29/11/2025
ফেনী বড় বাজারে দুই দোকানে আ'গু'নে ক্ষ'তির পরিমাণ দেড় কোটি টাকা। নিঃশেষ হয়ে গেল আলম এন্টারপ্রাইজ। পাশের শরীফ মিষ্টি মেলায় কিঞ্চিত ক্ষতি। নেই পানির উৎস! ফেনীবাসীর জন্য অশনি সংকেত । বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ধারণা। ফায়ার সার্ভিসের ইনচার্জ জানিয়েছেন ফেনীবাসীর জন্য বড় বিপদের অশনি সংকেত আসছে।