Tmr_Arif

Tmr_Arif আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন🤲

আমেরিকাকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের হুশিয়ারী..আমে.রিকা তুমি ভিয়েতনামে ১১ বছর যু.দ্ধ করে লেজ গুটিয়ে পালিয়ে গেছো,আফ.গা...
22/06/2025

আমেরিকাকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের হুশিয়ারী..
আমে.রিকা তুমি ভিয়েতনামে ১১ বছর যু.দ্ধ করে লেজ গুটিয়ে পালিয়ে গেছো,আফ.গানিস্তানের সাথে ২০ বছর যুদ্ধ করে বিড়ালের মত পালিয়ে গেছো।আমেরিকা এবার ইরানের সাথে যুদ্ধ করে কিভাবে পালাবে?এই প্রশ্ন সবার? কারন,আফগানিস্তানে এবং ভিয়েতনামে লাখ লাখ মার্কিন সেনার মৃত্যু হয়েছে।আমেরিকার বিলিয়ন মার্কিন ডলারের অপচয় হয়েছে। হাজার হাজার সম… রাস্ত্র রেখে গেছেন। অহংকার কমাও নইলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সারা পৃথিবীর মার্কিন সম্পদ ও নাগরিকরা ইহু.দিদের মতই অরক্ষিত হয়ে পড়বে।সুন্দর পৃথিবীর জন্য আমেরিকার প্রয়োজন নাই, আমেরিকা ছাড়াই পৃথিবী চলবে।
—কিম জং উন,প্রেসিডেন্ট, উত্তর কোরিয়া।

জাতীয় বেঈমান বিএনপি এবং জাতীয় বিশ্বাস ঘাতক "মির্জা ফখরুল "৫ অগাস্টের পর বিএনপির কর্মকাণ্ড।📌সংস্কারে আপত্তি। 📌চুপ্পুকে সর...
21/01/2025

জাতীয় বেঈমান বিএনপি এবং জাতীয় বিশ্বাস ঘাতক "মির্জা ফখরুল "

৫ অগাস্টের পর বিএনপির কর্মকাণ্ড।

📌সংস্কারে আপত্তি।

📌চুপ্পুকে সরানোতে আপত্তি।

📌ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি।

📌আ'লীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি।

📌 ৭২ এর সংবিধান বাতিলে আপত্তি।

📌দেশপ্রেমিক ফিরোজ কে বহিষ্কার করল বিএনপি।

📌ওসি নেজাম ঘটনায় শহীদুল ইসলাম কে বহিষ্কার।

📌চিম্ময়কে গ্ৰেফতারে আপত্তি।

📌ইসকন কে নিষিদ্ধের আপত্তি।

📌আইনজীবী সাইফুল হত্যার নেই কোন বিবৃতি।

📌 আইনজীবীর জানাজায় অনুপস্থিত বিএনপি।

📌নির্বাচন দেরিতে হলে আপত্তি করল বিএনপি।

📌 প্রথম আলো/ডেইলি ষ্টার
পক্ষে নিল বিএনপি।

📌 জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট মানতে আপত্তি।

📌 অভ্যুত্থান কে বিপ্লবী ঘোষণায় আপত্তি।
কপি

15/01/2025
01/12/2024

Opps sory 🙏

゚viralシ

আর নিশ্চয়ই মুহাম্মদ (সা:) সত্যবাদী।বিজয় আমাদের'ই হবে,  ইনশাআল্লাহ!❤‍🔥  ゚viralシ
01/12/2024

আর নিশ্চয়ই মুহাম্মদ (সা:) সত্যবাদী।

বিজয় আমাদের'ই হবে, ইনশাআল্লাহ!❤‍🔥 ゚viralシ

ফরিদপুরী, মাওলানা শামসুল হক (১৮৯৬-১৯৬৯)  শিক্ষাবিদ, সুফি ও সমাজসংস্কারক। ১৩০২ বঙ্গাব্দের (১৮৯৬) ২ ফাল্গুন গোপালগঞ্জ (বৃহ...
01/12/2024

ফরিদপুরী, মাওলানা শামসুল হক (১৮৯৬-১৯৬৯) শিক্ষাবিদ, সুফি ও সমাজসংস্কারক। ১৩০২ বঙ্গাব্দের (১৮৯৬) ২ ফাল্গুন গোপালগঞ্জ (বৃহত্তর ফরিদপুর) জেলার টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষগণ প্রায় তিনশ বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন। তাঁর পিতা মুন্সি আব্দুল্লাহ্ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে এবং পিতামহ চেরাগ আলী সৈয়দ আহম্মদ বেরেলভির সঙ্গে শিখ-ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন।

শামসুল হক ১৯২০ সালে কলকাতা মাদ্রাসা থেকে ম্যাট্রিক পাস করে কয়েক বছর পর সাহারানপুর মাদ্রাসা থেকে উচ্চতর শিক্ষাগ্রহণ করেন। মাওলানা থানভীর নিকট তিনি ইলমে তাসাউফ শিক্ষালাভ করেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসা (১৯৩০-৩৫) এবং বড় কাটরার আশরাফুল-উলম মাদ্রাসায় (১৯৩৬-৫০) হাদিস শিক্ষা দেন।

শামসুল হক আজীবন সমাজসেবা ও সমাজসংস্কারমূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি ‘লালবাগ আমি’আ কুরআনিয়া আরবিয়া’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল (১৯৫০-৬৮) ছিলেন। ইসলামি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তিনি ‘খাদেমুল-ইসলাম জমা‘আত’ (১৯৪০) এবং খ্রিস্টান মিশনারিদের প্রতিরোধকল্পে ‘আঞ্জুমান-ই-তাবলিগু‘ল-কুরআন’ (কুরআন প্রচার সমিতি) প্রতিষ্ঠা করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন ও পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ইসলামি গবেষণাগার ‘ইদারাতু‘ল-মা‘আরিফ’ প্রতিষ্ঠা তাঁর একটি উল্লেখযোগ্য কাজ।

শামসুল হক শতাধিক পুস্তক রচনা ও অনুবাদ করেন। সেগুলির মধ্যে হক্কানী তফসীর, জীবনের পরিচয়, চরিত্র গঠন, বেহেশতী জেওর, তবলীগে দ্বীন, বুখারী শরীফ ইত্যাদি উল্লেখযোগ্য। ১৯৬৯ সালের ২১ জানুয়ারি তাঁর মৃত্যু হয় এবং তিনি স্বগ্রামে সমাহিত হন। [মোঃ রুহুল আমীন]

29/08/2024

W/s
17/05/2024

W/s

Address

Fulbaria

Telephone

+8801617996266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tmr_Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tmr_Arif:

Share