18/07/2025
সংবাদ বিজ্ঞপ্তিঃ
কেন্দ্র ঘোষিত জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার বিক্ষোভ মিছিল
রাজনৈতিক অস্থিরতা, আইন-শৃঙ্খলার চরম অবনতি, জুলাই সনদ ঘোষণাসহ PR পদ্ধতিতে নির্বাচন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস অনুমোদন বাতিল এবং মুফতি রেজাউল করিম আবরারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ১৮ জুলাই ২০২৫ শুক্রবার বাদ জুমা ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ আলী আহমদ ফোরকান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্প্রতি জুলাই যোদ্ধাদের ওপর সন্ত্রাসী হামলা, দেশব্যাপী খুন, ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে আওয়ামী দস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। এখন এমন অবস্থা হয়েছে যে, দিনের আলোতেও মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে, শুধুমাত্র চাঁদা না দেওয়ার অপরাধে। এটি জাতির জন্য অত্যন্ত হতাশাজনক।
একরামুল হক ভূঁইয়া বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের পরিবারকে দ্রুত পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য আনুপাতিক হারে তথা PR (Proportional Representation) ভিত্তিক নির্বাচন দিতে হবে। সেই সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের অনুমোদন বাতিল করতে হবে।
মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার-এর নামে দায়ের করা মিথ্যা জঙ্গি হামলার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নতুন বাংলাদেশে আমরা আর কাউকে জঙ্গি তকমা দিয়ে হয়রানির সুযোগ দেব না। সেইসঙ্গে তিনি দাবি করেন, এ ঘটনায় জড়িতদের তদন্তসাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
জেলা সভাপতি বলেন, যদি সরকারের পক্ষ থেকে দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং PR ভিত্তিক নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন না করা হয়, তাহলে আমরা কেন্দ্রীয় নির্দেশনায় সারাদেশে আরও কঠোর, ব্যাপক ও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।
সমাবেশ শেষে জেলা সভাপতি আলী আহমদ ফোরকান ১৮ জুলাইতে 'জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস' উপলক্ষে এবং জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, দেশব্যাপী খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের অনুমোদন বাতিল, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত 'জুলাই সনদ' ঘোষণা এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
বিক্ষোভে এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি, ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফেনী জেলা সদর মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জাতীয় শিক্ষক ফোরাম ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ নোয়াপুরী,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী প্রমুখ।