07/11/2025
উত্তর গোবিন্দপুর আয়েশা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংবাদদাতা
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুরে আয়েশা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।
এসময় আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, "মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটি শুধু নামাজের স্থান নয়, সমাজ গঠনেরও কেন্দ্রবিন্দু"। এখানে মানুষ নামাজ পড়বে, কোরআন-হাদীস শিখবে, শান্তি ও ঐক্যের বার্তা ছড়াবে। তাই এমন একটি পবিত্র উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও উত্তর গোবিন্দপুর আদর্শ পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ হারুন কোম্পানি।
এ সময় উপস্থিত ছিলেন কালিদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মুন্সি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মায়ন উদ্দিন পাটোয়ারী, এম ফখরুউদ্দিন ভূইয়া, উত্তর গোবিন্দপুর বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।