চন্দ্রগ্রহণ কী?
চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং চাঁদ আংশিক বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় সোজা লাইনে অবস্থান করে।
চন্দ্রগ্রহণ তিন প্রকারের হয়ঃ
1. পূর্ণ চন্দ্রগ্রহণ – যখন পুরো চাঁদ পৃথিবীর ছায়ার ভেতর ঢুকে যায়।
2. আংশিক চন্দ্রগ্রহণ – যখন চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় ঢোকে।
3. উপচ্ছায়া চন্দ্রগ্রহণ – যখন চাঁদ পৃথিবীর উপচ্ছায়ার ভেতর দিয়ে যায়, তখন চাঁদ কিছুটা ম্লান দেখায়।
🌙 চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত কুসংস্কার
মানুষের অজ্ঞতা ও ভয়ের কারণে যুগ যুগ ধরে চন্দ্রগ্রহণ নিয়ে নানা কুসংস্কার প্রচলিত আছে, যেমনঃ
1. গর্ভবতী নারীরা বাইরে গেলে সন্তানের ক্ষতি হবে – মনে করা হয়, গর্ভবতী নারী চন্দ্রগ্রহণ দেখলে শিশুর শরীরে দাগ বা অঙ্গ-প্রত্যঙ্গ ত্রুটি হবে।
2. খাবার খাওয়া যাবে না – অনেকেই বিশ্বাস করেন চন্দ্রগ্রহণের সময় খাবার খেলে বিষক্রিয়া বা রোগ হবে।
3. পানি বা রান্না নষ্ট হয়ে যাবে – কেউ কেউ বিশ্বাস করেন চন্দ্রগ্রহণের সময় রাখা পানি ও রান্না অশুদ্ধ হয়ে যায়।
4. দূর্ভাগ্য ও অশুভ শক্তির প্রভাব – গ্রহণকে অনেকে অমঙ্গল বা দুর্যোগের পূর্বাভাস মনে করেন।
5. গৃহপালিত পশুর ক্ষতি হবে – অনেকের বিশ্বাস, গ্রহণের সময় পশু অসুস্থ হয়ে পড়ে।
🕌 ধর্মীয় ব্যাখ্যা
ইসলাম
• ইসলাম মতে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন।
• রাসূল ﷺ বলেছেন, সূর্য ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না।
• চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে নফল নামাজ (কুসুফ ও খুসুফের সালাত) পড়তে বলা হয়েছে।
• মুসলমানদের উচিত এ সময় আল্লাহকে স্মরণ করা, দোয়া করা ও ইস্তিগফার করা।
#চন্দ্রগ্রহন