
25/06/2025
'দৈনিক আমার ফেনী'তে নিয়োগ পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম রাজু
-
সংবাদ বিজ্ঞপ্তিঃ দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসা জহিরুল ইসলাম রাজুকে ফেনীর জনপ্রিয় স্থানীয় পত্রিকা “দৈনিক আমার ফেনী” এর ফুলগাজী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পত্রিকার সম্পাদক জমির উদ্দিন বেগ এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
জহিরুল ইসলাম রাজু এর আগে “দৈনিক নয়া পয়গাম, সাপ্তাহিক ফেনী সমাচার ও দৈনিক প্রভাত আলো” তে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর” এর সম্পাদনা করে আসছেন। তিনি ফুলগাজী প্রেসক্লাব এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে।
পেশাগত জীবনে তিনি বরাবরই সাহসী, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য পরিচিত। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগ নিয়ে সাহসিকতার সঙ্গে রিপোর্ট করে আসছেন। যা বিভিন্ন মহলে আলোচিত ও প্রশংসিত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন দক্ষ ভিডিওগ্রাফার ও কনটেন্ট নির্মাতা হিসেবেও সুপরিচিত।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জহিরুল ইসলাম রাজু বলেন, “সাংবাদিকতা আমার নেশা ও পেশা। আমি সবসময় সত্যের পক্ষে, জনগণের পক্ষে থেকে কাজ করেছি এই নিয়োগ আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমি সবসময় অবিচল ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি চেষ্টা করবো দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে ‘দৈনিক আমার ফেনী’র মর্যাদা অক্ষুণ্ণ রাখতে।"