
18/06/2025
কিছু মানুষ আছে যারা আপনার মাধ্যমে ভালো থাকবে, কিন্তু তাদের এটা মনে হবে না আপনাকেও তাদের ভালো রাখা উচিত।
দুনিয়ার যেটা নিয়ম এটা চাইলেও কেউ বদলাতে পারবেনা। আজকের দিন যদি আপনার হয় কালকের দিন অবশ্যই আমার হবে।
সুতরাং আমি আমার দিন আসলে কি করব সেটা নিতান্তই আমার ব্যাপার।
তবে একটা কথা বলতে চাই, আপনাকে যদি কেউ ভালো রাখে নিজেকে কষ্ট দিয়ে হলেও ভালো রাখে, আমার মনে হয় তাকেও আপনার ভালো রাখা উচিত।
আমার রক্তে স্বার্থপরতা বেইমানি বলতে কিছু নেই। যা আছে সবটা জুড়েই ভালোবাসা কিন্তু সেটা আপনাকে হাসিল করে নিতে হবে। এখন আপনি কোনটা হাসিল করবেন সেটা আপনার ব্যাপার।❤️🩹🥱