Noakhali Doctors Info

Noakhali Doctors Info নোয়াখালী, ফেনী, লক্ষীপুর এলাকার ডাক্তার ও সাস্থ্য সেবা তথ্য।

কোন ডাক্তার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা ঔষধ কোম্পানি থেকে কমিশন নিয়ে ঔষধ লিখেন না? যদিও সমাজে মানবিক ডাক্তার দুএকজ...
31/08/2025

কোন ডাক্তার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা ঔষধ কোম্পানি থেকে কমিশন নিয়ে ঔষধ লিখেন না?

যদিও সমাজে মানবিক ডাক্তার দুএকজন এর বেশী পাওয়া যাবেনা!
বেশিরভাগ ডাক্তাররা এত কোটি কোটি টাকার মালিক হয়েছে কমিশন বাণিজ্য করে।

Collected

31/08/2025
31/08/2025

★ আন্তর্জাতিক ফিকহ একাডেমির সিদ্ধান্ত (মক্কা, জেদ্দা)
আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি (OIC) তাদের বিভিন্ন সেশনে স্পষ্ট করেছে:

ডাক্তার যদি ঔষধ কোম্পানির কাছ থেকে কমিশন, সুবিধা বা উপহার গ্রহণ করে প্রেসক্রিপশন লিখে দেন, এটি রিশওয়া (ঘুষ) এবং হারাম।

কারণ এতে রোগীর উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয় এবং চিকিৎসা পেশার আমানত নষ্ট হয়।
(সূত্র: مجمع الفقه الإسلامي الدولي، قرار رقم 10/6/2)

★ দারুল উলুম দেওবন্দ (ভারত) এর ফতোয়া
প্রশ্ন: ডাক্তাররা কোম্পানি থেকে কমিশন খাওয়া কি জায়েজ?
উত্তর:
এটি জায়েজ নয়। এটি রোগীর প্রতি খিয়ানত ও ঘুষ। চিকিৎসকের দায়িত্ব রোগীর হিতের জন্য প্রেসক্রিপশন দেওয়া, কমিশনের জন্য নয়।”
(ফতোয়া নং: ۳۸۷۳۵، Darul Ifta, Darul Uloom Deoband)

★আল-আজহার শরীয়াহ্‌ রিসার্চ একাডেমি (মিশর)
আল-আজহার মুফতিয়াত থেকে একাধিক ফতোয়ায় বলা হয়েছে:
“الأموال التي يأخذها الطبيب من شركات الأدوية مقابل وصف أدويتهم هي من الرشوة المحرمة شرعاً”
অর্থাৎ: ডাক্তার যদি কোম্পানির ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে টাকা নেন, এটি শরীয়তে হারাম ঘুষ।

★পাকিস্তান জামিয়াতুল উলূম ইসলামিয়া (বান্নুরি টাউন, করাচি)
ফতোয়া:
ঔষধ কোম্পানির কমিশন গ্রহণ হারাম উপার্জন।
ডাক্তার কেবল রোগীর মঙ্গলের কথা ভেবে ওষুধ লিখবেন, কোনো প্রকার লোভ বা কমিশনের ভিত্তিতে নয়।
(ফতোয়া: دارالافتاء جامعہ العلوم الاسلامیہ کراچی)
সারসংক্ষেপঃ
আন্তর্জাতিক ফিকহ একাডেমি, দারুল উলুম দেওবন্দ, আল-আজহার এবং পাকিস্তানের বড় বড় দারুল ইফতা—সবাই একবাক্যে বলেছেন:
কোম্পানি থেকে কমিশন নিয়ে ডাক্তারি করা শরীয়তে হারাম, এটি রিশওয়া ও খিয়ানত।
- আহমাদ শাওকি আফিফি

25/08/2025

বন্ধু যখন শত্রু হয়—
তার সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ হলো তৌহিদ আফ্রিদির চামচা রাহি!

আফ্রিদির বাবাকে যখন গুলশান থেকে গ্রেফতার করা হয়, সেই রাতেই আফ্রিদি সবার চোখ ফাঁকি দিয়ে পালায় নোয়াখালীতে।
কোন বাসায় গিয়ে আশ্রয় নেয় জানেন?
তার এক কালের ঘনিষ্ঠ চামচা রাহির বাসায়!

