Fulgazi Press Club

Fulgazi Press Club সভাপতি - সাহাব উদ্দিন
সাধারণ সম্পাদক - জহিরুল ইসলাম রাজু।

17/11/2025
ফুলগাজী প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদসাম্প্রতিক সময়ে গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিকের উপর বর্...
07/08/2025

ফুলগাজী প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাম্প্রতিক সময়ে গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি।

📍 প্রথমে, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে সদর থানার সামনেই প্রকাশ্যে টেনে-হিঁচড়ে ফেলে নির্মমভাবে মারধর করা হয়। পায়ের উপর ইট দিয়ে আঘাত করা হয়, শরীরজুড়ে নৃশংস আঘাত—পুলিশ সামনে থেকেও নিষ্ক্রিয় থাকে।

📍 এরপর, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন–কে চান্দনা চৌরাস্তার ব্যস্ত সড়কে চায়ের দোকানে বসে থাকার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাঁর বুকের উপর উঠে লাফায়, পা থেঁতলে দেয়, রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যায়—এবং পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে।

এই দুটি ঘটনা আমাদের সাংবাদিক সমাজের জন্য গভীর শঙ্কার বার্তা। সাংবাদিকদের দায়িত্ব অপরাধ-দুর্নীতির তথ্য তুলে ধরা, কিন্তু এখন সত্য প্রকাশের দায়েই তাঁদের জীবন দিতে হচ্ছে—এ কোন সভ্যতা?

ফুলগাজী প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা জোরালোভাবে দাবি জানাই:
1. সাংবাদিক আনোয়ার হোসেন ও আসাদুজ্জামান তুহিনের ওপর হামলার সাথে জড়িত সকল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
2. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
3. দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।
4. ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

ফুলগাজী প্রেসক্লাব মনে করে, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ অবস্থান সময়ের দাবি।

আমরা সাংবাদিক হত্যার বিচার চাই।
আমরা সাংবাদিকদের নিরাপত্তা চাই।
আমরা সত্য বলার স্বাধীনতা চাই।

জহিরুল ইসলাম (রাজু)
ফুলগাজী প্রেসক্লাব
তারিখ: ৭ আগস্ট ২০২৫

25/06/2025

'দৈনিক আমার ফেনী'তে নিয়োগ পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম রাজু
-
সংবাদ বিজ্ঞপ্তিঃ দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসা জহিরুল ইসলাম রাজুকে ফেনীর জনপ্রিয় স্থানীয় পত্রিকা “দৈনিক আমার ফেনী” এর ফুলগাজী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পত্রিকার সম্পাদক জমির উদ্দিন বেগ এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম রাজু এর আগে “দৈনিক নয়া পয়গাম, সাপ্তাহিক ফেনী সমাচার ও দৈনিক প্রভাত আলো” তে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর” এর সম্পাদনা করে আসছেন। তিনি ফুলগাজী প্রেসক্লাব এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে।

পেশাগত জীবনে তিনি বরাবরই সাহসী, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য পরিচিত। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগ নিয়ে সাহসিকতার সঙ্গে রিপোর্ট করে আসছেন। যা বিভিন্ন মহলে আলোচিত ও প্রশংসিত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন দক্ষ ভিডিওগ্রাফার ও কনটেন্ট নির্মাতা হিসেবেও সুপরিচিত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জহিরুল ইসলাম রাজু বলেন, “সাংবাদিকতা আমার নেশা ও পেশা। আমি সবসময় সত্যের পক্ষে, জনগণের পক্ষে থেকে কাজ করেছি এই নিয়োগ আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমি সবসময় অবিচল ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি চেষ্টা করবো দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে ‘দৈনিক আমার ফেনী’র মর্যাদা অক্ষুণ্ণ রাখতে।"

আমরা গভীরভাবে শোকাহত 😢😥
26/05/2025

আমরা গভীরভাবে শোকাহত 😢😥

19/05/2025
★ ফুলগাজী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ★"ফুলগাজীর মাদক কারবারিকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা"
24/04/2025

★ ফুলগাজী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ★
"ফুলগাজীর মাদক কারবারিকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা"

Address

Fulgazi Press Club . Zahir Plaza, Main Road, Fulgazi Bazaar, Feni
Feni
3942

Alerts

Be the first to know and let us send you an email when Fulgazi Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share