13/09/2024
আত্মহত্যা করার সহজ উপায় কি?
পুরোটা পড়বেন 🙃💝
প্রথমে একবোতল পানি এবং দুইটা গ্লাস নিন।এরপর এক চিমটি লবন এবং এক চিমটি চিনি নিন।রুমের দরজা বন্ধ করে দিন।একটি চেয়ার নিয়ে রুমের মাঝখানে বসুন।এইবার দুইটা গ্লাসে অর্ধেক অর্ধেক করে পানি নিন।এইবার একটা গ্লাসের পানিতে লবন মিশান এবং আরেকটা গ্লাসের পানিতে চিনি মিশান।এইবার চিনির পানি থেকে একটু মুখে নিয়ে টেস্ট করুন। আপনার কাছে অনেক মিষ্টি লাগবে।ধরে নিন এই চিনির পানি হচ্ছে আপনার জীবনের আনন্দ,আপনার সুন্দর সময়গুলো,।কিন্তু এই চিনির পানির টেস্ট আপনার কাছে অতটা ভালো লাগবেনা।ঠিক যেমনি সুখী জীবনেও আপনি আস্তে আস্তে বোরিং হতে থাকবেন।এইবার লবন পানি মিশানো গ্লাস থেকে একটু পানি টেস্ট করুন।আপনার কাছে কড়া লাগবে।ধরে নিন এই লবন পানি হচ্ছে আপনার জীবনের দুঃখ এবং কষ্টের মূহুর্তগুলি।কিন্তু এই কড়া পানিও আপনার কাছে ভালো লাগবেনা।ঠিক যেমনি জীবনে কষ্ট অশান্তি আপনার জীবনকে বোরিং করে তুলে।এইবার এক কাজ করুন।চিনির পানির গ্লাসে লবন পানি গুলো ঢেলে দিন।চামচ দিয়ে একটু নাড়ুন।এইবার পানিগুলো একটু টেস্ট করুন। আগের বারের চেয়ে পানির টেস্ট ভালো হবে এবং এক গ্লাস পারফেক্ট লবন চিনির শরবত তৈরি হবে।আমাদের জীবনটাও ঠিক এই লবন চিনির কম্বিনেশনের মত।জীবনে সুখ দুঃখ বাজে সময় থাকবেই।সুখ দুঃখ সমস্যা সমাধান মিলেই তো জীবন।ঠিক লবন এবং চিনির মত।এইবার চেয়ারে বসে আরো কিছুক্ষন ভাবুন।ভাবতে থাকুন।