Feni 24/7

Feni 24/7 ফেনী জেলার বাছাই করা খবরের বিশ্বস্ত মাধ‌্যম।

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত ফেনী জেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এখানে ভাষার কিছু বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন ফেনীর কথ্য ভাষায় মহাপ্রাণ ধ্বনিসমূহ উচ্চারণের ক্ষেত্রে বায়ুপ্রবাহের চাপ কম থাকায় মহাপ্রাণ ধ্বনিসমূহ অল্পপ্রাণ ধ্বনির মত উচ্চারিত হয় আবার অল্পপ্রাণ ধ্বনিসমূহ উচ্চারণের ক্ষেত্রে বায়ুপ্রবাহের চাপ বেশি থাকায় অল

্পপ্রাণ ধ্বনিসমূহ মহাপ্রাণ ধ্বনির মত উচ্চারিত হয়। বর্ণ উচ্চারণে সহজতর বর্ণ ব্যবহার করা হয় অধিক হারে এবং প্রয়োজনে বর্ণকে ভেঙে কাছাকছি অবস্থান উচ্চারণ অবস্থান বেছে নেয়া হয় অর্থাত্ ভাষা সহজীকরণের প্রবণতা সুসপষ্ট। এর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের যে কোন অঞ্চলের মানুষ ফেনীর আঞ্চলিক ভাষাকে সহজভাবে বুঝতে পারে এবং সহজেই এ আঞ্চলিক ভাষাটিকে নিজের কণ্ঠে ধারণ করতে পারে। ফেনীর ভাষার সাথে পার্শ্ববর্তী চট্টগ্রাম সংলগ্ন মিরেশ্বরাই এবং এর সংলগ্ন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ভাষার অনেকটাই সামঞ্জস্য রয়েছে ফেনীর আঞ্চলিক ভাষার সাথে। ফেনী-মুহুরী-কহুয়ানদীর গতিপ্রকৃতি ও ছোট ফেনী-কালিদাস-পাহালিয়া খালের খরস্রোত, নদীভাঙন, বন্যা, চরাঞ্চল এবং বঙ্গোপসাগরের নোনা হাওয়া, ছাগলনাইয়া অঞ্চলের পাহাড়ী লালমাটি ফেনী জেলার মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এ অঞ্চলের মানুষগুলো ধর্মভীরু-সহজ-সরল-অতিথি পরায়ণ। সামপ্রদায়িক সমপ্রীতি এ অঞ্চলের মানুষের মজ্জাগত। মানুষের মুখে মুখে ছড়াকাটা, ধাঁধাঁ, বচন ইত্যাদি প্রচলিত। প্রাচীন ভুলভুলাইয়া নদীর তীরবর্তী মানুষগুলোর বাণিজ্যযাত্রা ও বণিকের নিয়তি ও প্রেমকাহিনী নিয়ে রচিত ভুলুয়ার পালা এ অঞ্চলের প্রাচীন সংস্কৃতির নিদর্শন। পালা গান, কবি লড়াই, ঢাকী নৃত্য এর পাশাপাশি পুঁথিসাহিত্যে শমসের গাজীর কিচ্ছা, ভুলুয়ার কিচ্ছা প্রভৃতি সুপরিচিত।

প্রাচীন ঐতিহ্যের স্মৃতি: জেলার ঐতিহ্যের ধারক হিসাবে স্মৃতি বহন করছে শমশের গাজী দীঘি, কৈয়ারা দীঘি, রাজাঝির দীঘি, বিজয়সিংহ দীঘি, ফুলগাজী দীঘি, মহিপাল দীঘি, শমসের গাজীর কেল্লার ধ্বংসাবশেষ, শতবর্ষের ঐতিহ্য ফেনী সরকারি পাইলট হাইস্কুল, ফেনী সরকারি কলেজ, ছাগলনাইয়ার মোগল আমলের ঐতিহাসিক চাঁদগাজী ভূঁঞা মসজিদ জেলার ঐতিহ্য বহন করছে।

https://www.facebook.com/100070819916326/posts/512518331118826/?app=fbl
11/07/2024

https://www.facebook.com/100070819916326/posts/512518331118826/?app=fbl

ফেনীর পরশুরামে একটি বাড়ি থেকে ৮০ গাইড ভারতীয় কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০জুলাই) রাত ন.....

