
11/07/2025
ইমামের জুমার আলোচনা পছন্দ না হওয়ায় ইমামকে মসজিদের মধ্যে কুপিয়েছে উগ্র মুসল্লি। এই আহত ইমামের পক্ষে কেউ নেই কারণ এখানে বিএনপি জড়িত নেই। কেউ অন্যায়ের বিচার চায় না ভিকটিমের পাশে দাঁড়াতে চায় না সবাই বিএনপি ঠেকাতে চায়। লাশ নিয়ে রাজনীতি করতে চায়।
আমি বলি অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিত করেন সে কোন দলের সেই হিসেব পরে করেন আগে বিচার করেন।