Asha's Lifestyle

Asha's Lifestyle আজাইরা ইন্ট্রো দিতে আসবেন নাহ্,
সম্মান দিলে সম্মান সাথে ভালোবাসাও পাবেন।🫰🫶

কিছু মানুষ আছে যারা আপনার মাধ্যমে ভালো থাকবে, কিন্তু তাদের এটা মনে হবে না আপনাকেও তাদের ভালো রাখা উচিত।দুনিয়ার যেটা নিয...
18/06/2025

কিছু মানুষ আছে যারা আপনার মাধ্যমে ভালো থাকবে, কিন্তু তাদের এটা মনে হবে না আপনাকেও তাদের ভালো রাখা উচিত।
দুনিয়ার যেটা নিয়ম এটা চাইলেও কেউ বদলাতে পারবেনা। আজকের দিন যদি আপনার হয় কালকের দিন অবশ্যই আমার হবে।
সুতরাং আমি আমার দিন আসলে কি করব সেটা নিতান্তই আমার ব্যাপার।
তবে একটা কথা বলতে চাই, আপনাকে যদি কেউ ভালো রাখে নিজেকে কষ্ট দিয়ে হলেও ভালো রাখে, আমার মনে হয় তাকেও আপনার ভালো রাখা উচিত।
আমার রক্তে স্বার্থপরতা বেইমানি বলতে কিছু নেই। যা আছে সবটা জুড়েই ভালোবাসা কিন্তু সেটা আপনাকে হাসিল করে নিতে হবে। এখন আপনি কোনটা হাসিল করবেন সেটা আপনার ব্যাপার।❤️‍🩹🥱

১৫ জুন ২০২৫তিন বছরের বিবাহিত জীবন। বিবাহিত জীবনের কোন নির্দিষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারবে না। কারণ একেকজনের বিবাহিত জীবন এ...
15/06/2025

১৫ জুন ২০২৫
তিন বছরের বিবাহিত জীবন।
বিবাহিত জীবনের কোন নির্দিষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারবে না। কারণ একেকজনের বিবাহিত জীবন একেক রকম হয়। শুধু এক জায়গাতে মিল থাকে সেটা হল সদ্য নতুন বিবাহিত দম্পতি।
নতুন বিয়ের সময় সবার জীবন একই রকম হয়। সুখ সমৃদ্ধ আনন্দ আর হাসি খুশি জীবন। জীবনের পরিবর্তন তো তখন ঘটে যখন কয়েক বছর পার হয়ে যায়। একটা মেয়ের জীবনে বিয়ের পর যে পরিবর্তনগুলো আসে সেগুলো মেনে নেওয়া কতটা কষ্টকর সেটা শুধু সেই মেয়েই বুঝে। আমরা বাইরে থেকে যখন কারোর জীবন-যাপন দেখি তখন মনে হয় কত সুন্দর জীবন ওর মত যদি আমারও হতো, একবার ভেতর থেকে দেখা উচিত আসলেই কি তার জীবন অতটাই সুখের? সদ্য নতুন বিবাহিত জীবন আর বিয়ের ঠিক কয়েক বছর পরের জীবন এই দুইটা জীবনের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। আমি কারোর প্রতি অভিযোগ করবো না কারণ মেয়েদের জন্মই হয় এসব মেনে নেওয়ার জন্য। স্বাভাবিক আর অস্বাভাবিক বলতে যা কিছুই হোক না কেন সবকিছু মেনে নিতে হবে এটাই জীবন। যে মেয়েটা বাপের বাড়িতে সব থেকে বেশি জেদি, রাগি হয় নাহ সেই মেয়েটাই দেখবেন শ্বশুরবাড়িতে সব থেকে বেশি শান্ত হয়। বাপের বাড়িতে যে পরিস্থিতি মেনে নিতে ঐ মেয়ের অনেক বেশি জেদ রাগ দেখতে হয় বাপের বাড়ির লোকজনকে সেই মেয়েটাই দেখবেন শ্বশুরবাড়িতে কি অমায়িকভাবে সবকিছু মেনে নেয়, চুপ থাকে, এমন ব্যবহার করে যেন কিছুই হয়নি।
বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ প্রদত্ত একটা ভালোবাসা আসে, ঠিক সেরকমই বিয়ের পর একটা মেয়ের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা ধৈর্য আসে এটা আমি বিশ্বাস করি।
আল্লাহ সকল বিবাহিত মেয়েদের অনেক অনেক ধৈর্য দান করুন..❤️‍🩹

