
23/07/2025
আজকে একজন মহিলা কে দেখলাম মুরুভুমিতে বিড়াল কে পানি খাবার খাওয়াইতাছে,আমি বল্লাম আপনি টাকা খরচ করে এ গরমের ভিতরে বিড়াল কে খাবার দিচ্চেন উনি বলে,বাবা এ বিড়াল গুলো বোবা প্রানি এরা খিদায় চটপট করচে কিন্তু প্রকাশ করতে পারতাছে না, ওদের কষ্ট দেখে আমার মন কেঁদে উঠলো আর আমি ওদের জন্য খাবার নিয়ে আসলাম, এটা দিয়েই হয়তো তিনি জান্নাতে চলে যেতে পারবে ইনশাআল্লাহ