Opinion Of Parvez

Opinion Of Parvez "শক্তি কখনো সাহস নয়
সাহসই শক্তি"
(8)

24/05/2025

হুদাই যা মন চাইলো কইলাম,
তবে শিক্ষার মূল্য আছে যা টাকা দিয়ে ডিফাইন করা যাবে না৷

বন্ধু ট্রাম্পের সাথে আজকের মিটিংয়ের পর হোয়াইট হাউজের সামনে 🙂
17/05/2025

বন্ধু ট্রাম্পের সাথে আজকের মিটিংয়ের পর হোয়াইট হাউজের সামনে 🙂

মরুভূমি থেকে কফিলের  ছোট ছেলের জন্য একটা সান্ডা ধরে আনলাম বন্ধুরা 🥴
15/05/2025

মরুভূমি থেকে কফিলের ছোট ছেলের জন্য একটা সান্ডা ধরে আনলাম বন্ধুরা 🥴

আমাদের বিনা ইনভেস্টমেন্টে লাগানো ছোট ছোট প্রচেষ্টা।  সামনে আরো গাছ যোগ করবো ইনশাআল্লাহ।
13/05/2025

আমাদের বিনা ইনভেস্টমেন্টে লাগানো ছোট ছোট প্রচেষ্টা।
সামনে আরো গাছ যোগ করবো ইনশাআল্লাহ।

একটা শকিং তথ্য দেই!দেশের একটা বড় রাজনৈতিক দল "জামায়াতে ইসলামীর" নিবন্ধন কিন্তু এখনো তারা ফিরে পায়নি। ২০১৩ সালে নিষিদ্ধ হ...
11/05/2025

একটা শকিং তথ্য দেই!

দেশের একটা বড় রাজনৈতিক দল "জামায়াতে ইসলামীর" নিবন্ধন কিন্তু এখনো তারা ফিরে পায়নি। ২০১৩ সালে নিষিদ্ধ হওয়া দলটি এখনো তাদের নিবন্ধন পেলো না,, আগামী ১৩ তারিখ একটা শুনানি আছে তারপর বোঝা যাবে কি হয়৷
আর অপর দিকে, আওয়ামীলীগের নিবন্ধন কিন্তু এখনো বাতিল হয়নি,শুধু রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়েছে।

বিঃদ্রঃ আমি কোনো দলের রাজনীতি করি না, এগুলা আমি হুদাই বিশ্লেষণ করি ভাল্লাগে তাই৷

পুরুষ পুরো দুনিয়া জয় করতে পারলেও সে তার পরিবারের মন জয় করতে পারে না 🥲
07/05/2025

পুরুষ পুরো দুনিয়া জয় করতে পারলেও সে তার পরিবারের মন জয় করতে পারে না 🥲

🕊️ গাজার মানুষের প্রতি আমাদের সহমর্মিতাএখনও গাজার মানুষদের ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। প্রতিদিন তাদের জীবন হয়ে উ...
13/04/2025

🕊️ গাজার মানুষের প্রতি আমাদের সহমর্মিতা

এখনও গাজার মানুষদের ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। প্রতিদিন তাদের জীবন হয়ে উঠছে আরো বেশি অমানবিক ও অসহনীয়। তবে আমরা জানি, আমাদের সবার সহমর্মিতা ও সমর্থন তাদের শক্তি দিতে পারে। 🙏

এ মুহূর্তে, আমাদের নীরব থাকা উচিত নয়। মানবতার পক্ষে আমাদের কণ্ঠস্বর আরও জোরালো হতে হবে। আমরা তাদের দুর্দশা উপলব্ধি করি এবং তাদের প্রতি আমাদের হৃদয় থেকে গভীর সহানুভূতি প্রকাশ করি। 💔

আশা করি, একদিন শান্তির জয় হবে, এবং গাজার মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। যতদিন না সেই দিন আসে, আমাদের এই সহমর্মিতা, সমর্থন এবং প্রার্থনা অব্যাহত থাকবে।

💚 আমরা সবাই এক, আমরা সবাই গাজার জন্য দাঁড়িয়ে আছি।

06/04/2025

"গাজা এখন শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি কান্নার নাম..."