16/05/2025

আমার কাছে প্রথমে যেটা পেয়েছেন সেটা আমার ব্যবহার,✔️
কিন্তু পরে যেটা পাবেন সেটা কিন্তু আপনার'ই অর্জন।🙂

যে মানুষটা আপনাকে ভালবাসবে সে আপনার মনের খবরও রাখবে🥰মাঝে মাঝে ঘুরতে যান, ইচ্ছা মতো শপিং করুন, মন যা চায় সেটা সবার অবাধ্...
13/05/2025

যে মানুষটা আপনাকে ভালবাসবে সে আপনার মনের খবরও রাখবে🥰
মাঝে মাঝে ঘুরতে যান, ইচ্ছা মতো শপিং করুন, মন যা চায় সেটা সবার অবাধ্য হয়ে হলেও পূরণ করুন, আমার মত...💃
হ্যাঁ তাতে অবশ্য স্বামীর সাপোর্ট থাকতে হবে।👩‍❤️‍💋‍👨
আমার জীবনে এরকম কিছু নাই যেটা চাইছি কিন্তু পাইনি, শুধু একটা জিনিস বাদ দিয়ে সেটাও পূরণ হবে ইনশাআল্লাহ শুধু একটু সময় লাগবে।
সবকিছু মিলিয়ে আমি অনেক ভালো আছি। আর আমার এই ভালো থাকাকে অনেকেই হিংসা করে সেটা আমি বুঝতে পারি। কিন্তু আমি বলব অন্য কারোর ভালো থাকা দেখে আপনি কেন হিংসা করবেন? আপনিও চেষ্টা করুন আপনার সংসার নিয়ে স্বামী নিয়ে ভালো থাকার।
পারলে কখনো সময় করে আমার কাছে আসবেন স্বামীকে নিয়ে ভালো থাকার একটা টোটকা আছে সেটা আপনাকে বলে দিব 🥱🤣

মোশারফ করিম এর একটা ডায়লগ আছে নাহ, আমার এত আবেগ কেরে!এই মুহুর্তে আমার সমস্যা এই একটাই, আমার আবেগ অনেক বেশি মানে আমি হলা...
03/05/2025

মোশারফ করিম এর একটা ডায়লগ আছে নাহ, আমার এত আবেগ কেরে!
এই মুহুর্তে আমার সমস্যা এই একটাই, আমার আবেগ অনেক বেশি মানে আমি হলাম আবেগপ্রবণ একটা মেয়ে😐
আমি নিজের কষ্ট যেভাবে অনুভব করি অন্যেরটাও সেভাবেই অনুভব করি। কিন্তু আমার আবেগটা কেউ একটু অনুভব করার চেষ্টাও করে নাহ।
আমার আপনজন যারা আছে নাহ তাদের যেকোনো সমস্যা বা কষ্ট আমাকে খুব করে অনুভব করায় এই সিচুয়েশনে তার কেমন হচ্ছে।
কিন্তু আজ আমার এই আবেগটা আমার ভালো থাকা নষ্ট করছে🙂
আমার এখন একটাই প্রার্থনা আমার এই আবেগ যেন ঘৃণায় পরিণত হয়। সবাইকে ভালোবাসার বদলে যেন শুধু ঘৃণা আসে আমার মনে।
একদিন এই আবেগী মেয়েটা এত নিষ্ঠুর হৃদয়ের হয়ে যাবে যে, চোখের সামনে কেউ তড়পে তড়পে মরে গেলেও তার মনে কষ্ট লাগবে নাহ সেটা অনুভব করা তো দূরের কথা।

আবেগপ্রবণ না হয়ে কঠোর হন, জীবন সুন্দর হবে🥰❤️‍🩹

কাওকে কখনোই অন্ধের মত বিশ্বাস করবে না। আপনি আজ যাকে বিশ্বাস করছেন, কাছের মানুষ বা আপন মানুষ বা একান্তই আপনার সেই মানুষ এ...
29/04/2025

