
27/04/2025
মোটরসাইকেল যারা চালান বৃষ্টি সবমসয় তাদের জন্য এক সমস্যার নাম। কিন্তু তাই বলে তো বৃষ্টিতে বাইক চালানো বন্ধ থাকবেনা। তাই না? বৃষ্টির দিনে চলার পথে কাজে লাগতে পারে এমন কটা টিপস্ শেয়ার করছি আপনাদের সাথে।
১ - প্রথমেই আসে একটি ভাল রেইনকোটের আবশ্যকতা। আপনার রেইনকোট এমন হওয়া উচিৎ যা দিয়ে ভেতরে পানি ঢুকবেনা, কেনার সময় ভালোমতো যাচাই করে কেনা দরকার, আর হা, কার্পণ্য না করাই ভাল।
২ - আমাদের রাস্তাগুলোতে বিটুমিন ঢালাই দেওয়া হয় অপেক্ষাকৃত মসৃণতার জন্যে। মসৃণতার সাথে
আসে ভেজা রাস্তায় পিচ্ছিলতা। তাই বের হবার আগে অবশ্যই দেখে নেবেন আপনার টায়ার কতটুকু প্রস্তুত এর জন্য।
৩ - বৃষ্টিতে আপনার ডিস্ক ব্রেক ভিজে থাকে আবার ড্রামের ভেতর পানি ঢুকতে পারে। ফলস্বরূপ আপনার ব্রেক অপেক্ষাকৃত কম কাজ করবে। কাজেই সামনের এবং পেছনের যানবাহন থেকে নিরাপদ দুরত্ব রাখুন।
৪ - রোড মার্ক একটু খেয়াল রাখবেন কারণ এগুলো রাস্তা থেকেও পিচ্ছিল। তাই এগুলোর কোনোটারই উপর চাকা থাকা অবস্থায় ব্রেক না করাই ভাল।
৫ - কোথাও পানি জমে থাকলে তার উপর দিয়ে না যাওয়াই ভাল।
পরিশেষে বলতে চাই, হেলমেট ব্যবহার করুন, রাস্তা যেমন আপনার তেমনি আর সকলের ও, তাই এমন কিছুই করবেন না যাতে অন্যের অসুবিধা হয়।
বাইকিং নিয়ে আবার ভিডিও + পোস্ট করা শুরু করবো