Noakhali Doctors Info

Noakhali Doctors Info নোয়াখালী, ফেনী, লক্ষীপুর এলাকার ডাক্তার ও সাস্থ্য সেবা তথ্য।

চট্টগ্রামের মিরসরাই থেকে নোয়াখালী পর্যন্ত একটি রেলপথ নির্মাণ করা হলে চট্টগ্রামের সাথে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সরাস...
07/07/2025

চট্টগ্রামের মিরসরাই থেকে নোয়াখালী পর্যন্ত একটি রেলপথ নির্মাণ করা হলে চট্টগ্রামের সাথে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। এতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সারাদেশ ও চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগ হবে। ফলশ্রুতিতে কর্মজীবী মানুষরা আশেপাশের জেলা থেকে প্রতিদিন এসে কারখানা গুলোতে কাজ করতে পারবেন। এই পথের সম্ভাব্য দূরত্ব হবে প্রায় ৫৫ কিলোমিটার।
Image & Concept: Railway Idea Bangladesh
Post copied: Train Update BD
Collected.

07/07/2025

নোয়াখালীতে বন্ধর মুখে কিডনি ডায়ালাইসিস ইউনিট। এটি যাতে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এর জন্য কাজ করছে বেসরকারি হাসপাতাল সহ শক্তিশালী একটি চক্র। বৃহত্তর নোয়াখালীর অসংখ্য কিডনি রোগীদের ভরসার জায়গা এটা। এই সিন্ডিকেট ভাঙতে হবে।।

চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার চিকিৎসকের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ...
04/07/2025

চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার চিকিৎসকের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দেশের বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা সংক্রান্ত সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছিলো।


সনদ সাময়িকভাবে বাতিল হওয়া চার চিকিৎসক হলেন-
ডা. ফৌজিয়া ফরিদ,
ডা. সাওদা তাসনীম,
স্বাস্থ্য সহকারী জাহেদ হাসান
ও ডা. মোহাম্মদ আক্তার হোসেন।

এর মধ্যে ডা. ফৌজিয়া ফরিদ ও ডা. মোহাম্মদ আক্তার হোসেন তিন বছর এবং ডা. সাওদা তাসনীম এক বছর ও জাহেদ হাসানের ছয় মাসের জন্য রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।


এই সময়ের মধ্যে তারা বাংলাদেশের অভ্যন্তরে মেডিক্যাল চিকিৎসক হিসেবে কোনো অ্যালোপ্যাথি চিকিৎসা অথবা নিজেকে মেডিক্যাল চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। নিষেধাজ্ঞাটি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

বিএমডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. ফৌজিয়া ফরিদের বিরুদ্ধে প্রসূতি উম্মে সালমা নিশির চিকিৎসাকার্যে আনীত অভিযোগের দায় প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২৩(১) এবং বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা ২০২২ এর বিধান ৩৬(৪) (খ) অনুযায়ী রেজিস্টার থেকে তার নাম প্রত্যাহারপূর্বক প্রদত্ত রেজিস্ট্রেশন তিন বছরের জন্য বাতিল করা হয়েছে।

একই অভিযোগে রেজিস্টার থেকে ডা. সাওদা তাসনীমের নাম প্রত্যাহারপূর্বক প্রদত্ত রেজিস্ট্রেশন এক বৎসরের জন্য বাতিল করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য সহকারী জাহেদ হাসানের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে। এসময়ের মধ্যে তিনি তার জন্য নির্ধারিত ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন ও তদ্রূপ পরিচয় জ্ঞাপন করতে পারবেন না।

এছাড়াও ডা. মোহাম্মদ আক্তার হোসেনের নাম রেজিস্টার থেকে প্রত্যাহারপূর্বক প্রদত্ত রেজিস্ট্রেশন তিন বৎসরের জন্য বাতিল করা হয়েছে।