কিন্তু এখানেই কাহিনীর আসল টুইস্ট—
এই রাহিই গোপনে তার সব তথ্য বাইরে পাচার করছিল! তার লুকানোর জায়গা, তার পরবর্তী প্ল্যান—সব!

যখন আফ্রিদি টের পায় তখন দেরি হয়ে গেছে।
সে পালিয়ে বরিশাল গেলেও রাহির দেওয়া ইনফো হাতে নিয়ে দেশের সুনামধন্য সাংবাদিক ও গোয়েন্দারা তাকে শেষমেশ বরিশাল থেকে গ্রেফতার করে ফেলে।

👉 শিক্ষা স্পষ্ট—
এই দুনিয়াতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনি যাকে ভাই ভাবছেন, সে-ই এক সেকেন্ডে আপনার পিঠে ছুরি বসাতে পারে!

শেষ কথা—
আমি রাহিকে ধন্যবাদ জানাই।
কারণ দেশের একজন নামকরা চোরকে ধরিয়ে দেওয়ার কৃতিত্ব শেষ পর্যন্ত তারই প্রাপ্য। 👏

#বিশ্বাসঘাতকতা #বাস্তবতা #সতর্কতা

Collected

23/08/2025

বাচ্চাটার হইছে Meningococcal septicemia
কিন্তু এলাকার ফার্মেসীর দোকানদার দিছে ডেঙ্গুর চিকিৎসা।
সেপ্টিসেমিয়ার জন্য বাচ্চাটার হাত পায়ে গ্যাংগ্রিন হয়,যার জন্য হাত পা কেটে ফেলতে হয়েছে জীবন বাঁচাতে।

এটার দায় প্রথমত সেই ফার্মেসীওয়ালার যে ডাক্তার না হয়ে ডাক্তার সেজে চিকিৎসা দিছে।

দ্বিতীয় বাচ্চার বাবা মায়ের যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে না গিয়ে গেছেন হাতুড়ে চিকিৎসা নিতে ফার্মেসীওয়ালার কাছে।

তৃতীয় দায় এই রাষ্ট্রের যেখানে রাষ্ট্র দেশব্যাপী ফার্মেসীওয়ালাদের,হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসা বন্ধ করতে পারেনি,তাদের শাস্তি নিশ্চিত করতে পারেনি।

চতুর্থত মিডিয়ার,যারা দেশের মানুষকে হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা না নিতে সচেতন করতে পারেনি।

কিন্তু চ্যানেল ২৪ এর এই মূর্খ সাংবাদিক জিনিয়া কবির সূচনা নিউজ করেছেন চিকিৎসকের ভুলে চরম মূল্য দিচ্ছে শিশু তানভীর।

সেই সাংবাদিক জানেন না চিকিৎসক কাকে বলে,
যেই সাংবাদিক একজন ফার্মেসীওয়ালাকে দেশবাসীর সামনে চিকিৎসক হিসেবে পরিচয় করিয়ে দেয়,তিনি কি সাংবাদিক?

ভুল চিকিৎসা নিয়ে নিউজ করছে ভালো কথা।
কিন্তু ভুল চিকিৎসা দিছে একজন ফার্মেসীওয়ালা সেটা হেডলাইনে না লিখে লিখছে চিকিৎসকের ভুল চিকিৎসা।

দেশের চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে মিডিয়ার এসব আচরণ উদ্দেশ্য প্রনোদিত শয়তানি।

যেই মহিলা একজন ফার্মেসীওয়ালাকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে দেশের মানুষকে প্রকৃত চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে শয়তানি করলো,তার শাস্তি হওয়া উচিত।

এ কেমন সাংবাদিক ফার্মেসীর দোকানদারকে বলে চিকিৎসক?
চ্যানেল ২৪ এর লজ্জা হওয়া উচিত এমন মূর্খ মহিলাকে সাংবাদিকতা করতে দেওয়ার জন্য।

