Amarah bd

Amarah bd Hasbun Allahi Waniamal wakil
"Purely Nutritious. Truly Amarah."

জবে জয়েন করার পর আমার এলার্ম লিস্ট🙂💔
09/10/2025

জবে জয়েন করার পর আমার এলার্ম লিস্ট🙂💔

বিয়ের পর মানসিকতা এক না হলে কষ্ট হয়—কিন্তু ইসলাম শেখায়, ভালোবাসা মানে মানিয়ে নেওয়া।সাহাবিদের জীবনে এর সুন্দর উদাহরণ আছে।...
08/10/2025

বিয়ের পর মানসিকতা এক না হলে কষ্ট হয়—কিন্তু ইসলাম শেখায়, ভালোবাসা মানে মানিয়ে নেওয়া।

সাহাবিদের জীবনে এর সুন্দর উদাহরণ আছে। হযরত আলী (রা.) ও ফাতিমা (রা.) — দুজনের স্বভাব ছিল ভিন্ন। ফাতিমা (রা.) ছিলেন কোমল, সংবেদনশীল; আলী (রা.) ছিলেন যোদ্ধা স্বভাবের, দৃঢ়। তবুও একে অপরের প্রতি ভালোবাসা ও ধৈর্যের কারণে সংসার ছিল শান্তিময়।

রাসূলুল্লাহ (সা.) ও আয়েশা (রা.) — আয়েশা (রা.) ছিলেন প্রাণবন্ত, কখনো কখনো রাগীও হতেন। তবুও নবী ﷺ হাসি ও কোমলতায় পরিস্থিতি সামলে নিতেন।

এতে শেখা যায়— সংসারে মিল না থাকাটা সমস্যা নয়, সমস্যা হয় যখন ধৈর্য ও ক্ষমা হারিয়ে যায়। আল্লাহভীতি থাকলে মানসিকতার পার্থক্যও বরকতের সম্পর্ক হয়ে যায়।

বোরখার দাম শুনলে আঁতকে উঠবেন🙂❤️‍🔥
06/10/2025

বোরখার দাম শুনলে আঁতকে উঠবেন🙂❤️‍🔥

অফিসের কাজ বিজনেস সংসার সব সামলিয়ে আমার অবস্থা,,,,,
05/10/2025

অফিসের কাজ বিজনেস সংসার সব সামলিয়ে আমার অবস্থা,,,,,

আখরোট, কাজু,কাঠ বাদাম আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে আপনার শরীরের ক্লান্তি যেমন দূর হবে তেমনি খেতেও সুস্বাদু হবে💛...
04/10/2025

আখরোট, কাজু,কাঠ বাদাম আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে আপনার শরীরের ক্লান্তি যেমন দূর হবে তেমনি খেতেও সুস্বাদু হবে💛 চাইলে তিনটা কম্বো করে নিতে পারেন।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা?
03/10/2025

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা?

আমাকে প্রত্যেকে ভাঙার চেষ্টা করেছে প্রতিবার সব ভুলে গিয়ে নিজেকে নতুন ভাবে গড়ার চেষ্টা করেছি। আমি ভাঙব না। অন্যের জন্য ...
27/09/2025

আমাকে প্রত্যেকে ভাঙার চেষ্টা করেছে প্রতিবার সব ভুলে গিয়ে নিজেকে নতুন ভাবে গড়ার চেষ্টা করেছি। আমি ভাঙব না। অন্যের জন্য নিজের অবস্থান নষ্ট করবো না। আমি অবশ্যই ফিরবো।আমাকে ফিরতেই হবে।

23/09/2025

আমি আমার বিজনেস এর জার্নি এখানেই শেষ করলাম। আমার জন্য সবাই দুআ করবেন। আল্লাহ যেনো আমাকে শান্তি দেন।

আপনাদের বহু অপেক্ষা করানোর পরে নিয়ে এলাম আমার শৈশবের স্কুলের গেটের ঝালমুড়ি মামার ঝালমুড়ির মশলা😍 এর স্বাদ ঘ্রাণ আপনাকে...
22/09/2025

আপনাদের বহু অপেক্ষা করানোর পরে নিয়ে এলাম আমার শৈশবের স্কুলের গেটের ঝালমুড়ি মামার ঝালমুড়ির মশলা😍 এর স্বাদ ঘ্রাণ আপনাকে আকৃষ্ট করবেই। খেতে পারবেন মাসের পর মাস রেখে রেখে।😍
আমাদের ঝালমুড়ির মশলা সম্পূর্ণ হ্যান্ডমেড,আলহামদুলিল্লাহ।
ঝালমুড়ি ছাড়াও এই মশলা আপনি খেতে পারেন ভাত, রুটি এবং চিতই পিঠা দিয়েও।
উপাদান হিসেবে ব্যবহার হয়েছে_সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, চাট মসলা, সিক্রেট মশলা ইত্যাদি।😍
আর অপেক্ষা না করে মামার সেই ঝালমুড়ির মজা পেতে আজই অর্ডার করুন Amarah bd তে।😍

সকালে এক মুঠ কাজু কাঠ বাদাম আপনার এনার্জি কে ইনস্ট্যান্ট বাড়িয়ে দিতে সাহায্য করবে। ব্রেইন চুল স্কিন ভালো রাখতে সহায়তা...
19/09/2025

সকালে এক মুঠ কাজু কাঠ বাদাম আপনার এনার্জি কে ইনস্ট্যান্ট বাড়িয়ে দিতে সাহায্য করবে। ব্রেইন চুল স্কিন ভালো রাখতে সহায়তা করবে। খাদ্য তালিকায় চাইলে রাখতে পারেন। 😍 অর্ডার করুন আজই😍😍

আপনারা কি বেস্ট সেলিং ঘি এ ভাজা বাদামের কথা ভুলে গেছেন? চাইলে নিয়ে খেতে পারেন। ইং শা আল্লাহ নিরাশ হবেন না😍
18/09/2025

আপনারা কি বেস্ট সেলিং ঘি এ ভাজা বাদামের কথা ভুলে গেছেন? চাইলে নিয়ে খেতে পারেন। ইং শা আল্লাহ নিরাশ হবেন না😍

DELETE conversations that hurt you whenever you read them. Delete that phone number of the person who hurt you. Block co...
17/09/2025

DELETE conversations that hurt you whenever you read them. Delete that phone number of the person who hurt you. Block contacts. Restrict. Mute. Unfollow. Remove negative energy from your life. Do whatever it is that you need to do to heal and create a positive environment for yourself.🍁🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amarah bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amarah bd:

Share