
07/08/2025
ফুলগাজী প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ
সাম্প্রতিক সময়ে গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি।
📍 প্রথমে, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে সদর থানার সামনেই প্রকাশ্যে টেনে-হিঁচড়ে ফেলে নির্মমভাবে মারধর করা হয়। পায়ের উপর ইট দিয়ে আঘাত করা হয়, শরীরজুড়ে নৃশংস আঘাত—পুলিশ সামনে থেকেও নিষ্ক্রিয় থাকে।
📍 এরপর, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন–কে চান্দনা চৌরাস্তার ব্যস্ত সড়কে চায়ের দোকানে বসে থাকার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাঁর বুকের উপর উঠে লাফায়, পা থেঁতলে দেয়, রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যায়—এবং পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে।
এই দুটি ঘটনা আমাদের সাংবাদিক সমাজের জন্য গভীর শঙ্কার বার্তা। সাংবাদিকদের দায়িত্ব অপরাধ-দুর্নীতির তথ্য তুলে ধরা, কিন্তু এখন সত্য প্রকাশের দায়েই তাঁদের জীবন দিতে হচ্ছে—এ কোন সভ্যতা?
ফুলগাজী প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা জোরালোভাবে দাবি জানাই:
1. সাংবাদিক আনোয়ার হোসেন ও আসাদুজ্জামান তুহিনের ওপর হামলার সাথে জড়িত সকল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
2. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
3. দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।
4. ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।
ফুলগাজী প্রেসক্লাব মনে করে, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ অবস্থান সময়ের দাবি।
আমরা সাংবাদিক হত্যার বিচার চাই।
আমরা সাংবাদিকদের নিরাপত্তা চাই।
আমরা সত্য বলার স্বাধীনতা চাই।
জহিরুল ইসলাম (রাজু)
ফুলগাজী প্রেসক্লাব
তারিখ: ৭ আগস্ট ২০২৫