TRB Bangladesh

TRB Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TRB Bangladesh, Media/News Company, Feni.
(2)

This is Official Page Of TRB Bangladesh ‼️
⚽ | Latest news & Updates.
🇧🇩 | National & Domestic All Updates Here.
🎯 Your Number One destination of Bangladesh Football. 🙌

Merchandise Partner | Kitscape

🚨 সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স বিবেচনায় দল নিয়ে বেশ উৎফুল্ল কোচ পিটার বাটলার, কঠিন প্রতিপক্ষ পেয়েও সবাইকে উপভোগ করতে পরা...
29/07/2025

🚨 সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স বিবেচনায় দল নিয়ে বেশ উৎফুল্ল কোচ পিটার বাটলার, কঠিন প্রতিপক্ষ পেয়েও সবাইকে উপভোগ করতে পরামর্শ দিলেন এই ব্রিটিশ কোচ।


🚨 চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার এশিয়ান কাপে অংশ গ্...
29/07/2025

🚨 চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার এশিয়ান কাপে অংশ গ্রহণ'কে দেখছেন শেখার মঞ্চ হিসেবে।

🚨 বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেলেন পিয়াস আহমেদ নোভা।
29/07/2025

🚨 বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেলেন পিয়াস আহমেদ নোভা।

🚨 Here Is Bangladesh's group stage fixtures in the 2026 AFC Women's Asian Cup.
29/07/2025

🚨 Here Is Bangladesh's group stage fixtures in the 2026 AFC Women's Asian Cup.

🚨 নারী এশিয়ান কাপে গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান          Photo: AFC
29/07/2025

🚨 নারী এশিয়ান কাপে গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান



Photo: AFC

The Deal Was Done 💰🔒
29/07/2025

The Deal Was Done 💰🔒

🔄 𝗧𝗿𝗮𝗻𝘀𝗳𝗲𝗿 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲❗

Mohammad Ridoy is strongly linked with a move to Bashundhara Kings ahead of the 2025–26 season. Talks are ongoing, and the deal is expected to be finalized soon.

গুজব সত্যি হয়েছে। কিউবা মিচেল এখন সান্ডারল্যান্ড ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন। শোনার মতো বেশ কষ্টদায়ক, তাই না? মনে...
29/07/2025

গুজব সত্যি হয়েছে। কিউবা মিচেল এখন সান্ডারল্যান্ড ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন। শোনার মতো বেশ কষ্টদায়ক, তাই না? মনে হতে পারে ইংল্যান্ডে খেলার মতো সামর্থ্য তার ছিল না। কিন্তু যদি আপনি এমনটা ভাবেন, তাহলে আপনি ভুল। কিউবা ইপিএল-২ তে একজন খুবই সম্ভাবনাময় খেলোয়াড় ছিলেন। সে চাইলে লিগ ওয়ান বা লিগ টু, এমনকি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের লিগেও সহজেই খেলার সুযোগ পেত।

কিন্তু এখন সে বসুন্ধরা কিংসে সাইন করেছে। টাকা, পাবলিক রিলেশন, খ্যাতি—সবকিছুই বাহ্যিকভাবে চমকপ্রদ মনে হতে পারে। কিন্তু বাস্তবতা অনেক বেশি অন্ধকার। একবার বাংলাদেশে এলে, তোমার সর্বোচ্চ গন্তব্য বসুন্ধরা কিংসই। এটাই নির্মম বাস্তবতা। এখান থেকে ইউরোপ তো দূরের কথা, আইএসএল পর্যন্ত যাওয়া অসম্ভব। আমরা দেখেছি তারিক কাজী, জামাল ভূঁইয়ানদের মতো পারফরমাররাও এখানে এসে আটকে গেছেন।

ইমরুল হাসান নাকি সব কিছু নিশ্চিত করবেন যাতে কিউবা বাংলাদেশের হয়ে খেলতে পারে। কিন্তু তিনি জাতীয় দলের চেয়ে নিজের ক্লাবের খেলোয়াড়কেই অগ্রাধিকার দিয়েছেন। এটিই বোর্ড মেম্বারদের মানসিকতার প্রতিচ্ছবি। যখন আমাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য তার দরকার ছিল, তখন আমরা তাকে পাইনি। কিন্তু এখন সে বাংলাদেশে আসছে।

আর কনফিয়েঞ্জা বিডি—তারা কিছু ফুটবলারকে বাংলাদেশে নিয়ে এসেছে। কিন্তু কোনো এক অজানা কারণে তারা শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসেই গিয়ে পড়ে। আমরা মাঠে সিন্ডিকেটের কথা বলি, কিন্তু এটা কি মাঠের বাইরের সিন্ডিকেট নয়? কনফিয়েঞ্জা ও বসুন্ধরা মিলে কি ক্যারিয়ার ধ্বংসের চুক্তিতে নেমেছে?

