হকার্স নিউজ ফেনী

হকার্স নিউজ ফেনী Official page of hawkars.com, It is the Most Popular Online News Site in Feni District.

Trusted real time news, breaking news, local news, sports, entertainment, education.

ফেনীতে আন-নূর যুব কাফেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।ফেনী শহর প্রতিনিধি১৩ ...
14/09/2025

ফেনীতে আন-নূর যুব কাফেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

ফেনী শহর প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় ধোনসাহাদ্দা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আন-নূর যুব কাফেলা–এর উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুমসাদ্দা রশিদিয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম ও আন-নূর যুব কাফেলার সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম ছোহাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মমদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জনাব সাইফুল ইসলাম চৌধুরী এবং ইসলামী ফাউন্ডেশন ফেনী জেলার উপপরিচালক জনাব নাজমুস সাকিব।

এছাড়া স্থানীয় ছয়টি সমাজের সভাপতি, ইউনিয়নের ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এলাকার নয়টি মসজিদের ফজরের নিয়মিত জামাতে অংশগ্রহণকারী ১৬০ জন মুসল্লীকে হাদিয়া প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের যথা ছয়টি হাই স্কুল দুইটি সরকারি মাদ্রাসা দুইটি কওমি মাদ্রাসার ষষ্ঠশ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের ফ্রাস্টবয়কে শিক্ষা সামগ্রী পুরস্কৃত করা হয়।

এছাড়াও সংগঠনের ১২০ জন সাধারণ সদস্যকে ক্রেস্ট প্রদান, নির্বাহী পরিষদের ২২ জন সদস্যকে ও প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়কে ক্রেস্ট প্রদান এবং ইউনিয়নের ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতিদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “যুব সমাজকে সৎপথে পরিচালিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আন নুর যুব কাফেলার এ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।” বিশেষ অতিথিরাও সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিশেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

ফেনীর পথিকৃৎ সাংবাদিক মরহুম মাহবুবুল হক পেয়ারার স্মরন সভা ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে ফেনীর অবিসংব...
14/09/2025

ফেনীর পথিকৃৎ সাংবাদিক মরহুম মাহবুবুল হক পেয়ারার স্মরন সভা ও দোয়া মাহফিল

শনিবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে ফেনীর অবিসংবাদিত সাংবাদিক,জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল হক পেয়ারার ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক স্মরন সভা ও দোয়া মাহফিল। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীমের সভাপতিত্বে ও প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীমের সন্চালনায় এতে বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনী সংবাদের প্রকাশক,প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি,ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু,আরেক সাবেক সভাপতি,প্রবীন সাংবাদিক আবু তাহের, মাহবুবুল হক পেয়ারার ছোট ছেলে ইমন উল হক,জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান,জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।এতে মাহবুবুল হক পেয়ারার জীবন ও কর্ম তুলে ধরে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক যথাক্রমে ডিবিসি নিউজ প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি,কামাল উদ্দিন ভূঁইয়া,ফিরোজ আলম,যমুনা টিভি প্রতিনিধি আর এম আরিফুর রহমান,ক্রীড়া সংগঠক অধ্যাপক টুটুল প্রমুখ।
বক্তাগন বলেন,আজ মাহবুবুল হক পেয়ারার মত আপাদমস্তক, নিবেদিত প্রাণ সাংবাদিকের অনেক প্রয়োজন ছিল।তিনি ছিলেন ক্ষনজম্মা বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ।তিনি শুধু একজন সাংবাদিক‌ই ছিলেন না,তিনি ছিলেন একাধারে একজন সংগঠক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব,সমাজসেবী।বহু সংগঠন প্রতিষ্ঠানের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক। তাঁর কাছ থেকে বর্তমান যুগের সাংবাদিকদের অনেক কিছু শেখার ছিল।

ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসে ভ্রাম্যমাণ সদস্য সংগ্রহ কর্মসূচি পালনশহর প্রতিনিধি আবাংলাদেশ খেলাফত মজলিস এর...
13/09/2025

ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসে ভ্রাম্যমাণ সদস্য সংগ্রহ কর্মসূচি পালন
শহর প্রতিনিধি
আবাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর মাওলানা আল্লামা মামুনুল হক ঘোষিত দাওয়াতি মাস পালন উপলক্ষে ভ্রাম্যমাণ সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। শনিবার ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী ফেনী শহর শাখার আয়োজনে এসএসকে সড়ক,মিজান রোড়, কলেজ রোড়, ট্র্যাঙ্ক রোড়,জহিরিয়া মসজিদ, কোর্ট মসজিদ, বড় মসজিদসহ বিভিন্ন স্পটে ট্রাক পরিবহন যোগে ভ্রাম্যমাণ সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী-২ (সদর আসনে) রিকশা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসীম উদ্দীন ও ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম।
ফেনী শহর শাখার সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এর পরিচালনায় দিনব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা আমীর হোসাইন, সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াসিন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা এমদাদ, শহর শাখার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রিপন, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক শোভন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুল হক, খেলাফত ছাত্র মজলিসের আলা উদ্দিন, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি খাজা আহমদ ও মুহাম্মদ রবিন প্রমুখ।
দিনব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য হন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হারুন রশীদ ভূঁইয়া বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য খেলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা আল্লামা মামুনুল হক আহবান জানিয়েছেন।এই আহবানে সারাদেশে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দেশে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা না হলে কখনোই বৈষম্য দূর হবে না।বৈষম্য দূর করতে এ দেশে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে এ বিপ্লব আসবে আর যাবে; কিন্তু বৈষম্য দূর হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ দেশে কোনো স্বৈরাচারের শাসন আর চলবে না। তবে এখনো দেশকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে আর লাভ হবে না। কারণ, আবু সাঈদরা জীবন দিয়েছে; কিন্তু মরে যায়নি। প্রয়োজনে এ দেশের আবু সাঈদরা আবারও জীবন দেবে।’

