Mujib Bin Sabbir

Mujib Bin Sabbir من اعتمد علي الله،،لامل ولا قل ولا ضل ولاذل،،
ومن يتوكل على الله فهو حسبه ٠ إن الله يحب المتوكلين .

 #শর্শদি
06/10/2025

#শর্শদি

06/10/2025

কুরআন অবমাননা
-----------------------
মানসিক ভারসাম্যহীন হলে অপূর্ব হাসপাতালে যাবে,বিশ্ববিদ্যালয়ে কেন।

06/10/2025

02/10/2025

লিল্লাহ বোর্ডিং নাকি স্কলারশিপ? দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।একজন তরুণ মেধাবী ছাত্র, জ্ঞান অর্জনের তৃষ্ণায় বিভোর। কেউ যায়...
02/10/2025

লিল্লাহ বোর্ডিং নাকি স্কলারশিপ?
দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।

একজন তরুণ মেধাবী ছাত্র, জ্ঞান অর্জনের তৃষ্ণায় বিভোর। কেউ যায় অক্সফোর্ড, কেউ আল-আজহার। কেউ যায় ক্যামব্রিজ, কেউ মাদরাসায়। কিন্তু দৃষ্টিভঙ্গির বৈপরীত্য কোথায় জানেন?

ইউনিভার্সিটিতে বিনা বেতনে পড়ার সুযোগ পেলে বলা হয়— "সে স্কলারশিপ পেয়েছে!" গর্ব, সম্মান, অভিভাবকের চোখে আনন্দের ঝিলিক।
কিন্তু মাদরাসায় কেউ ফ্রি পড়লে? বলা হয়— "সে লিল্লাহ বোর্ডিংয়ে পড়ে!" করুণার সুর, দানের হিসাব!

কিন্তু মেধাবী তো মেধাবীই, সে ইউনিভার্সিটিতে পড়ুক বা মাদরাসায়। তাই মাদরাসাগুলোর দরজায় নতুন সাইনবোর্ড টাঙানো উচিত—
💥 "১০০% স্কলারশিপ মেধাবীদের জন্য"
💥 "অর্থনৈতিক অসচ্ছলদের জন্য প্রয়োজনভিত্তিক বৃত্তি"

যে দিন ভাষা বদলাবে, সে দিন ভাবনাও বদলাবে। কেউ আর বলবে না— "হুজুররা সদকার টাকায় চলে!" বরং বলবে— "এরা স্কলারশিপ নিয়ে পড়ছে!"

[ এমনকি মাদরাসা আর প্রাইভেট কলেজ ভার্সিটির ফান্ড রাইজিং সিস্টেমও কিন্তু এক। উভয় প্রতিষ্ঠানেই কালেকশন সিস্টেম আছে। কেউ শুধু বড় বড় ডোনার থেকে কালেকশন করে, আর কেউ বড় ছোট সব ধরনের কালেকশনই করে। কিন্তু মাদ্রাসার বেলায় আসলে তখন সেটাকে চাঁদা কালেকশন বলে ছোট করা হয় ]

সম্মান আসে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে, আর পরিবর্তন আসে সাহসী পদক্ষেপে। সেই পরিবর্তন আমাদের আনা প্রয়োজন।

দৃষ্টিভঙ্গি বদলালে বদলে যায় পথ,
বাধা নয়—সুযোগ খোঁজে সফলতার রথ।
নেতিবাচক ভাবনায় থামে চলার গতি,
আশাবাদের আলোয় জ্বলে নতুন জ্যোতি।**

চোখের দৃষ্টির চেয়েও বড় মনের দৃষ্টি,
যেখানে সংকটে খুঁজে নেয় সম্ভাবনার সৃষ্টি।
নয়নে নয়, দৃষ্টিভঙ্গিতে লুকায় ভবিষ্যতের আশা,
সেখানেই লুকিয়ে থাকে সাফল্যের ভাষা।

তাই বদলে ফেলো ভাবনার ধারা,
চলার পথে দেখবে বিজয়ের তারা।
জীবন যখন দেখবে নতুন রঙে,
সফলতা আসবে আপন গতি ও ঢঙে।

----রোযনামচার পাতা থেকে......

Copy post

বাংলাদেশে আসছে নতুন সিম কোম্পানি! বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) চালু করতে যাচ্ছে MVNO সিম।MVNO মানে হল...
01/10/2025

বাংলাদেশে আসছে নতুন সিম কোম্পানি!
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) চালু করতে যাচ্ছে MVNO সিম।
MVNO মানে হলো ভার্চুয়াল মোবাইল অপারেটর। এরা নিজেরা কোনো টাওয়ার বা নেটওয়ার্ক বসাবে না। বরং দেশের বর্তমান মোবাইল অপারেটরদের (যেমন গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) নেটওয়ার্ক ভাড়া নিয়ে গ্রাহকদের কল ও ইন্টারনেট সার্ভিস দেবে।💠এর সুবিধা কী?
⏩কম দামে কল ও ডাটা পাওয়া যাবে।
⏩নতুন প্রতিযোগিতা তৈরি হবে, ফলে গ্রাহকরা লাভবান হবেন।
⏩ আলাদা ভয়েস ও ইন্টারনেট প্যাকেজ মিলবে।
⏩কিছু প্ল্যানে থাকতে পারে আনলিমিটেড কলিং আর আনলিমিটেড ডাটা!
⏩OTT (যেমন ইউটিউব, ফেসবুক) ব্যবহার ফ্রি বা আলাদা অফার আসতে পারে।
⏩এমনকি ফোন কিস্তিতেও দেওয়ার সুযোগ থাকতে পারে।
মানে সহজভাবে বললে, BTCL-এর এই নতুন সিম দিয়ে গ্রাহকরা আগের চেয়ে সাশ্রয়ী দামে বেশি সুবিধা পাবেন। 📱

