10/03/2025
📍জমি বিক্রয় করা হইবে,
🏕️ জমির পরিমাণ : ৭ শতাংশ।
চৌমুহনী সরকারি এস. এ কলেজের পিছনে রশিদ মিয়ার দোকানের অল্প পশ্চিম ও উত্তর দিকে অবস্থিত।
🚛 ঠিকানা: তরিক মিয়ার বাড়ির সাথে, (ডাক্তার দোকান-রেললাইনের কাছাকাছি) ৬নং ওয়ার্ড, গনিপুর, (নরোত্তমপুর সাথে), বেগমগঞ্জ, নোয়াখালী
খুবই মনোরম পরিবেশে নিষ্কটক ভূমিতে এখনই বিল্ডিং নির্মাণের উপযোগী (গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন রেডি) ৭ শতাংশ জমি, রেললাইন মাত্র ২-৩ মিনিট, চৌমুহনী সরকারি এস. এ কলেজ মাত্র ১৫-২০ মিনিট পায়ে হেঁটে দূরত্ব এবং কারে মাত্র ৪-৫ মিনিট।
আগ্রহী প্রার্থী সম্পূর্ণ জমি নিলে ২ ইউনিটের বিল্ডিং করতে পারবেন; আর যদি অর্ধেক নিতে চান ৫-৬ তলা বিল্ডিং ১ ইউনিট-এ ৫-৬টি ফ্ল্যাটের মালিক হবেন। ইহা চৌমুহনী পৌরসভার গণিপুর মৌজাতে এবং নরোত্তম মৌজার আংশিক। খুবই সুন্দর আবাসিক স্থান। আমরা জমি ভরাট করিনি, কারণ বিল্ডিংয়ের ফাউন্ডেশন নেয়ার পর ভরাট করলে ভাল ইহাতে খরচ কম হয়, তবুও আগ্রহী প্রার্থী যদি ভরাট করতে চান আমরা ভরাট করে দিব। জমির সামনের রাস্তা হবে ১০ ফুট চওড়া।
আরও সুখবর যে জমিটির সংলগ্ন বিশাল রাস্তার অনুমোদন হয়েছে যাহা ঢাকা- চট্টগ্রাম রোড ও বিশ্ব রোডে সংযোগ হবে। বড় রোডের কাজ শুরু হয়ে গেলে জায়গার দাম প্রতি শতাংশ ৬-৭ লক্ষ টাকা দাঁড়াইবে। ইহা চৌমুহনী কলেজের পিছনে রশিদ মিয়ার দোকানের অল্প পশ্চিম ও উত্তর দিকে অবস্থিত।
জমি নং ২ : অন্য লোকেশনেও আরও কিছু জমিন বিক্রি হবে যাহা 🚚 : হালিম কোম্পানির পেট্রোল পাম্পের দক্ষিণে বেপারী বাড়ির সামনের ব্লকে; আগ্রহী প্রার্থী সরজমিনে অতি সত্বর যোগাযোগ করুন। অগ্রীম বুকিং প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
⛳ আগ্রহী প্রার্থীগণ শীঘ্রই যোগাযোগ করুন:
Md. Moshiur Rahman
Call/WhatsApp : 01876-650814
E-mail : [email protected]