উপদেষ্টা আসিফ নজরুল ডাক্তারদের টেস্ট নিয়ে কথা বলে কিন্তু সারাদেশের হাতুড়ে ভুতুড়ে অপচিকিৎসা দেওয়া বাটপার গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেনা।

কি এক বেশরম দেশে আমাদের জন্ম হলো,ভাবলে লজ্জা পাই।
©️
Ahmed Jobayer ভাই

সিঙ্গাপুরে সব গুলো হাসপাতালে রিপোর্ট দেখাতে আসলে ফলো আপ ভিজিটের টাকা নেয়। এমন কি সকালে দেখে টেস্ট করতে দিয়ে আবার বিকেল...
20/08/2025

সিঙ্গাপুরে সব গুলো হাসপাতালে রিপোর্ট দেখাতে আসলে ফলো আপ ভিজিটের টাকা নেয়। এমন কি সকালে দেখে টেস্ট করতে দিয়ে আবার বিকেলে দেখলেও। বিদেশিদের জন্য যেটা বাংলাদেশী টাকায় প্রায় ১৬ হাজার টাকা। আর প্রথম ভিজিট ২২ হাজার টাকা। এরা কি বুঝে না যে -টেস্ট দেয়া মানে ডাক্তারের সমস্যা। সে রোগ ধরতে পারে না। 🤔🥹🥹

এটা কিভাবে বন্ধ করা যায় একটু বলবেন? প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালে কাজ হবে? নাকি অন্য কোনো ব্যবস্থা করা যায়?? দেশীয় বিজ্ঞদের থেকে সাজেশন চাচ্ছি। 🙃🙃🙃

~collected

২ হাজার শহিদকে কিভাবে ৩০লক্ষ বানানো হলো?
17/08/2025

২ হাজার শহিদকে কিভাবে ৩০লক্ষ বানানো হলো?

হোক প্রতিবাদ রিপোর্ট দেখাতে কিসের টাকা, ডাক্তার অহেতুক পরীক্ষা-নিরীক্ষা দিতে পারবে না, ইনশাআল্লাহ পরিবর্তন হবে।
17/08/2025

হোক প্রতিবাদ রিপোর্ট দেখাতে কিসের টাকা, ডাক্তার অহেতুক পরীক্ষা-নিরীক্ষা দিতে পারবে না, ইনশাআল্লাহ পরিবর্তন হবে।

   ligament tests assess the integrity of the knee's four main ligaments: the anterior cruciate ligament (ACL), posterio...
16/08/2025


ligament tests assess the integrity of the knee's four main ligaments: the anterior cruciate ligament (ACL), posterior cruciate ligament (PCL), medial collateral ligament (MCL), and lateral collateral ligament (LCL).

Knee Ligament Tests:
》Lachman's Test (ACL):
Evaluates the ACL by assessing anterior tibial translation relative to the femur with the knee flexed at 20-30 degrees. A soft or absent endpoint suggests an ACL injury.

》Anterior Drawer Test (ACL):
Assesses the ACL with the knee flexed to 90 degrees. The tibia is pulled forward, and excessive movement indicates a potential ACL tear.

》Posterior Drawer Test (PCL):
Evaluates the PCL by assessing posterior tibial translation with the knee flexed to 90 degrees. Excessive movement suggests a PCL injury.

》Posterior Sag Test (PCL):
Checks for posterior sag of the tibia with the knee flexed to 90 degrees and the hip flexed to 45 degrees. A visible or palpable sag indicates a PCL injury.

》Valgus Stress Test (MCL):
Applies a medial force to the knee, testing the MCL. Laxity at 0 and 30 degrees of knee flexion indicates MCL injury.

》Varus Stress Test (LCL):
Applies a lateral force to the knee, testing the LCL. Laxity at 0 and 30 degrees of knee flexion indicates LCL injury.

》Pivot Shift Test (ACL):
Assesses the ACL by evaluating the rotation of the tibia. A positive test indicates ACL deficiency.

■ Other important tests:

》McMurray's Test:
Evaluates for meniscal tears by assessing for clicks or pain during knee flexion, rotation, and extension.

》Joint line tenderness:
Palpating the joint line can help identify pain associated with meniscal injuries.


Address

Noakhali
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Doctors Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share