30/08/2025
ফেনী ইউনিভার্সিটি
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৭ আগস্ট ২০২৫
গতকাল রাত ৮:০০ টায় ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্যদের অংশগ্রহণে একটি জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ।
সভার শুরুতে গত ২১ তারিখে অনুষ্ঠিত মিটিং এর কার্যবিবরণী পাঠন্তে অনুমোদন দেয়া হয়। গতকাল ২৫ আগস্ট ২০২৫ তারিখে সম্মানিত বিওটি সদস্যদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সম্পর্কিত আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করা হয়। উত্থাপিত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা শেষে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহিত হয়ঃ
ক. ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বিওটি, কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে নিম্নলিখিত একটি 'উন্নয়ন সমন্বয় কমিটি' গঠন করা হয়ঃ
১. ডাঃ এ এস টি এম উল্লাহ চৌধুরী বায়জিদ, মেম্বার সেক্রেটারি, বিওটি
আহবায়ক
২. জনাব আবদুস সাত্তার, সদস্য, বিওটি সদস্য
৩. জনাব মোঃ নুরুন নেওয়াজ সেলিম, সিনিয়র ভাইস চেয়ারম্যন, বিওটি সদস্য
৪. জনাব আবদুর রইচ কাইজার, ভাইস চেয়ারম্যন,
বিওটি-সদস্য
৫. জনাব মোহাম্মদ এনায়েতুল্লাহ, ট্রেজারার, বিওটি সদস্য
৬. জনাব আলতাফ হোসেন, সদস্য, বিওটি- সদস্য
৭. জনাব মোহাম্মদ আবুল কাশেম, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত)- সদস্য
৮. জনাব সোহরাব হোসেন, ট্রেজারার (ভারপ্রাপ্ত)- সদস্য
৯. রেজিস্ট্রার, ফেনী ইউনিভার্সিটি সদস্য
১০. জনাব আলী আকবর সিয়াম, চেয়ারম্যান, সিভিল ইঞ্জিনিয়ারিং - সদস্য
১১. জনাব জালাল আহমেদ, মেনটেইনেন্স অফিসার- সদস্য
১২. কাজী আল আমিন, ইংরেজী বিভাগ, ছাত্র প্রতিনিধি
- সদস্য
১৩. মাহমুদুল হাসান চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগ, ছাত্র প্রতিনিধি- সদস্য
১৪. সৈকত হোসেন সজীব, আইন বিভাগ, ছাত্র প্রতিনিধি
- সদস্য
খ. আগামী ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩:০০ টায় শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন ইউনিভার্সিটির নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাসের ফলক উন্মোচন করা হবে।
গ. সভা দৃঢ় ভাবে বিশ্বাস করে যে, উপরোক্ত সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহর করে শ্রেনী কার্যক্রমে অংশগ্রহণ করবে।
mhi 27.8.2025 প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম ভূঞা
রেজিস্ট্রার
ফেনী ইউনিভার্সিটি