
17/07/2023
তুমি কাউকে ভালবাসো তাকে বলে ফেলো
তুমি কাউকে মিস করতেছো তাকে চিঠি লিখে বলে দাও
কারো সাথে কথা বলতে ইচ্ছে করতেছে ফোন করে কথা বলে নাও কারণ আগামী দুই মিনিট তুমি বেঁচে থাকবে কিনা তার কোন গ্যারান্টি নাই।