ইনায়া বিউটি পার্লার

ইনায়া বিউটি পার্লার ইনায়া বিউটি পার্লারে আপনাদের আমন্ত্রণ জানানো
হলো
ঠিকানা: কামাল হাজারি রোড় আজিবা মুঞ্জিল ৩য় তলা (স্টেডিয়ামের পিছনে) একাডেমি ফেনী।
(13)

"আজ আমি পেয়েছি, কাল হয়তো আপনি পাবেন। আস্থার নামই তো জীবন।"
17/07/2025

"আজ আমি পেয়েছি, কাল হয়তো আপনি পাবেন। আস্থার নামই তো জীবন।"

13/07/2025
13/07/2025

'এখনো সময় আছে সবাই মিলে আমাকে ক্ষমতায় বসান'

"যোগ্য নেত্রী হারালে কাঁদতে হবে আড়ালে!"🥴

11/07/2025

চাঁদা না দেওয়ায় এইভাবে খু/@ন করবি😭
তোদের তো মানুষ না জানো&*য়ার বলতেও ঘৃণা হচ্ছে😑😑
আল্লাহ তোদের জন্য যথেষ্ট 😞

11/07/2025

রেজাল্ট দিয়েছে এবার তোমরা বিয়ে করে নিও, কলেজে আসার দরকার নেই🙂

11/07/2025

🙂

🌟 জুতা পালিশ থেকে সফল উদ্যোক্তা: আলমগীরের গল্পআলমগীর হোসেনের জন্ম হয়েছিল বাংলাদেশের একটি ছোট গ্রামে। তার বাবা ছিলেন একজ...
10/07/2025

🌟 জুতা পালিশ থেকে সফল উদ্যোক্তা: আলমগীরের গল্প

আলমগীর হোসেনের জন্ম হয়েছিল বাংলাদেশের একটি ছোট গ্রামে। তার বাবা ছিলেন একজন দিনমজুর। পরিবারের অভাব-অনটনের কারণে ক্লাস ফাইভের পর তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। ১২ বছর বয়সে শহরে এসে তিনি রেলস্টেশনে জুতা পালিশের কাজ শুরু করেন।

প্রতিদিন সকালে উঠে শহরের ব্যস্ত রাস্তায় চলে যেতেন। জুতা পালিশ করতেন, কখনো খাবার জুটতো, কখনো না। কিন্তু আলমগীরের একটা স্বপ্ন ছিল — “একদিন নিজের একটা দোকান হবে।”

তিনি একটু একটু করে টাকা জমাতে থাকলেন। দিনের শেষে যতই ক্লান্ত থাকেন না কেন, রাতে তিনি একটি পুরনো বই নিয়ে পড়তেন। কারণ তিনি জানতেন, শেখার কোনো বিকল্প নেই।

বছর পাঁচেক পর তিনি একটি ছোট জুতা মেরামতের দোকান দেন। ধীরে ধীরে, ভালো ব্যবহার, সততা আর পরিশ্রমের মাধ্যমে ক্রেতাদের বিশ্বাস অর্জন করেন। এক সময় তার দোকানটি বড় হয়, কর্মচারী নেন। এখন ঢাকার একাধিক শপিং মলে তার “Alam Footwear” নামে ব্র্যান্ডের আউটলেট রয়েছে।

তিনি এখন গ্রামের ছেলেমেয়েদের কাজ শিখিয়ে নিজের ব্যবসায় নিয়োগ দেন এবং বলেন:

> “আমি তো শুধু জুতা পালিশ করতাম। কিন্তু স্বপ্ন পালিশ করতে ভুলিনি।”

---

✅ শিক্ষণীয় বিষয়:

শুরুটা যত কঠিনই হোক, ইচ্ছা আর পরিশ্রম থাকলে সফল হওয়া সম্ভব।

শেখার মনোভাব ও ধৈর্য সফলতার মূল চাবিকাঠি।

ছোট কাজকে তুচ্ছ করলে বড় কিছু অর্জন হয় না।

10/07/2025

আলহামদুলিল্লাহ ❤️

জীবনে একটু আগাই গেলে-ই, সামনে আরেকটা পরীক্ষা চলে আসে!
25/06/2025

জীবনে একটু আগাই গেলে-ই, সামনে আরেকটা পরীক্ষা চলে আসে!

25/06/2025

"জীবনে আপনি সবকিছুই পাইবেন!"

"শুধু আপনার মন যা চায় তাই পাইবেন না।"🤕🤕

14/06/2025

জীবনে এত কিছু নেগেটিভ এর মধ্যে শুধুমাত্র রক্তের গ্রুপ-টাই পজেটিভ 😔

27/02/2025

"অনুভূতি হলো হৃদয়ের নীরব ভাষা, যা কখনো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে, আবার কখনো নিঃশব্দ হাসিতে প্রকাশ পায়।"

Address

Fulbaria

Telephone

+8801849226999

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনায়া বিউটি পার্লার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইনায়া বিউটি পার্লার:

Share