
24/05/2025
খুনি, মাদক কারবারি ও ডাকাত মুক্তারের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ
দাগনভূঞার পৌরসভার ৪ নং ওয়ার্ডের খুন, অস্ত্র, মাদক কারবারি, ডাকাত মুক্তার হোসেনের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। ৫ আগস্টের পর থেকে এলাকায় রাতের আঁধারে বাসাবাড়িতে সংগবদ্ধ দল নিয়ে অস্ত্রের মুখে মানুষের ঘরের দামি জিনিসপত্র নিয়ে যাচ্ছে। মানুষ ভয়ে মুখ খোলে না। কারণ মুক্তার বলে সে বিএনপির বড় নেতা। সে এলাকায় প্রকাশ্য চাঁদাবাজি করে। মানুষ নতুন দালান নির্মাণ করতে গেলে তাকে চাঁদা দিতে হয়, না হলে সে তার দলবল নিয়ে মানুষের নির্মাধাীন রড, সিমেন্ট, বালু নিয়ে যায়, মানুষ প্রতিবাদ করলে মারধর করে। জানা যায় সে একাধিক হত্যা মামলার আসামী। এছাড়া সে জগতপুর গ্রামে ওপেন ইয়াবা, গাঁজা কারবারি করে। সচেতন এলাকাবাসী এই শীর্ষ সন্ত্রাসী থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।