সাংবাদিক মরহুম  মাহবুব উল হক পেয়ারা'র ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী প্রেসক্লাবে দোয়া ও সরণ সভা।
13/09/2025

সাংবাদিক মরহুম মাহবুব উল হক পেয়ারা'র ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী প্রেসক্লাবে দোয়া ও সরণ সভা।

ফেনীতে ৫শ শিক্ষার্থীকে বৃত্তি দিলো আলোকিত ফেনী ফাউন্ডেশনবিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল আউয়াল...
13/09/2025

ফেনীতে ৫শ শিক্ষার্থীকে বৃত্তি দিলো আলোকিত ফেনী ফাউন্ডেশন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “এখানে যারা বৃত্তি পেয়েছো একদিন তারা আমাদের জেলার কৃতি সন্তান হবে। ফেনীর সবচেয়ে বড় কৃতি সন্তান হলো বেগম খালেদা জিয়া। একসময় ফেনী কলেজ, পাইলট এগুলার অনেক নাম ছিল। এগুলো থেকে অনেক ভালো মানুষ বের হয়েছে। বাহিরে থেকেও অনেকে আসতো। এখন সেটা কমে গেছে।"

শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন,“এসময়টা এমন সময়, যে সময় ব্যাক্তিত্ব গড়ে উঠে। এসময় কোনটা বৈধ, কোনটা অবৈধ তা শেখা হয়। এখন সমাজ পরিবর্তন হয়েছে। সমাজ পরিবর্তন হচ্ছে। প্রতি দশ বছরে সমাজ পরিবর্তন হয়। সুতরাং আমি যদি মনে করি আমার ছেলে আমাকে অনুসরণ করবে। এটা ভুল। অতএব মা-বাবাকে সন্তানদের মনস্তত্ত্ব বুঝতে হবে। আমরা যদি সামাজিক পরিবর্তন আনতে পারি তাহলে আমাদের সন্তানদের পরিবর্তন আনতে হবে। ছেলে-মেয়েদের মেধার বিকাশ যেন হয়। মনস্তাত্ত্বিক বিকাশ যেন। এটা মা- বাবার দায়িত্ব। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছেলে-মেয়েরা অনুপ্রাণিত হয়। এসব আয়োজন বারবার হোক।"

দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে শুক্রবার বিকালে শহরের শিল্পকলা একাডেমীতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ৫শ শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক রানা। মূখ্য আলোচক ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি, দৈনিক নয়া দিগন্ত সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।

স্বাগত বক্তব্য রাখেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

আবৃত্তিকার আশ্রাফুল হক আরমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদ, মাবিয়া নজির ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, অভিভাবক আ.জ.ম সালেহ অর্পণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সৈকত।

দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫শ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; ২০১০ সাল থেকে শিশুদের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা প্রতি বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

11/09/2025

ফেনী রেলওয়ে মাছ বাজারের পাশে বস্তিতে আ-গু-ন, নিয়ন্ত্রণে কাজ করছে ফেনী ফায়ার স্টেশন এর একটি ইউনিট

11/09/2025

আনলাইনে ২২০০ টাকার ওয়ারড্রব কিনতে গিয়ে ৩৮০০০ হাজার টাকা হারালেন ফেনীর পশ্চিম উকিল পাড়ার তাসলিমা .....

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়...
11/09/2025

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে
ফেনী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়...

11/09/2025
ফেনীর সোনাগাজী জিরো পয়েন্টে হাবিব মিষ্টি মেলাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে ২০হাজার টাকা জরিমানা...
11/09/2025

ফেনীর সোনাগাজী জিরো পয়েন্টে হাবিব মিষ্টি মেলাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে ২০হাজার টাকা জরিমানা...

ফেনী সরকারি কলেজের পরিবহন  সমস্যা সমাধানের জন্য উপাধ্যক্ষ বরাবর ফেনী সরকারি কলেজ ছাত্রদলের স্মারক লিপি প্রদান।
11/09/2025

ফেনী সরকারি কলেজের পরিবহন সমস্যা সমাধানের জন্য উপাধ্যক্ষ বরাবর ফেনী সরকারি কলেজ ছাত্রদলের স্মারক লিপি প্রদান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর ১০ নং ওয়ার্ডের উদ্যোগে স্হানীয়দের  নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত.....
11/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর ১০ নং ওয়ার্ডের উদ্যোগে স্হানীয়দের নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত.....

Address

Babgladesh
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when হকার্স নিউজ ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হকার্স নিউজ ফেনী:

Share