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘর-বাড়ি, স্কুল, হাসপাতাল—আর সেই ধ্বংসের নিচে চাপা পড়ে আছে শত শত শিশু, মা, বাবা, স্বপ্ন আর জীবনের আশা।

তবুও গাজাবাসী মাথা নত করেনি। তারা লড়ছে—পাথরের বদলে সাহস দিয়ে, আর রক্তের বদলে ঈমান দিয়ে।

আসুন, আমরা তাদের জন্য—

অন্তরের গভীর থেকে দোয়া করি

নিজেদের জীবনে গোনাহ থেকে ফিরে আসি

সামাজিক মাধ্যমে সত্য তুলে ধরি

এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করি

"তারা জিজ্ঞাসা করে, আমরা কী করতে পারি?"
উত্তর: নিজের অন্তরকে জাগাও, আল্লাহর কাছে ফিরো, কারণ উম্মাহর ব্যথা যদি তোমার হৃদয়ে না বাজে—তাহলে হৃদয়টাই প্রশ্নবিদ্ধ।

15/12/2024

ইলিয়াসের চোঁখে সব দোষ আসিফ নজরুলের, হাসিনার চোখে সব দোষ ড: ইউনুসের,
বউয়ের চোখে সব দোষ..........??

Post for fun😁

"রাষ্ট্রভাষা বাংলা চাই" দাবী করা প্রথম সংগঠনের নাম তমদ্দুন মজলিস, ছাত্রলীগ না। (ইতিহাস আর বিকৃত করবেন না প্লিজ)
24/10/2024

"রাষ্ট্রভাষা বাংলা চাই" দাবী করা প্রথম সংগঠনের নাম তমদ্দুন মজলিস, ছাত্রলীগ না।

(ইতিহাস আর বিকৃত করবেন না প্লিজ)

আমাদের রংধনু মহিউদ্দিন 😆😆
07/10/2024

আমাদের রংধনু মহিউদ্দিন 😆😆

আইপিএস মনোজ কুমার শর্মা তো ভাগ্যবান , জীবন তাকে শেষমেশ সবই দিলো , তার সমস্ত স্ট্রাগলের মূল্যায়ণ হলো , তার জীবনী নিয়ে বায়...
11/01/2024

আইপিএস মনোজ কুমার শর্মা তো ভাগ্যবান , জীবন তাকে শেষমেশ সবই দিলো , তার সমস্ত স্ট্রাগলের মূল্যায়ণ হলো , তার জীবনী নিয়ে বায়োপিকও হলো ...

কিন্তু গৌরী ভাইয়া ? নিজে বারবার ব্যর্থ হয়েও সমস্ত ছাত্রছাত্রীদের সাপোর্ট সিস্টেম হয়ে থেকে গেলো , কোনোরকম রক্তের যোগ না থাকার পরেও নিরস্বার্থ ভাবে সে নিজেকে উজাড় করে দিলো বারংবার ... পড়াশুনা , অর্থ , মোটিভেশন , ঘর লোকটা সবকিছুতে সাহায্য করলো তার ভাই মনোজকে ...

আসলে একজন ব্যর্থ মানুষ ব্যর্থতার জ্বালা কতোটা বোঝে সেটাই তিনি তার চরিত্রের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন , প্রমাণ দিলেন মনুষ্যত্বের ... পরপর ছয় বার ব্যর্থ হওয়া একটা মানুষ শেষমেশ নিজের স্বপ্নকে পূরণ হতে দেখলো তার ভাইয়ের সফলতায় ... হয়তো তার ভাগ্যে 3 star ওয়ালা উর্দি ছিলো না কিন্তু 12 Fail সিনেমায় গৌরী ভাইয়া মন জিতেছেন , বারবার মন জিতেছেন ..এরকম মানুষ হওয়া মোটেও আইপিএস হওয়ার চেয়ে সহজ নয় .

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Opinion Of Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opinion Of Parvez:

Share

Category