ফেনীর পরশুরাম উপজেলা আওতাধীন পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হান্নান ও এমাম এর অবৈধ মাদক চিনি কাপড় সহ নানান অবৈধ কার...
21/06/2024

ফেনীর পরশুরাম উপজেলা আওতাধীন পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হান্নান ও এমাম এর অবৈধ মাদক চিনি কাপড় সহ নানান অবৈধ কার্যক্রম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এর প্রথম পর্ব আসছে বিস্তারিত দেখতে চোখ রাখুন Feni 24/7

19/06/2024

আপনার ঈদ কেমন কাটলো?
a. ভালো
b. মোটামুটি
c. ভালো না

12/06/2024

ব্রেকিং নিউজ...
ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী।

10/06/2024

কোরবানি ঈদের ক্ষণ ঘনিয়ে আসায় দেশে ভারতীয় গরুর অবৈধ প্রবেশ নিয়ে দুশ্চিন্তা ফেনীর খামারীরা।

06/06/2024

প্রকাশে অস্ত্র নিয়ে ঘুরেবেড়ায় ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর হোসনে মীরু।

#ফেনী

সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে নির্বাচনের কেন্দ্রে কাউন্সিলর-ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক কার্ড গলায় ...
06/06/2024

সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে নির্বাচনের কেন্দ্রে কাউন্সিলর
-
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে নির্বাচনের কেন্দ্র ঘুরে বেড়িয়েছেন ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান। তার গলায় লাগানো সাংবাদিক কার্ডে তাকে দৈনিক ডিজিটাল সময় পত্রিকার প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে।

ছাগলনাইয়া উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদারের গাড়িবহরের সঙ্গে তাকে কয়েকটি কেন্দ্রে দেখা গেছে।

সাংবাদিক না হয়েও সাংবাদিক কার্ড নিয়ে কেন্দ্রে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর সাইফুর রহমানকে নিজেকে প্রার্থী মিজানুর রহমানের আত্মীয় বলে পরিচয় দেন। গলায় সাংবাদিক কার্ড লাগানো থাকলেও তিনি তা অস্বীকার করেন।

ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন এক প্রার্থীর অনুরোধে তাকে কেন্দ্রে পর্যবেক্ষণের জন্য সাংবাদিক পরিচয়পত্র দিয়ে এ কার্ডের ব্যবস্থা করেছেন বলে জানান।

সাংবাদিক না হয়েও একজক কাউন্সিলরের সাংবাদিকের কার্ড ব্যবহার করার বিষয়ে দৈনিক ফেনী সময় সম্পাদক ও ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, এটা এক ধরনের প্রতারণা ও সাংবাদিক কার্ডের অপব্যবহার। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্ড প্রদানের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, সাইফুল রহমান নামের ওই ব্যক্তিকে জেলা নির্বাচন অফিস থেকে কোনো সাংবাদিক কার্ড দেওয়া হয়নি। ওই কার্ডের সইয়ের সাথে আমার সইয়ের মিল নেই। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করতে পারেন না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

#ফেনী #নির্বাচন #উপজেলা_নির্বাচন

06/06/2024

প্রকাশ্যে চলছে জালভোট
#ফেনী

সৌদির সঙ্গে মিল রেখে ফেনীর তিনস্থানে ঈদ উদযাপন-সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফেনীর তিনটি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়ে...
10/04/2024

সৌদির সঙ্গে মিল রেখে ফেনীর তিনস্থানে ঈদ উদযাপন
-
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফেনীর তিনটি স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালের দিকে পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ স্থানগুলো হলো, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের পৃথক দুটি পাড়া এবং পরশুরাম পৌরসভার কোলাপাড়া এলাকা।

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু বলেন, ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের দুটি পাড়ায় সৌদির সঙ্গে মিল রেখে কিছু মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তাদের একটি অংশ পূর্ব সুলতানপুর শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফের মাওলানা মোহাম্মদ গোলাম নবীর নেতৃত্বে ঈদের নামাজ আদায় করেন। তারা বহু বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করছে।

একই সময় গ্রামের অপর একটি অংশ পূর্ব সুলতানপুর রশিদিয়া দরবার শরীফের মরহুম মাওলানা গোলাম কিবরিয়া পীরমিয়ার ছেলে মুহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে আরেকটি জামাতে ঈদের নামাজ আদায় করেন।

