কয়রার সংবাদ

কয়রার সংবাদ সত্যের সন্ধানে, আপনার পাশে -কয়রার সংবাদ

18/07/2025

এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা।
কতটা যুক্তি সংগত বলে মনে করেন?

কয়রার নারীরা এটাও করে ১৩নং ফ্যাক্ট
18/07/2025

কয়রার নারীরা এটাও করে ১৩নং ফ্যাক্ট

কয়রা ও পাইকগাছা সড়কের দুইটি সেতু টোল মুক্ত করেছে আপমার জনতা
17/07/2025

কয়রা ও পাইকগাছা সড়কের দুইটি সেতু টোল মুক্ত করেছে আপমার জনতা

17/07/2025

নতুন করে চালু হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। চলতি বছরের ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে পরীক্ষা।

17/07/2025

পাইকগাছার শিববাটী ব্রিজের টোল উন্মুক্তের দাবিতে মানববন্ধন

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড ...
17/07/2025

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

17/07/2025

১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি মোবাইল ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807 #, রবি *4*1807 #, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807 # নম্বরে।

17/07/2025

পাইকগাছা হাসপাতালে বিদ্যুৎের প্লাগ লাগানোকে কেন্দ্র করে বাকবিতন্ডায় এক নারীর মৃত্যু। এ সময় নিহতের স্বজনরা বাকবিতন্ডা জড়িয়ে পড়ে।

হাসপাতালে মারামারি দেখে খুলনায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত খুকুমনি বেগম (৭৫) খুলনা জেলার পাইকগাছা উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস রোগ নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন খুকুমনি বেগম। সেখানে আগে থেকেই স্টোকজনিত কারণে ভর্তি ছিলেন উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালীর ছেলে মকছেদ মালী। তারা দুজনেই হাসপাতালে আসন না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুকুমনি বেগম বাথরুমে যান। সেখান থেকে ফেরার পথে তার পায়ে বেধে মকছেদ মালীর ফ্যানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পরে মকছেদের স্বজনরা খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম ও মেয়েকে বেধড়ক মারধর করে। এ ঘটনা দেখে খুকুমনি অসুস্থ হয়ে মারা যান।

হাফিজুল ইসলাম বলেন, আমাদের মারধরের ঘটনা আমার বৃদ্ধ মা সহ্য করতে পারেননি। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

জানতে চাইলে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় কুমার মণ্ডল জানান, খুকুমণি খুবি অসুস্থতা নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হয়। দুই রোগীর স্বজনরা মারামারি দেখে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।

পাইকগাছা-কয়রার ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

17/07/2025

শিববাড়ি ব্রিজের টোল অবমুক্ত করার দাবিতে এখন পাইকগাছাবাসীর মানববন্ধন চলছে...

17/07/2025

দূর্যোগে যারা ঘরে বসে থাকে তারাই দূর্যোগ মোকাবিলার বড় বড় যোদ্ধা।

করোনা মহামারী, ঘূর্ণিঝড় আম্পান, ঘূর্ণিঝড় ইয়াস, রিমেল ফনি সহ বিভিন্ন দূর্যোগে যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে তারা আজ দূর্যোগ ব্যবস্থা মিটিং জায়গা পায় না।

ধিক্কার জানাই এমন সাঁজানো নাটকের।

কয়রাবাসী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন চাই।

17/07/2025

বিস্তারিত পড়ুন প্রতিবেদনে

দৃষ্টি আকর্ষনকয়রা উপজেলার মধ্যে যারা আনসার ভিডিপি এর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তাদের শেয়ারের টাকা(প্রশিক্ষণ ভাতার থ...
16/07/2025

দৃষ্টি আকর্ষন
কয়রা উপজেলার মধ্যে যারা আনসার ভিডিপি এর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তাদের শেয়ারের টাকা(প্রশিক্ষণ ভাতার থেক কর্তনকৃত টাকা) লভ্যঅংশ সহ ফেরত পাবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭১৪-৬১৭৪১৪
বিঃদ্রঃ যাহারা ২০২৫ সালে অংশ গ্রহণ করেছেন তারা এই শেয়ারের ভাগ পাবেন না।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when কয়রার সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share