ফেনী জেলার আওতাধীন  উপজেলা সমূহ।ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী,সোনাগাজী,দাগনভূঞা
28/09/2025

ফেনী জেলার আওতাধীন উপজেলা সমূহ।
ফেনী সদর,
ছাগলনাইয়া,
পরশুরাম,
ফুলগাজী,
সোনাগাজী,
দাগনভূঞা

ফেনী সদর উপজেলা আওতাধীনইউনিয়নসমূহ। ১নং শর্শদি২নং পাঁচগাছিয়া৩নং বরাহীপুর (বরাহীপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ ফেনী পৌরসভার আওত...
28/09/2025

ফেনী সদর উপজেলা আওতাধীন
ইউনিয়নসমূহ।

১নং শর্শদি

২নং পাঁচগাছিয়া

৩নং বরাহীপুর (বরাহীপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ ফেনী পৌরসভার আওতাধীন হওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যক্রম বর্তমানে বিলুপ্ত)

৪নং ধর্মপুর

৫নং কাজিরবাগ

৬নং কালিদহ

৭নং বালিগাঁও

৮নং ধলিয়া

৯নং লেমুয়া

১০নং ছনুয়া

১১নং মোটবী

১২নং ফাজিলপুর

১৩নং ফরহাদনগর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নির...
28/09/2025

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা
রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে
সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে হবে
---হেফাজতে ইসলাম

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফ-এর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ-এর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ষকদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, কিন্তু গত কয়েক দিন ধরে বিচার দাবির আড়ালে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত সেনা-সদস্যদের ওপর একের পর এক আক্রমণ হয়েছে। আমরা দেখেছি, সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আধিপত্যবাদী ইন্ডিয়ার ভাড়াটে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলেছে। এদেশের একদল ইন্ডিয়াপন্থী বামও পাহাড়ে সহিংসতার উসকানি দিচ্ছে, যা নিন্দনীয়।

তারা আরো বলেন, ইউপিডিএফসহ অন্যান্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন দেশের সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছাড়াও নিয়মিতভাবে অপহরণ, চাঁদাবাজি, গুম-খুন ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কারণে পাহাড়ে স্থানীয় বাঙালি ও নৃতাত্তি¡ক নাগরিক সবাই অতিষ্ঠ। ভূমিপুত্র বাঙালি ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে ‌'শত্রু' বানিয়ে ফায়দা নিতে চায় ইন্ডিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবাই পাহাড়ি ও বাংলাদেশি নাগরিক। কোনো বিভেদ-বিদ্বেষ প্রশ্রয় দেওয়া যাবে না। ইউপিডিএফসহ চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে 'দেশদ্রোহী' হিসেবে ঘোষণাপূর্বক নিরাপত্তা ঝুঁকিতে থাকা পার্বত্য চট্টগ্রাম ঘিরে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা সময়ের দাবি।

হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন, আমরা বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মুসলিম-অধ্যুষিত বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে 'খ্রিস্টান রাষ্ট্র' বানানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রও বহু পুরনো। এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে বাংলাদেশের দেশপ্রেমিক ধর্মপ্রাণ ছাত্র-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী ও বিজিবির পাশে আছে।

বার্তাপ্রেরক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
যুগ্মমহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ

 #১নং_শর্শদি_ইউনিয়ন এরওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহের নাম–          ★ওয়ার্ড ১-------------------- #আবুপুর           #দক্ষিণআ...
23/09/2025

#১নং_শর্শদি_ইউনিয়ন এর
ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহের নাম–
★ওয়ার্ড ১--------------------
#আবুপুর
#দক্ষিণআবুপুর
#কুমিরা
★ওয়ার্ড ২---------------------
#উত্তর_খানেবাড়ি
#দক্ষিণ_খানেবাড়ি_মাষ্টাপাড়া
★ওয়ার্ড ৩---------------------
#শর্শদি
#দক্ষিণ_খানেবাড়ি
★ওয়ার্ড ৪--------------------
#নতুন_খানেবাড়ি
#জাহানপুর
★ওয়ার্ড ৫--------------------
#ফতেহপুর
#রামপুর
#রাস্তারখীল_দক্ষিণ
★ওয়ার্ড ৬---------------------
#দেবীপুর
★ওয়ার্ড ৭----------------
#রাস্তারখীল_উত্তর
#ঘাগরা
#নোয়াবাদ
★ওয়ার্ড ৮-------------------
#গজারিয়া_কান্দি
#সফিয়াবাদ৷
★ওয়ার্ড ৯--------------
#চোছনা
#জেরকাছাড়
#সুন্দরপুর
------------------
#শর্শদি

সকাল ১০টা থেকে মাগরিব পর্যন্ত থাকবো ফেনী শহরের বিভিন্ন স্থানে
13/09/2025

সকাল ১০টা থেকে মাগরিব পর্যন্ত থাকবো ফেনী শহরের বিভিন্ন স্থানে

Address

Feni
3902

Telephone

+8801788305060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujib Bin Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mujib Bin Sabbir:

Share