Asif Mahmud

Asif Mahmud Political Activity

30/09/2024

ধইঞ্চা নেত্রী কি আছে নাকি ৫ই আগষ্টে কচু গাছে গলায় দ’ড়ি দিছে?

মজলুম সাংবাদিক জনগণের কণ্ঠস্বর 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার কর...
29/09/2024

মজলুম সাংবাদিক জনগণের কণ্ঠস্বর 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

29/09/2024

পদ্মাসেতুর কথা বলে এয়ারপোর্টে প্রত‍্যেক প্রবাসী থেকে ৫০০/১০০০ করে দুইবছর যেই ট‍্যাক্স রেখেছে দ্রব‍্যমূল‍্যের দাম বাড়িয়েছে সেটা কোথায় গেলো?
বাবার জমি বেচা টাকার উন্নয়ন এটা না...?

১।মেট্রোরেল জাপানের থেকে ঋণ নিয়ে করা হয়েছে।
২।পদ্মাসেতু চীনের থেকে ঋণ নিয়ে করা হয়েছে
৩।মডেল মসজিদ সৌদির ৮ হাজার কোটি টাকার অনুদানে করা৷কিন্তু সেটা নিজের নামে চালিয়ে দিয়েছে।
৪।কর্নফুলি টার্নেল চীনের থেকে করা।
আর এই সব ঋণের বোঝা দেশের সাধারণ জনগণের মাথায় আছে। কারোর বাপে শোধ করবে না।

১) উচ্চমূল্যে বিদ্যুৎ দেয়া আদানি গ্রুপ পাবে ৮০ কোটি ডলার, এজন্য প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না!
প্রতি ইউনিট ০৭ টাকার বিদ্যুৎ কেন ১৪ টাকায় কেনা হলো,,,?
২) তেল দেয়া কোম্পানিগুলো পাবে ৫০ কোটি ডলার! তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে!
৩) দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট! গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র!
৪) সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে ৪ হাজার কোটি/কেউ ৩৫০০ কোটি টাকা! অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে!

২০২৪ এ এসে যারা জীবনে প্রথমবার এতো লোডশেডিং দেখে দেখে আফসোস আর কষ্টে মারা যাচ্ছেন প্রায়, তারা এবার বলেন দেখি আপনারা কারা কারা ১০ বছর ধরে বিদ্যুৎ বিল দেন নাই?
যদি দিয়ে থাকেন, ওই টাকা খাইলো কোন দেশপ্রেমিক ?

প্রশ্ন আপনাদের জনগণের কাছে

27/09/2024

ভারতের এক মন্ত্রী বলেছেন অবৈধ বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখবে।আমাদের আপার ভিসার মেয়াদ তো শেষ।আপাও তো বর্তমানে অবৈধ 😐

13/09/2024

হযরত জান্নাতী

আসসুন্নাহ ফাউন্ডেশনে বন্যার্তদের পূনর্বাসণের আবেদন করুন।আজকেই শেষ দিন। আমার দায়িত্ব আমি শেষ করলাম।লিংক কমেন্টে।
11/09/2024

আসসুন্নাহ ফাউন্ডেশনে বন্যার্তদের পূনর্বাসণের আবেদন করুন।
আজকেই শেষ দিন। আমার দায়িত্ব আমি শেষ করলাম।
লিংক কমেন্টে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে থাকলেও ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। অনেকের ...

09/09/2024

আসসুন্নাহ পাউন্ডেশনে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ঘর বাড়ি ও আর্থিক সহযোগিতার জন্য যারা এজেন্ট হয়ে নাম রেজিস্টেশন করেছেন তারা দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্থদের নাম ঠিকানা ফোন নাম্বার বিস্তারিত তথ্য সহকারে আবেদন করুন।
লিংক কমেন্ট বক্সে।

09/09/2024

ওহে সুশীল সমাজ,
স্বর্ণা দাস, শ্রী জয়ন্তরা কি সংখ্যালঘু না?

08/09/2024

সৌ’দি আর’ব রিয়াদে
বিভিন্ন যায়গায় সিভি”ল ড্রেসে হাম”লা করে আ’জন’বীদের এরেস্ট করে নিয়ে যাচ্ছে।
বিশেষ করে বাথা মার্কেটের আশে পাশে। সবাই সাবধানে হেফাজতে থাকবেন।

07/09/2024

সকল ভেদাভেদ ভুলে গিয়ে
তৃতীয় মুক্তিযুদ্ধ রেন্ডিয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে করবার জন্য সবাই প্রস্তুত হন।
সামরিক বাহিনীতে ৮০% লীগ কোটায় চাকরী।তাই দায়িত্বটা আবারো আমাদের কাঁধে।ধন্যবাদ সবাইকে।

Address

Feni

Telephone

+966556906150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asif Mahmud:

Share