Sadia's Vlog

Sadia's Vlog Promote
(17)

একটুখানি প্রশান্তি...
27/06/2025

একটুখানি প্রশান্তি...

‘তাণ্ডব’— রিভিউএটা কি সত্যিই আমাদের দেশের সিনেমা? পর্দায় চোখ রাখতেই এমন প্রশ্ন বারবার জেগেছে মনে। ‘তাণ্ডব’ শুধু বিনোদন ন...
08/06/2025

‘তাণ্ডব’— রিভিউ

এটা কি সত্যিই আমাদের দেশের সিনেমা? পর্দায় চোখ রাখতেই এমন প্রশ্ন বারবার জেগেছে মনে। ‘তাণ্ডব’ শুধু বিনোদন নয়, এক ধাক্কা— রাষ্ট্রযন্ত্রের বুকে।

শুরুতেই আসে মুখোশধারী এক চরিত্র— গরিলার মতো ভয়ংকর মুখোশে ঢাকা, যেন জাতিসংঘের কোনো গোপন সভা থেকে উঠে এসেছে। লাইভে এসে বলে, “ওয়েলকাম টু মাই শো!” সে খোলে ‘নির্বাচন চাই গ্রুপ ইনক.’— এবং মুখোশের আড়ালে থাকা মানুষটি আর কেউ নন, শাকিব খান। এখানে তিনি কেবল নায়ক নন, বরং ভোটাধিকারহীন রাষ্ট্রের বিরুদ্ধে এক প্রতীক।

অন্যদিকে, গোলাপি কামিজে লিচু বাগানে বসে থাকা সাবিলা নূরের সংলাপ যেন গণতন্ত্রের বিজ্ঞাপন-সংস্করণের প্রতিধ্বনি। তার বলা— “মানুষ আর চাঁদাবাজদের কাছে ফিরতে চায় না…” —এতটাই নাটকীয় যে শাকিবের প্রতিক্রিয়াও হয়ে ওঠে প্রেমময় ও বিদ্রোহী। এই প্রেম নিছক রোমান্স নয়, এক রাষ্ট্রীয় ‘অপরাধ’।

নিশো প্রবেশ করেন কালবৈশাখির মতো, চোখে আগুন, হাতে ইভিএম— এবং বলেন, “মহাজনের বিকল্প নাই!” আর তখন থেকেই শাকিব বনাম নিশো দ্বন্দ্বে নামে দেশব্যাপী ‘অপারেশন’।

সিয়াম আহমেদ, একচোখা রহস্যময় চরিত্রে, যেন দক্ষিণী ‘রোলেক্স’-এর ছায়া হয়ে হাজির। তার সংলাপ— “এক চোখ রাষ্ট্রীয় মিডিয়াকে ডোনেট করেছি”— সিনেমার সবচেয়ে তীক্ষ্ণ ব্যঙ্গগুলোর একটি।

সবশেষে, লিচু বাগান, প্রেম, বিয়ে, চেয়ারের ভাগবাটোয়ারা, এবং জয়া আহসানের আগমনে গল্প নেয় নতুন মোড়। সোয়াত ইউনিট, রাষ্ট্রদ্রোহের অভিযোগ, ঈদের নামাজে গোপন মিশন— এসব মিলিয়ে ‘তাণ্ডব’ হয়ে দাঁড়ায় এক কাব্যিক, বিদ্রুপে মোড়া রাজনৈতিক ট্র্যাজেডি।

স্পয়লার আর নয়। জানার জন্য যেতে হবে সিনেমা হলে। কারণ ‘তাণ্ডব’ শুধু সিনেমা নয়, এটা এক রাজনৈতিক স্যাটায়ার, যা গণতন্ত্রকেও রূপ দিয়েছে থ্রিলারে।

সম্ভবত খুব শীঘ্রই আসছে— ‘তাণ্ডব ২: মহাজন রিটার্নস’।

#তাণ্ডব

07/06/2025

তান্ডব শুরু হয়ে গেছে!!👇
Shakib Khan Sabila Nur

07/06/2025

তান্ডব শুরু হয়ে গেছে

বিস্তারিত কমেন্টে

04/06/2025

কারো কাছে ভালো খিচুড়ির ছবি থাকলে ইনবক্সে দিয়েন, স্টোরি দিবো। 🥱

04/06/2025

আচ্ছা, নেতারা মোবাইল আর মানিব্যাগ হাতে নিয়ে হাঁটে কেন? 🤔

04/06/2025

তুমি আমার পাশে ছিলে বলেই হয়তো আজ শহরে সব থেকে সুন্দর বৃষ্টি নেমেছিল। 🌧🤍

04/06/2025

তোমাকে ছাড়া ঈদ করব, এটাও তো একটা কুরবানী। 🙂

04/06/2025

আমার সোয়ামি বলছিল, তাকে স্বামী হিসেবে সম্মান দেই না। এখনো বয়ফ্রেন্ড ভাবি। তাই দুইদিন যাবৎ কথায় কথায় সালাম দিচ্ছি আর স্বামী বলে সম্বোধন করে কথা বলছি। এখন আবার সে বয়ফ্রেন্ড হতে চাচ্ছে।
পুরুষ মানুষ যে আসলে কী চায়;

~ইলমা বেহরোজ আফু

04/06/2025

লোকলজ্জায় বলতে পারিনা শুধু মেয়নিস দিয়েই আমি দুই তিনটা নান খেতে পারি। হোটেলওয়ালার ব্যবসার কথা চিন্তা করে নানের সাথে গ্রিল অর্ডার করি৷

04/06/2025

বাবা বলেছিলেন যার হাত ধরে হাঁটবি একবার হোঁ'চট খেয়ে দেখে নিবি কতটা মজবুত তার হাত।এখন আমার সামনের দুটো দাঁত নাই! 😑

04/06/2025

হ্যাঁ, এটাই আমাদের নতুন বাংলাদেশ ❤️

Address

Fulbaria

Telephone

+8801717055642

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia's Vlog:

Share