
07/07/2025
চট্টগ্রামের মিরসরাই থেকে নোয়াখালী পর্যন্ত একটি রেলপথ নির্মাণ করা হলে চট্টগ্রামের সাথে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। এতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সারাদেশ ও চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগ হবে। ফলশ্রুতিতে কর্মজীবী মানুষরা আশেপাশের জেলা থেকে প্রতিদিন এসে কারখানা গুলোতে কাজ করতে পারবেন। এই পথের সম্ভাব্য দূরত্ব হবে প্রায় ৫৫ কিলোমিটার।
Image & Concept: Railway Idea Bangladesh
Post copied: Train Update BD
Collected.