Musafir

Musafir 5 minute Fun

30/10/2022

বাবা পাশে থাকলে মহাসমুদ্রের পানিও সেচা যায়,

বাবা থাকাটাই যেন একটা সাহস🖤

কুসুম্বা মসজিদ। বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, ...
04/09/2022

কুসুম্বা মসজিদ। বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত।

বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে।

মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজরি ৯৬৬ সাল (১৫৫৮-১৫৬৯ খ্রিষ্টাব্দ)।

আফগানি শাসনামলের শুর বংশের শেষদিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলায়মান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন।

১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদের তিনটি গুম্বজ নষ্ট হয়েছিল। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন। পরবর্তীতে ২০১৭ সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্বপার্শ্বে অবস্থিত দিঘির পাড়ে ফুলের বাগান নির্মান, আলোকসজ্জার কাজ করা হয়।

দেশের প্রাচীন এই নিদর্শনগুলো উপযুক্ত সংষ্কারের অভাবে ভুগছে। উপযুক্ত সংষ্কার সম্ভব হলে এগুলো হতে পারত দেশের সম্ভাবনাময় পর্যটন খাতের গুরুত্বপূর্ণ অংশ।

তার চেয়ে বড় কথা ইসলামের প্রাচীনতার শেকড় স্পষ্ট হত আধুনিক! বিশ্বের বাহ্যিক চোখে।

Abu-Taw Haa Muhammad Adnan

সিজনের প্রথম মাহফিলে আলোচনা করছেন উস্তায আবু ত্বহা মুহাম্মদ আদনান 🖤🌸🌺
02/09/2022

সিজনের প্রথম মাহফিলে আলোচনা করছেন
উস্তায আবু ত্বহা মুহাম্মদ আদনান 🖤🌸🌺

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musafir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share