31/08/2025
★ আন্তর্জাতিক ফিকহ একাডেমির সিদ্ধান্ত (মক্কা, জেদ্দা)
আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি (OIC) তাদের বিভিন্ন সেশনে স্পষ্ট করেছে:
ডাক্তার যদি ঔষধ কোম্পানির কাছ থেকে কমিশন, সুবিধা বা উপহার গ্রহণ করে প্রেসক্রিপশন লিখে দেন, এটি রিশওয়া (ঘুষ) এবং হারাম।
কারণ এতে রোগীর উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয় এবং চিকিৎসা পেশার আমানত নষ্ট হয়।
(সূত্র: مجمع الفقه الإسلامي الدولي، قرار رقم 10/6/2)
★ দারুল উলুম দেওবন্দ (ভারত) এর ফতোয়া
প্রশ্ন: ডাক্তাররা কোম্পানি থেকে কমিশন খাওয়া কি জায়েজ?
উত্তর:
এটি জায়েজ নয়। এটি রোগীর প্রতি খিয়ানত ও ঘুষ। চিকিৎসকের দায়িত্ব রোগীর হিতের জন্য প্রেসক্রিপশন দেওয়া, কমিশনের জন্য নয়।”
(ফতোয়া নং: ۳۸۷۳۵، Darul Ifta, Darul Uloom Deoband)
★আল-আজহার শরীয়াহ্ রিসার্চ একাডেমি (মিশর)
আল-আজহার মুফতিয়াত থেকে একাধিক ফতোয়ায় বলা হয়েছে:
“الأموال التي يأخذها الطبيب من شركات الأدوية مقابل وصف أدويتهم هي من الرشوة المحرمة شرعاً”
অর্থাৎ: ডাক্তার যদি কোম্পানির ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে টাকা নেন, এটি শরীয়তে হারাম ঘুষ।
★পাকিস্তান জামিয়াতুল উলূম ইসলামিয়া (বান্নুরি টাউন, করাচি)
ফতোয়া:
ঔষধ কোম্পানির কমিশন গ্রহণ হারাম উপার্জন।
ডাক্তার কেবল রোগীর মঙ্গলের কথা ভেবে ওষুধ লিখবেন, কোনো প্রকার লোভ বা কমিশনের ভিত্তিতে নয়।
(ফতোয়া: دارالافتاء جامعہ العلوم الاسلامیہ کراچی)
সারসংক্ষেপঃ
আন্তর্জাতিক ফিকহ একাডেমি, দারুল উলুম দেওবন্দ, আল-আজহার এবং পাকিস্তানের বড় বড় দারুল ইফতা—সবাই একবাক্যে বলেছেন:
কোম্পানি থেকে কমিশন নিয়ে ডাক্তারি করা শরীয়তে হারাম, এটি রিশওয়া ও খিয়ানত।
- আহমাদ শাওকি আফিফি