Emam's lifestyle

Emam's lifestyle আপনাদের ভালোবাসা আমার সামনের পথ চলার মাধ্যম। আশা করি আমাকে আপানারা নিরাশ করবেন না। আশা করি সর্বাবস্থায় আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।

📢 আপনি জানেন কি? সাম্প্রতিক সময়ে জ্বর, সর্দি আক্রান্ত ৫০% এর বেশি রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। গত কয়েক মাসে হঠাৎ করে অন...
12/08/2025

📢 আপনি জানেন কি? সাম্প্রতিক সময়ে জ্বর, সর্দি আক্রান্ত ৫০% এর বেশি রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত।

গত কয়েক মাসে হঠাৎ করে অনেকেই তীব্র জ্বর, কাশি এবং শরীর ব্যথায় আক্রান্ত হয়ে পড়ছেন। এর মধ্যে কেউ কেউ রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত বলে জানা যাচ্ছে। অন্যান্যদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলোর ফলাফল নেগেটিভ পাওয়া যাচ্ছে।

📍আইইডিসিআর ও আইসিডিডিআর,বি-র যৌথ পরিচালনায় ইনফ্লুয়েঞ্জা সার্ভেইলেন্সের অংশ হিসেবে ১৯ টি হাসপাতালের জুলাই মাসের তথ্য ও উপাত্ত পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে, তীব্র জ্বর, কাশি এবং শরীর ব্যথার মত উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রতি ১০ জনে প্রায় ৬ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত।

জুলাই ২০২৫-এ জ্বর, সর্দি ও গায়ে ব্যথার উপসর্গ নিয়ে আসা ১,৮৪৭ জন রোগীর মধ্যে—
🔺প্রায় ৫৭% ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল
🔺প্রায় ১.৩৫% কোভিড-১৯ আক্রান্ত ছিল

একই পর্যবেক্ষণ অনুযায়ী -
-২০২৩ সালের ইনফ্লুয়েঞ্জার সর্বোচ্চ সংক্রমণের হার ছিল জুলাইতে, ২৫%।
-২০২৪ সালে ইনফ্লুয়েঞ্জার সর্বোচ্চ সংক্রমণ দেখা যায় জুনে, ৩৭%।
অর্থাৎ, দেখা যাচ্ছে আগের বছরগুলোর তুলনায় ২০২৫-এর জুন-জুলাই মাসে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ অনেক বেশি।

📊 বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর, ইনফ্লুয়েঞ্জা্র (ফ্লু) মৌসুম। তাই সবাইকে বিশেষ সচেতনতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।

🛡️ #ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে-

✅ফ্লু মৌসুমে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি (মাস্ক পরা, মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়া, হাত ধোয়া ইত্যাদি) মেনে চলুন।
✅প্রতি বছর ফ্লু মৌসুম শুরুর আগে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা বা #ফ্লুশট নিন।
✅বিশেষ করে ঝুঁকিপুর্ণ জনগোষ্ঠীর (৬৫ বছরের বেশী বয়সী, যারা হৃদরোগ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের মত দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, স্বাস্থ্যসেবা প্রদানকারী, গর্ভবতী নারী, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু) জন্য ফ্লু টিকা নেওয়া জরুরি।
✅কোন কারণে ফ্লু মৌসুম শুরুর আগে টিকা নিতে না পারলে মৌসুম শুরু হওয়ার পরেও আপনি ফ্লু এর টিকা নিতে পারেন।

📢 Did you know? Over 50% of recent fever and cold cases in Bangladesh are actually caused by influenza.

In recent months, a large number of people have experienced sudden onset of high fever, cough, and body aches. While some have tested positive for dengue or chikungunya, many others tested negative for these diseases.

📍 Under the joint influenza surveillance of Institute of Epidemiology Disease Control & Research - IEDCR and icddr,b, data from 19 hospitals in July revealed that nearly 6 in every 10 patients with symptoms such as high fever, cough, and body aches were diagnosed with influenza.

Among 1,847 patients with fever, cold, and body ache symptoms in July 2025:
🔺 About 57% were infected with influenza
🔺 About 1.35% were infected with COVID-19

The same surveillance data shows that:
• In 2023, the highest influenza infection rate was in July at 25%.
• In 2024, the highest rate was in June at 37%.
This indicates that influenza prevalence in June–July 2025 was significantly higher compared to previous years

📊 In Bangladesh, the period from April to September, spanning summer through the monsoon season, is recognized as the influenza (flu) season.

