Mohammad Arif

Mohammad Arif সময় হচ্ছে ধারালো ছুরির মতো।

আমি মোঃআরিফুল ইসলাম পিতাঃ-মৃত আহম্মেদ করিম,মাতাঃ-দেলোয়ারা বেগম,গ্রামঃভাদাদীয়া,প্রোঃমতিগঞ্জ থানাঃ-সোনাগাজী,জেলাঃফেনী।আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদে কর্মী এবং বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনা নির্দেশে জননেতা নিজাম উদ্দিন হাজারী নেতৃত্ব ছাত্রলীগ করি।আমি ৪নং মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।সবার দোয়া করবেন বঙ্গবন্ধু আদর্শকে যেনো বুকে ধারন করে আগামী দিনগুলা সঠিক নেতৃত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে পারি।
মোবাইলঃ- ০১৮৭১-৩৫৮৭২২

01/04/2025
31/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

লোভী কাঠুরিয়া আগে তার নিজের কুঠাল হারিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছে।তার ঘরে কোনো খাবার নেই। হঠাৎ সৎ কাঠুরিয়া ধনী হয়ে গেল...
27/01/2024

লোভী কাঠুরিয়া আগে তার নিজের কুঠাল হারিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছে।তার ঘরে কোনো খাবার নেই। হঠাৎ সৎ কাঠুরিয়া ধনী হয়ে গেলো। সে তার চার বউকে পেয়ে খুশিতে সব কাঠুরিয়াকে দাওয়াত করলো।সেখানে লোভী কাঠুরিয়া এবং স্ত্রী ও ছিলো।দরিদ্র থেকে ধনী হওয়ার গল্পটি তার মুখ থেকে শোনার পর কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মাল।ধনী হওয়ার লোভ এতো বেশি ছিলো গল্পের ৩ স্ত্রীর কথা শুনে চলে আসলো বাড়ীতে।
সে একদিন চুপিচুপি সেই নদীর ধারে তার স্ত্রীকে নিয়ে হাঁটতেছে গিয়ে ইচ্ছে করে তার স্ত্রীকে পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগল। তার কান্না শুনে জলপরী সেখানে আবির্ভূত হলনা।যখন জলপরী আর্বিভূত হচ্ছে না তখন লোভী কাঠুরিয়া কান্না আরো বেড়ে গেলো। এত চিৎকার করে কান্না করো সব কাঠুরিয়া সেখানে চলে আসলো।জিগ্যেস করলো সবাই কি হয়েছে? তখন লোভী কাঠুরিয়া সব খুলে বল্লো। তখন সৎ কাঠুরিয়া বল্লো তুমি এটা কি করলা? কেনো এত লোভ করলে তুমি তো আমার ৩ স্ত্রীর কথা শুনে চলে আসছো।ঔ জলপরী তো আমার ৪নং স্ত্রী। এটা শুনে লোভী কাঠুরিয়া বল্লো আমার লোভের কারনে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে এখন আমার আর কিছুই থাকলো না আমি বেঁচে থেকে কি লাভ! এই কথা বলেই লোভী কাঠুরিয়া নদীতে ঝাপ দিয়ে আত্যহত্যা করলো।এই গল্প আমরা বুজেছি লোভে পাপ,পাপে মৃত্যু।

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ ক...
27/01/2024

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।

তার কান্না শুনে আবারও জলপরী এলো তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক
মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"

কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"

কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"

জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ
হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"

তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।

আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী।

আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো
কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে।

এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো

18/11/2023

এটা আত্মাহত্যা নয় এটি পরিকল্পিত হত্যা।

05/11/2023

কিসের দৌড় কেম্বার দৌড় প্রতিযোগিতা😄😄😄

মৃত্যুর কাছে প্রতিটি মানুষ বড়ই অসহায়!মৃত্যু যখন কাছে এসে বলে.. পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে ,আমার কাছে আয় চলে আয় ।তব...
21/09/2023

মৃত্যুর কাছে প্রতিটি মানুষ বড়ই অসহায়!মৃত্যু যখন কাছে এসে বলে.. পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে ,আমার কাছে আয় চলে আয় ।তবুও মানুষ ক্ষণিক জীবনের তরে নতুন স্বপ্নগুলো করছে বপন,পরাজিত হয়েও জীবন যুদ্ধে
গড়ছে আপন ভুবন।নতুন বছর ফিরে ফিরে আসে,আবার চলেও যায়।সময়ের কাছে তবুও মানুষ হয়ে পড়ে কেন এতো অসহায়?জীবনটা এতো ক্ষণিকের কেনো?কেউ কি বলতে পারো ?তবুও কারো কাছে এর কোনো উত্তর নেই যেনো।
এই পৃথিবীর ক্ষণিকের মায়াডোরে ,আলো আর আঁধারের মাঝে কেউ পড়ছেন নামায – কালাম,কেউ করছেন হজ্জ ,
কেউ বা আবার কালো টাকা গুনছেন,কেউ বা হচ্ছেন জর্জ ।
কেউ চালাচ্ছেন উড়োজাহাজ,কেউ বা মেশিনগান,কেউ বা
আবার কেড়ে নিচ্ছেন কতো অমূল্য প্রাণ ।কেউ রাজা হয়ে রাজ্য শাসন করেন,অসহায় প্রজারা কেন ধুঁকে ধুঁকে মরেন ?কেউ পড়ে প্রতারণার ফাঁদে,একাকী বসে বসে নীরবে কাঁদেন ।কতো যাদুকর যাদু দেখিয়ে মানুষের চোখে ধাঁ ধাঁ লাগিয়ে বিখ্যাত হচ্ছেন বিশ্বময়।কতো বিজ্ঞানী নীল আকাশ দিয়ে পাড়ি দিয়ে চাঁদ , গ্রহ , নক্ষত্রকে করছেন জয় ,তবুও সব মানুষই একসময় হয়ে পরেন মৃত্যুর কাছে বড়ই অসহায় ।।

মৃত্যু হলো অনন্ত পথ যাত্রার প্রথম ধাপ।
— আল-হাদীস

তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাইবিএনপির দুর্ধর্ষ সন্ত্রাসী আমিন উদ্দিন দোলন কর্তৃক সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ...
17/06/2023

তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই

বিএনপির দুর্ধর্ষ সন্ত্রাসী আমিন উদ্দিন দোলন কর্তৃক সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বাবু চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার সুনাম নষ্ট করার জন্য বিএনপির সন্ত্রাসী দোলন মিথ্যা অভিযোগের মাধ্যমে অপ-প্রচারে লিপ্ত।

02/05/2023

#বাপের_প্রিয়_অতিথি
-------------------------------------
জন্ম থেকেই বাপের ঘরে
প্রিয় রাজকুমারী,,
সেই মেয়েটাই সুখের খোঁজে
ছাড়বে বাপের বাড়ী।
যাদের জন্য দেখলে চোখে
এই পৃথিবীর আলো,,
তাদের ছেড়ে রাজকুমারী
থাকে অতি ভালো।
সারাজীবন মেয়ে থাকে
বাবার রাজকুমারী,,
সেই মেয়েটা একদিন হবে
বাপের প্রিয় অতিথি।
ইচ্ছে হলেও দেখতে পায় না
নিজের বাবাটাকে,,
চোখের দেখা দেখতে হলেও
পরে অনুমতি লাগে।
যে বাড়ীতে জন্ম হলো
গড়লো সুখের জীবন,,
সেই বাড়ীতে বেড়াতে যা
দু-চারদিনের কারণ।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Arif:

Share