২০২৩ সালের ১৬ অক্টোবর রাতে নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ আউয়াল তার একমাত্র মেয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা উম্মে সালমা নিশির বাবুর ২৪১ হার্টবিট নিয়ে চিকিৎসার জন্য জেলা সদর মাইজদীতে বেসরকারি সাউথ বাংলা হাসপাতালে আসেন।
ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আক্তার হোসেন অভি ও তার স্ত্রী ডা. ফৌজিয়া ফরিদ রোগীর কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে এবং অভিভাবকের সম্মতি না নিয়েই সিজারে ব্যস্ত হয়ে পড়েন। এতে মুহূর্তেই মা ও সন্তানের মৃত্যু হয়। এসময় ঘটনা ধামাচাপা দিতে চিকিৎসক ডা. আক্তার হোসেন অভি তার স্ত্রী ফৌজিয়া ফরিদসহ হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির অবস্থা সংকটাপন্ন জানিয়ে আইসিইউ সাপোর্টের কথা বলে তাকে কুমিল্লায় পাঠান।

পরে প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিশির বাবা সাংবাদিক এম এ আউয়াল বাদি হয়ে মামলা দায়ের করেন।

সাংবাদিক এম এ আউয়াল বলেন, আমার অনুমতি ছাড়া মেয়ের অপারেশন করা হয়েছিলো। এতে করে আমার মেয়ে ও নবজাতককে হত্যা করা হয়। আমি প্রথমে মৌখিক ও পরে ২৩ অক্টোবর সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। সব শেষ আমি আদালতের দ্বারস্থ হয়েছি। হতভাগা বাবা হিসেবে আমার সন্তান ও নাতি হত্যার ন্যায় বিচার চেয়েছিলাম। কিন্তু হাসপাতাল ও অভিযুক্ত চিকিৎসকরা প্রভাবশালী ও বিত্তশালী হওয়ার কারণে আমি নানাভাবে হয়রানির শিকার হয়েছিলাম।

চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসায় আর কাউকে যেন প্রাণ হারাতে না হয়,সে বিষয়ে সকলেরই সজাগ ও দায়িত্ববান হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণেরও প্রত্যাসা করেন সন্তান হারা এ পিতা।

Collected.

30/06/2025

নোয়াখালী মাইজদী তে একজন ভালো মহিলা গাইনি বিশেষজ্ঞের নাম ঠিকানা দিন ভালো ব্যাবহার এবং সমস্যা ভালো করে শুনবে এমন হতে হবে। ❣️

(অন বিহাফ পোস্ট) কেউ ইন্টারেস্টেড থাকলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। পেমেন্টের ব্যপারে আগেই কথা বলে নিবেন। অবশ্যই সম্...
24/06/2025

(অন বিহাফ পোস্ট)

কেউ ইন্টারেস্টেড থাকলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। পেমেন্টের ব্যপারে আগেই কথা বলে নিবেন। অবশ্যই সম্মানজনক স্যালারী দাবী করবেন। কারো জয়েন করার তীব্র ইচ্ছা থাকলেই কেবল আমার সাথে যোগাযোগ করবেন নচেৎ নরমাল প্রসেস ফলো করুন।

ধন্যবাদ

ফেনীর স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল! যা উদ্বোধনের অপেক্ষায়...Giant Hospital
22/06/2025

ফেনীর স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল! যা উদ্বোধনের অপেক্ষায়...
Giant Hospital

,সবাই মতামত জানাবেন?চৌমুহনীর যানযট নিরসনে নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তায় এমন একটি ব্রীজ একান্ত প্রয়োজন।
20/06/2025

,সবাই মতামত জানাবেন?
চৌমুহনীর যানযট নিরসনে নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তায় এমন একটি ব্রীজ একান্ত প্রয়োজন।

20/06/2025

নরমাল ডেলিভারি র জন্য নোয়াখালী র কোথায় ভালো ডাক্তার আছে??

Urgent.