কাওকে কখনোই অন্ধের মত বিশ্বাস করবে না। আপনি আজ যাকে বিশ্বাস করছেন, কাছের মানুষ বা আপন মানুষ বা একান্তই আপনার সেই মানুষ এটা ভেবে যাকে অনুভূতিগুলো বলছেন একদিন দেখবেন সেই মানুষটাই আপনার অনুভূতিকে তার অস্ত্র বানাবে।
পৃথিবীতে ভালোবাসা বলতে সত্যিই কিছু আছে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে যায় প্রায় ৯৯ ভাগ মানুষ।
পৃথিবীটা আসলে একটা যুদ্ধ ক্ষেত্র, এখানে যদি তুমি যুদ্ধ করতে পারো তাহলে টিকে থাকতে পারবে। আর যদি তোমার মন নরম তুলতুলে আবেগি আর অতিমাত্রায় ভালোবাসা প্রবন হয়ে থাকে তাহলে মনে কর তোমার পৃথিবীতে বেশি দিন থাকা হলো না।
ভালোবাসা, আবেগ বাদ দিয়ে যুদ্ধ কর, টিকে থাকো, বেঁচে থাকো।
সে যুদ্ধ হতে পারে নিজের মনের সাথে হতে পারে অপোজিট ব্যক্তির সাথে। মনে রাখবে ভেঙে পড়লে তো হেরে গেলে। নিজেকে শক্ত রাখো তুমি জিতে যাও অন্যকে হারিয়ে দাও।

19/04/2025

I got 150 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

আপনি আমার সব সুখের উৎস...🤗আপনাকে ভালোবাসার কমতি না থাকলেও আমার অনেক কিছু বোঝার কমতি ছিল। আমি অবশ্য বুঝতে পারছিলাম না আমা...
18/04/2025

আপনি আমার সব সুখের উৎস...🤗
আপনাকে ভালোবাসার কমতি না থাকলেও আমার অনেক কিছু বোঝার কমতি ছিল। আমি অবশ্য বুঝতে পারছিলাম না আমার কোন জায়গায় আর কি বোঝার কমতি আছে। তবে এইবার বুঝতে পারছি😂
আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সাথে আর মিস বিহেভ করব না। আপনার এত এত ভালোবাসাকে আমি অনেক শ্রদ্ধা আর সম্মান করি, এখন থেকে এই ভালোবাসার যত্ন আমি করব। এতদিন আপনি করেছেন এখন আমার পালা।আপনার ব্যস্ততার সম্মান করব,আর যেটা মেইন কথা👇
আপনাকে অন্যদের দোষের শাস্তি আর দিবো না প্রিয়😔 অনেক হয়েছে এবার আমি সব পাল্টে ফেলবো। আমি সব ঠিক করবো আর কোনো ভুল হবে নাহ।

আমি কি লিখবো আমি সত্যিই জানিনা... ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ, সোজা বাকা, কি বলব আমি ? আমার কিচ্ছু বলতেও মন চাচ্ছে না আমার...
17/04/2025

আমি কি লিখবো আমি সত্যিই জানিনা...
ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ, সোজা বাকা, কি বলব আমি ? আমার কিচ্ছু বলতেও মন চাচ্ছে না আমার মনে হচ্ছে অনেক কিছু বলি, কি একটা অবস্থা আল্লাহ। আমার মন চাচ্ছে একটু 🙄 কি চাচ্ছে মন জানিনা 🤣🤣🤣
আমি যে কেমন অদ্ভুত একটা মানুষ আল্লাহ ভালো জানে🥱
তবে বাচ্চামি স্বভাবগুলো বাদ দিয়ে এবার একটু বড় হতে হবে। আমার আর ভালো মানুষ থাকা হলো না 🤣🤣
ভাই আমি গত তিনদিন যাবত একটা পোস্ট করতে চাচ্ছি, কিন্তু কি লিখব এটা ভেবে আবার পোস্ট করতে এসে ঘুরে যাচ্ছি😑 এখন যে আবার পোস্ট করতে আসছি কি লিখব কি বলবো কি বোঝাবো? কিছুই বুঝতে পারতেছি না 🤣
আমি এরকম সিচুয়েশনে আগে কখনো পরিনি যে আমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারতেছি নাহ🙃
যাই হোক যত গর্জে তত বর্ষে না, সো অলওয়েজ বি-কুল🥱

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share