সত্যের বার্তা

সত্যের বার্তা Let's know together

মানুষ মূলত শিবির,অভিনন্দন সাদিক কায়েম❤️✊
09/09/2025

মানুষ মূলত শিবির,অভিনন্দন সাদিক কায়েম❤️✊

09/09/2025

মানুষ মুলত শিবির (প্রমানিত)

Good Night..

Another Gen-Z revolution created 🎇🔥🔥
09/09/2025

Another Gen-Z revolution created 🎇🔥🔥

বান্দা যখন রবের কাছে সিজদায় লুটিয়ে পড়ে, সেই একটি 'সিজদাহ' এক পৃথিবীর সমস্ত দুঃ'খ বে'দ'নাকে বিদায় জানায়। আনন্দ ফিরে আসে অ...
09/09/2025

বান্দা যখন রবের কাছে সিজদায় লুটিয়ে পড়ে, সেই একটি 'সিজদাহ' এক পৃথিবীর সমস্ত দুঃ'খ বে'দ'নাকে বিদায় জানায়। আনন্দ ফিরে আসে অন্তর চিঁড়ে বেরোনো একটি দু'আয়।

– ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)

দ্বীনে ফেরার পর সবচেয়ে বড় সমস্যা হলো নন-মাহরাম মেইনটেইন। এই ব্যাপারে অনেক বোনেরাই উদাসীন – আল্লাহুমাগফিরলি। বাইরে বোরকা,...
09/09/2025

দ্বীনে ফেরার পর সবচেয়ে বড় সমস্যা হলো নন-মাহরাম মেইনটেইন। এই ব্যাপারে অনেক বোনেরাই উদাসীন – আল্লাহুমাগফিরলি।

বাইরে বোরকা, হিজাব, নিকাব, হাত-পা মোজা পরে যাওয়া খুবই সহজ। কিন্তু বাসায় মেইনটেইন করা অনেক কঠিন। এই ক্ষেত্রে বোনেরা আবার কিছুটা সংকোচবোধ করেন।

যেমন : এতোদিন উনাদের সামনে চলাফেরা করলাম, এখন উনাদের সামনে নিকাব পরবো! উনারা কি ভাববেন! আচ্ছা হাশরে যেদিন জিজ্ঞাসা করা হবে ফরজ বিধান পালন না করার জন্য, সেদিন কি এই অযুহাত কাজে দিবে?

যদি না দেয় তাহলে এসব ভেবে কি লাভ? সংকোচ নাকি রবের বিধান পালন কোনটা আগে?

বাসায় নন-মাহরাম থাকলে পর্দা মেইনটেইন করার জন্য যেসব পোশাক ব্যবহার করতে পারেন :

★ ঘেরওয়ালা গোল জামা, জামার লং হবে হাটুর নিচে। একদম ঢিলাঢালা জামা, লম্বা হাতা, হাতায় ইলাস্টিক হবে যেন উপরে উঠে না আসে।

★ ঢিলেঢালা সালোয়ার, যেন কোনোভাবেই শরীর বোঝা না যায়।

★ হিজাবের লং এমন হবে যেন কাজ করতে সুবিধা হয়। মেয়েদের বাসায় কমবেশি সবারই কাজ থাকে, মেহমান আসলে কাজটা বেড়ে যায়। তাই হিজাবের লং হাইট অনুযায়ী দিতে পারেন, যেমন : ৪৫-৫৫ লং দিতে পারেন পছন্দ অনুযায়ী। হিজাবের সাথে এটাচ নিকাব, অথবা চাইলে আলাদা ১পার্ট নিকাব ব্যবহার করতে পারেন। হিজাবের ঘের অনেক বেশি দিবেন ইনশাআল্লাহ। হিজাব বা খিমারে চাইলে হাতা সহ দিতে পারেন অথবা হাতা ছাড়া।

★ পায়ে অবশ্যই অবশ্যই মোজা পরবেন। যতই ময়লা হোক না কেন, দরকার পরলে ঘরে জুতা পরে হাঁটবেন, তবুও মোজা পরতেই হবে। পায়ের মোজা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তাই ভালো মানের মোজা ব্যবহার করতে পারেন, অথবা ৩-৪ জোড়া মোজা রাখতে পারেন।

★ জামা, সালোয়ার, হিজাব, নিকাব, এমন কাপড়ে বানাবেন যেন শরীর দেখা না যায়। নিজের আরামদায়ক হবে এমন কাপড়ে বানাতে পারেন ইন শা আল্লাহ।

★ আমার মনে হয় মেয়েদের ৩/৪টা জামা হলেই হয়ে যায়। এর বেশি দরকার পড়ে না আলহামদুলিল্লাহ।

বাসায় নন-মাহরাম মেইনটেইন করা হলে অনেকেই অনেক কথা বলতে পারে, এসব কথা গায়ে মাখবেন না। রবের বিধান সবার আগে, কে কী বললো তাতে কিছুই আসে যায় না।

অযথা নন-মাহরামের সাথে কথা বলা হাসাহাসি করা থেকে বিরত থাকবেন ইন শা আল্লহ।

Gen-Z is on fire 🔥 🔥🔥
09/09/2025

Gen-Z is on fire 🔥 🔥🔥

08/09/2025
যদি কখনো জানতে পারি, আমার আয়ু আর মাত্র ১০ দিন আছে এবং এর মধ্যে বিয়ে করারও সুযোগ আছে, তাহলে আমি ফিতনা থেকে বাঁচার জন্য অ...
07/09/2025

যদি কখনো জানতে পারি, আমার আয়ু আর মাত্র ১০ দিন আছে এবং এর মধ্যে বিয়ে করারও সুযোগ আছে, তাহলে আমি ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই বিয়ে করে নিবো।

সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.) [আস-সুনান, সাঈদ বিন মানসুর, ৪৯৩,]

নিজের বোন, কাজিন বা বান্ধবী এই প্রতিটি নারী থেকে নিজ স্বামীকে দূরে রাখবেন। আপনার আপন মায়ের পেটের বোনের সাথেও যেন অপ্রয়োজ...
05/09/2025

নিজের বোন, কাজিন বা বান্ধবী এই প্রতিটি নারী থেকে নিজ স্বামীকে দূরে রাখবেন।
আপনার আপন মায়ের পেটের বোনের সাথেও যেন অপ্রয়োজনীয় কোনো কথা না বলে এবং বান্ধবীদেরকে তো সে চিনবেই না।
হাসি তামাশা ঠাট্টা মশকরা করা তো বহু দূরের ব্যাপার।
দুলাভাই দেবর ভাসুর একজন মহিলার জন্য ননমাহরাম। এখানে হেসে কুটিকুটি হয়ে কথা বলার কিছু নাই, অর্ধেক ঘরওয়ালী হবারও কিছু নাই।
দেবর কিংবা ভাসুরকে খেদমত করার জন্য কোনো মহিলা বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়না।
তেমনি দুলাভাই বেড়াতে আসলে খেদমতের জন্য তার নিজের স্ত্রীই যথেষ্ট!
কেউ স্বামীর প্রতি অগাধ বিশ্বাস কিংবা দুলাভাইকে, ভাসুরকে বড় ভাই বানিয়ে আমার দিকে তেড়ে আসতে পারেন, বলতে পারেন জাস্ট ভাই বোনের সম্পর্ককে এত বিশ্রীভাবে কেন বলছি!
তবে আমি বলবো একমাত্র রবই তার বান্দার যাবতীয় কিছু জানেন।
হাদিসে স্পষ্টভাবে দেবর ভাসুর দুলাভাই শালী এই সম্পর্কগুলোতে দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে এবং এতটাই ভয়ংকর যে সোজা মৃ*ত্যু সমতুল্য বলেছে।
মৃ*ত্যুর কথা শুনলে, মনে করলে আত্মা যেমন কেঁপে ওঠে, আদৌ কি আমরা ততটা দূরত্ব রাখি?
ঘুরতে যাওয়া, একসাথে বদ্ধ ঘরে বসে গল্প করা,
গায়ে হাত দিয়ে কথা বলা, উচ্চস্বরে হাসা এগুলো তো দ্বীনহীন সমাজে একদম সাধারন একটি বিষয়।
কোনো লজ্জা ছাড়াই এটা স্বাভাবিক নিয়ম!
স্ত্রীরাও এটা দেখে, মেনে নেয়, কিছু মনেই করেনা,
ভেবে নেয় যেন এটাই হবার ছিলো!
অথচ কত সংসার ভেঙে যায়, বিচ্ছেদ হয়, কতজনে নীরবে হ্যারাস হয়! কেউ কি জানে!
কিছু জিনিস আছে যা একান্তই আমার।
জরুরী নয় যে বান্ধবীর সাথে আপনার স্বামীর হেসে দুটো কথা বলতে হবে।
তার সাথের সম্পর্ক আপনি পর্যন্তই যথেষ্ট।
এমনও না যে কাজিনদের সাথে ঠাট্টা মশকরা না করলে জাত মান চলে যাবে কিংবা বোনের সাথে দূরত্ব রাখলে আপনাদের সম্মান ডুবে যাবে।
যদি সম্মান, জাত মান চলে যায় তবে যেতে দিন।
লাভ ছাড়া কোনো ক্ষতি ইন-শা-আল্লাহ হবেনা।
স্বামী ব্যাপারটা মানেই হলো নিজের জিনিস।
আপনার এই আপন মানুষটার চরিত্র হেফাজতের দায়িত্ব কিছুটা না হয় আপনিও নিন!
আল্লাহর বিধান আর নবীজি (সাঃ) সুন্নাহর মধ্যেই
রয়েছে কল‍্যান বরকত রহমত শান্তি।
তাই দুনিয়ার কে কি বললো সেসব ভাবার দরকার নেই।
কুরআন সুন্নাহর বিধান মেনেই দাম্পত্য জীবন সুখে ভরিয়ে তুলুন। ইন-শা-আল্লাহ

02/09/2025

ইমান ❤️

02/09/2025

লোক টা মজা করে বলল,
আমার স্ত্রীর দুটি নামাজের ওড়না আছে,
একটা নিজের টাকায় কিনেছে।
আরেকটা আমি কিনে দিয়েছি।

একদিন অবাক হয়ে লক্ষ্য করলাম, যেদিন আমাদের দুজনের ঝগড়া হয়, সেদিন আমার কিনে দেয়া ওড়না ব্যবহারে থাকলেও, নামাজ পড়ার সময় সে আমার দেয়া ওড়নাটা খুলে, নিজের ওড়না পরে নামাজ পড়ে। অনেক কৌশল খাঁটিয়ে কারণটা বের করেছি।

স্ত্রীর বক্তব্য অনেকটা এমন।

যে আমার সাথে ঝগড়া করে, তার দেয়া ওড়না পরে নামাজ পড়ে,তাকে কেন সওয়াবের ভাগিদার বানাবো?

~শায়েখ আতিক উল্লাহ হাফি.

24/11/2024

একটা টীম তো একটা ফ্যামিলির মতোই.....

Address

Fulbaria

Telephone

+8801761151529

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যের বার্তা:

Share