🌸 সবচেয়ে অভিজ্ঞ গাইনী টিম এখন প্রাইম হসপিটাল (ইউনিট-২)তে– নিরাপদ মাতৃত্বের বিশ্বস্ত ঠিকানা! 🌸প্রাইম হসপিটাল (ইউনিট-২), চ...
17/06/2025

🌸 সবচেয়ে অভিজ্ঞ গাইনী টিম এখন প্রাইম হসপিটাল (ইউনিট-২)তে– নিরাপদ মাতৃত্বের বিশ্বস্ত ঠিকানা! 🌸

প্রাইম হসপিটাল (ইউনিট-২), চৌমুহনীতে আপনাকে স্বাগতম জানাচ্ছে একদল অভিজ্ঞ ও স্নেহভাজন গাইনী কনসালটেন্টদের সাথে। গর্ভাবস্থা থেকে ডেলিভারির প্রতিটি ধাপে আপনি পাবেন বিশ্বস্ত পরামর্শ, আধুনিক চিকিৎসা ও সেবামূলক সহযোগিতা।

✅ অভিজ্ঞ সিনিয়র গাইনী কনসালটেন্ট
✅ অত্যাধুনিক মোডিউলার ওটি ও নিরাপদ ডেলিভারি সুবিধা
✅ ২৪/৭ নার্সিং ও সাপোর্ট সার্ভিস
✅ নরমাল ও ব্যথামুক্ত নরমাল এবং সিজারিয়ান ডেলিভারির নিশ্চয়তা
✅ নিরাপদ মাতৃত্বের জন্য বিশেষ কাউন্সেলিং

আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আপনার মাতৃত্বের সুন্দর ভবিষ্যৎ!

📞 হটলাইন: 09617090909
📍 লোকেশন: প্রাইম হসপিটাল (ইউনিট-২), চৌমুহনী চৌরাস্তায়, বেগমগঞ্জ, নোয়াখালী।

#চৌমুহনী_হাসপাতাল #গর্ভকালীনসেবা

এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে এক নারীর আ প ত্তিকর কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলটির এক নেত্রী ড...
17/06/2025

এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে এক নারীর আ প ত্তিকর কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলটির এক নেত্রী ডা. মাহমুদা মিতু ফেসবুক পোস্টে কিছু কিছু নারীদের একহাত নিলেন।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু লিখেছেন, "কিছু মেয়েরাই ভাবসাব দেখিয়ে সুযোগ দিয়ে ইনিয়েবিনিয়ে গায়ে পরে প্রেমের প্রস্তাব নেয়। তারপর বলে, তোমাকে আমি বন্ধু মনে করতাম! উল্টো রাগ রাগ ভাবও দেখায়।"

তিনি আরও লেখেন, "আবার বহু নারীরা গায়ে পড়ে সে ক্সু য়া লি ইউজড হওয়ার প্রস্তাব নেয়। তারপর বলে, আল্লাহ তুমি আমাকে এভাবে বলবে ভাবতেও পারিনি।"

পোস্টের শেষ অংশে তিনি মন্তব্য করেন, "হয়তো প্রকাশ করবে না, কিন্তু বহু ছেলেদেরই এই অভিজ্ঞতা রয়েছে। দিন শেষে সব দোষ ছেলেটার!!! হাহা, এটাই বাস্তব।"

এই পোস্টটি এমন সময় দেওয়া হয়েছে, যখন এনসিপির এক শীর্ষ নেতার সঙ্গে এক নারীর আ প ত্তি কর কথোপকথনের অডিও ফাঁস হয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
Collected

অনেক মানুষেরই হাত-পা ঝিন ঝিন করে; বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এই সমস্যা বেশী হয়।একে ' পেরিফেরাল নিউরোপ্যাথী'' বলে।পেরিফে...
17/06/2025

অনেক মানুষেরই হাত-পা ঝিন ঝিন করে; বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এই সমস্যা বেশী হয়।
একে ' পেরিফেরাল নিউরোপ্যাথী'' বলে।
পেরিফেরাল নিউরোপ্যাথী নিয়ে 'প্রথম আলো' তে আমার আজকের লিখা।
Collected

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Doctors Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share