মোস্তাফিজুর রহমান নামে ওই গ্রামের এক যুবক বলেন, অনেক বছর ধরে গ্রামের পীরের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। তবে এলাকায় মূল ঈদের জামাত আগামীকাল অনুষ্ঠিত হবে।

এদিন জেলার সীমান্তবর্তী উপজেলা পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় একটি স্থানেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, পৌর এলাকার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় গত কয়েক বছর থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মীর হোসেনের নেতৃত্বে সৌদি আরবকে অনুসরণ করে কয়েকজন মিলে ঈদের নামাজ আদায় করে আসছেন। আজও শান্তিপূর্ণভাবে তারা ঈদের নামাজ আদায় করেছেন।

#ফেনী #রমজান # ঈদ

02/04/2024

যাত্রী পারাপারের জন্য ফুটওভারব্রিজ থাকলেও,তার যথাযথ ব্যবহার করছেনা মানুষ।

#ফেনী #বাংলাদেশ

31/03/2024

মা-বাবার সাথে শেষ কবে ইফতার করেছিলেন মনে আছে ?

21/03/2024

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা। প্রথম ধাপে ভোট হবে ফুলগাজী ,পরশুরামে। এ দুই উপজেলায় ব্যালটে ভোট গ্রহণ করা হবে আগামী ০৮ মে।

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলা...
21/03/2024

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ফেনীতে বাজারে গিয়ে নাভিশ্বাস মধ্যবিত্তের,বিপাকে খেটে খাওয়া মানুষ-চলছে সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান মাস। এ মাসেও দ্রব্য...
18/03/2024

ফেনীতে বাজারে গিয়ে নাভিশ্বাস মধ্যবিত্তের,বিপাকে খেটে খাওয়া মানুষ
-
চলছে সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান মাস। এ মাসেও দ্রব্যমূল্যর অস্বাভাবিক উর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাজারে গিয়ে নাভিশ্বাস ফেলছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের একাধিক দপ্তর কাজ করলেও কিছুতেই থামানো যাচ্ছেনা দ্রব্যমূল্য অস্বাভাবিক উর্ধ্বগতি। সাধারণ মানুষ বলছেন নিয়ন্ত্রণহীন এ বাজারের লাগাম টানতে না পারায় বিপাকে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষ।

সাধারণ মানুষ বলছে, দেশের মানুষ ব্যবসায়ীদের কাছে এমন জিম্মি হতে পারে তা অতীতে কখনোই দেখেননি তারা। একদিনের ব্যবধানেই দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে বিক্রি হচ্ছে জিনিসপত্র। এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে না ধরতে পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে ফেনীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, একে একে বেড়েছে সব ধরণের পণ্যের দাম। ফুটপাত থেকে শুরু করে মুদি দোকান, ফলের দোকান, সবজি দোকান গিয়ে দেখা যায়, দাম জিজ্ঞেস করে না কিনেই চলে যাচ্ছেন অধিকাংশ ক্রেতা।

#ফেনী #রমজান #বাজার

18/03/2024

ফেনী সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের
গণ ইফতার কর্মসূচি পণ্ড,হা'মলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে,আ'হ'ত-১০

18/03/2024

📍 ছাগলনাইয়া মডেল মসজিদ, ফেনী

ফেনীতে প্রথমবারের মতো আল্লাহ্‌র ৯৯ নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন.... #ফেনী
18/03/2024

ফেনীতে প্রথমবারের মতো আল্লাহ্‌র ৯৯ নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন....

#ফেনী

আল্লাহর ৯৯ নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন-ফেনীর মিজান রোডের মাথায় মহান আল্লাহর ৯৯ নাম সম্বলিত ও মহানবী হযরত মোহা...
17/03/2024

আল্লাহর ৯৯ নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন
-
ফেনীর মিজান রোডের মাথায় মহান আল্লাহর ৯৯ নাম সম্বলিত ও মহানবী হযরত মোহাম্মদ (স:) এর নাম সম্বলিত শান্তি চত্ত্বর নামে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) সন্ধায় শান্তি চত্ত্বরের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। ফেনী পৌরসভার উদ্যোগে স্থাপিত এ ভাস্কর্যটি বাস্তবায়ন করেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

#ফেনী #ইসলাম

Address

Feni

Telephone

+8801626225750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni 24/7:

Share