
22/07/2025
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মৃত্যুতে পরশুরামে দোয়া ও মিলাদ মাহফিল
পরশুরাম প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়ে হতাহতের ঘটনায় পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান সকলের কাছে শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। মিলাদ মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাদ আসর পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুল মসজিদে উপজেলা যুবদলের আহবায়ক শামসুল আলম শাকিলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন।
এছাড়া উপজেলার সরকারি আধা সরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। আহত এবং নিহতদের জন্য মসজিদসহ বিভিন্ন উপাসনালয় বিশেষ দোয়া আয়োজন করা হয়।