দিনশেষে কনফিয়েঞ্জা তো একটি ম্যানেজমেন্ট গ্রুপ। তারা টাকা পাবে না যদি কোনো খেলোয়াড় জাতীয় দলে যায়। কিন্তু যদি তারা খেলোয়াড়দের ক্লাবে নিয়ে যেতে পারে, তখন তারা টাকা পায়। এই বয়সে কিউবার বোঝা উচিত ছিল, সে এখনো তরুণ এবং তার ক্যারিয়ার গড়ার অনেক সময় আছে। কিন্তু সে এমন এক লিগে চলে এসেছে, যেখানে লিগ প্রতিযোগিতার মতো দলই নেই। প্রতি বছর দল কমে যাচ্ছে।

যদি কিউবা এখান থেকে ইউরোপে ফিরতে পারে, সেটা হবে বিশাল ব্যাপার। কিন্তু তা খুবই অবাস্তব শোনায়। তোমাকে স্বাগতম, কিউবা মিচেল—বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামক কারাগারে।

✒️ Shoabul Islam
TRB Bangladesh

কিউবা মিচেল: ইংল্যান্ড টু বাংলাদেশ 🇬🇧✈️🇧🇩ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেল ⚽ বসুন্ধরা কিংস...
28/07/2025

কিউবা মিচেল: ইংল্যান্ড টু বাংলাদেশ 🇬🇧✈️🇧🇩

ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেল ⚽ বসুন্ধরা কিংসের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন 📝। এএফসি চ্যালেঞ্জ লিগের রেজিস্ট্রেশনের শেষ দিনে তাকে নিবন্ধন করে ক্লাবটি।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেন, কিউবা ধারে নয় ❌, পুরোপুরি ক্লাবের স্থায়ী খেলোয়াড় ✅ এবং চুক্তি হয়েছে তিন বছর মেয়াদী । তিনি ৩-৪ দিনের মধ্যে ঢাকায় এসে কিংসের ক্যাম্পে যোগ দেবেন এবং ১২ আগস্ট শুরু হওয়া এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেবেন 🏟️🔥।

ইংলিশ প্রিমিয়ার লিগ ২ থেকে 🇬🇧 বাংলাদেশ প্রিমিয়ার লিগে 🇧🇩 কিউবার আগমন অনেকের কাছেই বিস্ময়কর । জাতীয় দলের হয়ে ভবিষ্যতে খেলার লক্ষ্যে পাসপোর্ট ও জন্মনিবন্ধন 📄 সহ প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সংগ্রহ শুরু হয়েছে।

কিউবার পরিবার ও কিংসের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগের ভিত্তিতেই এই চুক্তি বাস্তবায়ন হয়েছে ।

© originfoot

🚨 বসুন্ধরা কিংসের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন স্টেফানো ইমপালিয়াজ্জো। ২০০৬ সালেবাহরাইনের আল মুহাররাক ক্লাবের এএফসি কা...
28/07/2025

🚨 বসুন্ধরা কিংসের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন স্টেফানো ইমপালিয়াজ্জো। ২০০৬ সালে
বাহরাইনের আল মুহাররাক ক্লাবের এএফসি কাপ জয়ী দলের সহকারী কোচ ছিলেন তিনি।

🔄 𝗧𝗿𝗮𝗻𝘀𝗳𝗲𝗿 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲❗ব্রাদার্স ইউনিয়ন থেকে নিজের সাবেক ক্লাব আবাহনীতে যোগ দিয়েছেন সুশান্ত ত্রিপুরা।  🔥
28/07/2025

🔄 𝗧𝗿𝗮𝗻𝘀𝗳𝗲𝗿 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲❗

ব্রাদার্স ইউনিয়ন থেকে নিজের সাবেক ক্লাব আবাহনীতে যোগ দিয়েছেন সুশান্ত ত্রিপুরা। 🔥

🔄 𝗧𝗿𝗮𝗻𝘀𝗳𝗲𝗿 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲❗বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক সান্ডারল্যান্ড এএফসি মিডফিল্ডার কিউবা মিচেলকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। 🙌 ...
28/07/2025

🔄 𝗧𝗿𝗮𝗻𝘀𝗳𝗲𝗿 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲❗

বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক সান্ডারল্যান্ড এএফসি মিডফিল্ডার কিউবা মিচেলকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। 🙌

🚨 BREAKING : Brazilian coach Sérgio Farias has been appointed as the new head coach of Bashundhara Kings. Farias brings ...
28/07/2025

🚨 BREAKING : Brazilian coach Sérgio Farias has been appointed as the new head coach of Bashundhara Kings.

Farias brings a wealth of experience to the Kings' dugout, having previously managed Brazil U-17 🇧🇷 and Saudi Arabian giants Al-Ahli 🇸🇦, among other top clubs across Asia and the Middle East.

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when TRB Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share