11/01/2025
আজকে বাস জার্নিতে এক ভদ্র মহিলার সাখে বসার সৌভাগ্য হলো।
উনি উনার জীবনের গল্প বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেললেন, আর বললেন স্বজন হারানো বেদনা আর সন্তান হারানোর বেদনা কখনই একনা। উনার চার পাঁচটা বাচ্চা মারা গিয়েছে, একটা বাচ্চা ও সাত মাসের প্রি ম্যাচিউর হয়ে অনেক যুদ্ধের পরে আল্লহ বাঁচায় রাখছেন। সত্যিই তো সন্তান হারানোর বেদনা কি কোন বেদনার সাথে মেলে?
না সন্তান হারানোর বেদনা বরং সব বেদনা কে ছাপিয়ে যায়।
゚viralシfypシ゚ ゚viralシ2024fyp ゚viralシ ゚viralシfypシ゚viralシalシ #