Fulgazi Press Club

Fulgazi Press Club সভাপতি - সাহাব উদ্দিন
সাধারণ সম্পাদক - জহিরুল ইসলাম রাজু।

25/06/2025

'দৈনিক আমার ফেনী'তে নিয়োগ পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম রাজু
-
সংবাদ বিজ্ঞপ্তিঃ দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসা জহিরুল ইসলাম রাজুকে ফেনীর জনপ্রিয় স্থানীয় পত্রিকা “দৈনিক আমার ফেনী” এর ফুলগাজী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পত্রিকার সম্পাদক জমির উদ্দিন বেগ এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম রাজু এর আগে “দৈনিক নয়া পয়গাম, সাপ্তাহিক ফেনী সমাচার ও দৈনিক প্রভাত আলো” তে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর” এর সম্পাদনা করে আসছেন। তিনি ফুলগাজী প্রেসক্লাব এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে।

পেশাগত জীবনে তিনি বরাবরই সাহসী, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য পরিচিত। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগ নিয়ে সাহসিকতার সঙ্গে রিপোর্ট করে আসছেন। যা বিভিন্ন মহলে আলোচিত ও প্রশংসিত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন দক্ষ ভিডিওগ্রাফার ও কনটেন্ট নির্মাতা হিসেবেও সুপরিচিত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জহিরুল ইসলাম রাজু বলেন, “সাংবাদিকতা আমার নেশা ও পেশা। আমি সবসময় সত্যের পক্ষে, জনগণের পক্ষে থেকে কাজ করেছি এই নিয়োগ আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমি সবসময় অবিচল ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি চেষ্টা করবো দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে ‘দৈনিক আমার ফেনী’র মর্যাদা অক্ষুণ্ণ রাখতে।"

24/06/2025
আমরা গভীরভাবে শোকাহত 😢😥
26/05/2025

আমরা গভীরভাবে শোকাহত 😢😥

19/05/2025
★ ফুলগাজী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ★"ফুলগাজীর মাদক কারবারিকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা"
24/04/2025

★ ফুলগাজী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ★
"ফুলগাজীর মাদক কারবারিকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা"

দৈনিক ফেনী'র সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলাফুলগাজী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ-প্রেস বিজ্ঞপ্তিঃ দৈনিক ফেনীর সম্...
23/04/2025

দৈনিক ফেনী'র সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা
ফুলগাজী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
-
প্রেস বিজ্ঞপ্তিঃ দৈনিক ফেনীর সম্পাদক ও প্রকাশক আরিফুল আমিন রিজভী ও প্রতিবেদক তারেক চৌধুরীর বিরুদ্ধে ফুলগাজীর আমজাদহাটের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আত্মস্বীকৃত চোরাকারবারী রহিম উল্লাহ ফেনী জজ কোর্টে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফুলগাজী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে তারা বলেন, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা মুক্ত গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সীমান্তে চোরাচালানের সংবাদ প্রকাশ করায় এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা সাংবাদিক সমাজ কোনভাবেই মেনে নিবে না। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাথে আত্মস্বীকৃত চোরাকারবারি রহিম উল্লাহকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পক্ষে,
জহিরুল ইসলাম রাজু।

19/04/2025
দৈ‌নিক ইন‌কিলাব ফেনী সংবাদদাতা মো: ওমর ফারুক ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তার বাড়ীর সাম‌নে হামলার শিকার হ‌য়ে‌ছেন। ফারুক...
26/02/2025

দৈ‌নিক ইন‌কিলাব ফেনী সংবাদদাতা মো: ওমর ফারুক ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তার বাড়ীর সাম‌নে হামলার শিকার হ‌য়ে‌ছেন।
ফারুক জা‌নি‌য়ে‌ছেন, স্থানীয় বালু লুট সম্প‌র্কিত খবর প্রকা‌শের জের ধ‌রে প‌রিক‌ল্পিতভা‌বে জামাই ফারুক,মামুন ও সোহাগসহ ১০-১২জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়।‌ এ খবর জানাজা‌নি হ‌লে ফেনী‌র কর্মরত সাংবা‌দিক‌দের মা‌ঝে ক্ষোভ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

ফুলগাজী প্রেসক্লাব'র পক্ষ থে‌কে আমরা এ হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ কর‌ছি।
আহত ওমর ফারক‌ বর্তমানে ফেনী জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি রয়েছেন।
আজ রা‌তের ম‌ধ্যে হামলাকারী চিহিৃত সন্ত্রাসী‌দের গ্রেফতার করা না হ‌লে আগা‌মিকাল বৃহস্প‌তিবার সকাল ১১টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনা‌রে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌বে।

জহিরুল ইসলাম রাজু
সাধারণ সম্পাদক
ফুলগাজী প্রেসক্লাব।

শিক্ষানবিশ সংবাদ কর্মী খুঁজছে 'ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর ডটকম'ফেনীর সর্বাধিক পঠিত অনলাইন গণমাধ্যম Fulgazinews24.com-ফুলগা...
06/02/2025

শিক্ষানবিশ সংবাদ কর্মী খুঁজছে 'ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর ডটকম'

ফেনীর সর্বাধিক পঠিত অনলাইন গণমাধ্যম Fulgazinews24.com-ফুলগাজী নিউজ 24.com (ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর ডটকম) খুঁজছে আধুনিক চিন্তাভাবনাসম্পন্ন, ডিজিটাল সাংবাদিকতা ও প্রযুক্তিতে দক্ষ সংবাদ কর্মী। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারেন।

কর্ম এলাকাঃ ফুলগাজী উপজেলার ৬ ইউনিয়ন; ফুলগাজী সদর, মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর আমজাদহাট ও জিএমহাট।
পদ সংখ্যাঃ প্রত্যেক ইউনিয়নে ১জন ।

কাজের ক্ষেত্রঃ তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন তৈরি, বিনোদন, ফিচার, মাল্টিমিডিয়া (ফটোগ্রাফি ও ভিডিও) এবং বিজ্ঞাপন।

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাঃ
• ন্যূনতম উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা।
• আধুনিক সাংবাদিকতা-সংশ্লিষ্ট প্রযুক্তিগত দক্ষতা
• বহুমাত্রিক কাজ ও দ্রুত শেখার মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার মানসিকতা
• বাংলা লেখার পারদর্শিতা
• ক্যামেরার সামনে সাবলীল ভাষায় কথা বলার আগ্রহ, সাহসিকতা ও দক্ষতা।

বেতন-ভাতাঃ প্রাতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ সম্মানি।

আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্ত এই ই-মেইলে ([email protected]) পাঠাতে পারেন।

আবেদন পাঠানোর শেষ সময়
১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ইং

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Fulgazi Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share