27/06/2025
সাধারণ জনগনের সাহসী কন্ঠস্বর, এবার হয়তো জালিম সরকারে লোকেরা উনাকে অবৈধ আইনজীবী বলে আদালতের যাওয়ার বন্ধ করে দিবে, এদেশে কোটা আন্দোলনের নামে সাধারণ জনগনের পেটে লাতি মারছে, দিন আনি দিন খাই ওই সব লোকদের বাল বাচ্চাদের পেটে লাতি মারছে, সাধারণ আর অসাধারণ সব মানুষকে সকল কাজে কথা বলতে আওয়ামীলীগের পক্ষ নিয়ে কথা বললে মামলা হবে, আর সেই সাথে প্রতি ঘন্টায় সংবিধান বানাইতে আছে মনে হয় এ দেশ তাদের বাপ চাচাগো সম্পত্তি এ দেশকে তারাই জন্ম দিয়েছে।
Bangladesh Awami League এ দেশের জন্ম দাতা এত এব আল্লাহ ভরসা ভালো কাজের ফল আজ নাই হয় কাল আসবে জন্ম দাতা সব সময় জন্ম দাতাই থাকে।