RUBEL BD FENI

RUBEL BD FENI আসসালামু আলাইকুম, আসুন সবাই নামাজ পড়ি
আল্লাহ তায়ালা কে ভয় করি
����

18/09/2024

🤣🤣🤣🤣

27/08/2024

মুছাপুর ব্রিজ আর নেই ,ফেনী সোনাগাজী

ড. ইউনূস এবার টের পাচ্ছেন,কত  বড়ো  অজ্ঞ, নির্বোধ  আর অকৃতজ্ঞ  জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে  তুলেছেন। একদিকে সারা...
21/08/2024

ড. ইউনূস এবার টের পাচ্ছেন,কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।
একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,
১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,
সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,
একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,
হসপিটাল গুলোতে আহত মানুষ গুলোর আর্তনাদ,
এখনো মানুষ মরছে,আজকেও একজন মরলো,রক্তের দাগ এখনো শুকায় নাই ।
এরমধ্যে অকৃতজ্ঞ,নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে।এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ,ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে।দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।
বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো?সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন?তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?
১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়?একটু সময় দেয়া যায় না?
আপনাদের এখন উচিৎ ছিলো,হসপিটাল গুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন?নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।
লজ্জা হয় না?এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?
(collected)

16/06/2024

আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক

Address

Feni

Telephone

+8801880673105

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUBEL BD FENI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUBEL BD FENI:

Share