🛡️ For maximum protection against the influenza virus:
✅ Maintain personal hygiene during the flu season: wear a mask, cover your mouth and nose when sneezing or coughing, wash your hands regularly, and follow other recommended practices.
✅ Get your influenza vaccine or every year before the flu season starts.
✅ Vaccination is especially important for high-risk groups, including:
• People aged 65 and above
• Individuals with chronic conditions such as heart disease, diabetes, or respiratory illnesses
• Healthcare workers
• Pregnant women
• Children aged 6 months to 5 years
✅ If you have missed the vaccination before flu season, you can still get it during the season


চোখ গুলা ভয়ংকরভাবে হলুদ হওয়ার কারণ কি..??সচরাচর এরুকুম হওয়ার কথা না।
09/08/2025

চোখ গুলা ভয়ংকরভাবে হলুদ হওয়ার কারণ কি..??
সচরাচর এরুকুম হওয়ার কথা না।

এটাই পার্থক্য—গণতন্ত্রে শঙ্কা, শরীয়াহতে শান্তি।তাহলে আপনি কাকে বেছে নেবেন—মানুষের তৈরি পথ, না আল্লাহর বিধান?
08/08/2025

এটাই পার্থক্য—গণতন্ত্রে শঙ্কা, শরীয়াহতে শান্তি।
তাহলে আপনি কাকে বেছে নেবেন—মানুষের তৈরি পথ, না আল্লাহর বিধান?

04/08/2025

শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে জরুরি দুটি বিষয় 👇
✅ ভালোবাসা ও মমতা
✅ স্থায়ী ও অনুমানযোগ্য পরিবেশ

তাই আপনার শিশুকে 👇
✅ সময় দিন
✅ তার সঙ্গে খেলুন, কথা বলুন
✅ আদর করুন, জড়িয়ে ধরুন
✅ পরিবারে একটি স্থির ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করুন

এই ছোট ছোট কাজগুলো শুধু আপনার শিশুকে আনন্দ দেয় না, বরং আপনাকেও মানসিকভাবে ভালো রাখে। এবং এগুলো শিশুর মস্তিষ্কে এমন হরমোন তৈরি করে, যা আপনার সঙ্গে তার বন্ধন আরও শক্ত করে তোলে।

আসুন, পরিবারে ভালোবাসা ও স্থিতিশীলতা নিশ্চিত করি।

01/08/2025

সেবা নিন সুস্থ্য থাকুন।ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার। আবেদীন সুপার মার্কেট জিরো পয়েন্ট ট্রাংক রোড় ফেনী।

30/07/2025

আমি বিশ্বাস করি, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, হয়তো তা সময়ের আড়ালে কোথাও অপেক্ষা করে।

ডাক্তারী যে কোন সেবা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন
18/07/2025

ডাক্তারী যে কোন সেবা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন

গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন বিশেষজ্ঞ  ডাঃ চিন্ময় সাহা চেম্বার : ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার সময়: প্রতি বৃহস্পতিবার ...
13/07/2025

গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন বিশেষজ্ঞ

ডাঃ চিন্ময় সাহা
চেম্বার : ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার
সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত।

সিরিয়াল পেতে : ০১৪০৮-৬৭০২৭১

হৃদরোগ, মেডিসিন, বক্ষব্যাধি, বাত-জ্বর বিশেষজ্ঞ ডাঃ খালেদ মাহমুদ টিপু চেম্বার : ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার সময়: প...
12/07/2025

হৃদরোগ, মেডিসিন, বক্ষব্যাধি, বাত-জ্বর বিশেষজ্ঞ

ডাঃ খালেদ মাহমুদ টিপু
চেম্বার : ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার
সময়: প্রতি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত।

সিরিয়াল পেতে : ০১৪০৮-৬৭০২৭১

ব্রেস্ট, পালস্, ফিশার ফিস্টুলা কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক মহিলা সার্জন ডাঃ তাহিরা বেনজীর চেম্বার : ফেনী মেডিকেয়ার ডায়াগ...
12/07/2025

ব্রেস্ট, পালস্, ফিশার ফিস্টুলা কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক মহিলা সার্জন

ডাঃ তাহিরা বেনজীর
চেম্বার : ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার
সময়: প্রতি সোমবার বিকাল ৩টা থেকে ৮টা পর্যন্ত।

সিরিয়াল পেতে : ০১৪০৮-৬৭০২৭১

08/07/2025

কিছুক্ষণের মধ্যে লাইভে আসবো।
বিষয়:
"বন্যা শুধু কি ফেনীর জন্য আসে"

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emam's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share