Md Shadhin Alam

Md Shadhin Alam Humanity is everything

28/03/2023

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মু’মিনদের নারীদেরকে বলে দাও- তারা যেন তাদের চাদর নিজেদের (মুখের) উপর নামিয়ে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

রেফারেন্সঃ
সূরা আল-আহজাবঃ ৫৯
সূত্রঃ তাফসীরে তাওযীহুল কুরআন

পাদটীকাঃ
এই আয়াত থেকে স্পষ্টই প্রমাণিত হয়, নারীর চেহারাও তার পর্দার অন্তর্ভুক্ত। বেগানা ও গায়রে মাহরাম পুরুষের সামনে চেহারা খোলা রাখার কোন সুযোগ নেই।

24/03/2023

ইফতার কি আযান হলে করতে হয়?
সূর্য ডুবলো নাকি ডুবলো না, তার জন্য আমরা অপেক্ষা করি না। আমরা অপেক্ষা করি আযানের জন্য। কারণ আমাদের ধারণা, আযান হলে ইফতার খেতে হয়। অথচ আযানের সাথে ইফতারের কোন সম্পর্কই নেই।
রাসুল (ﷺ) বলেছেন, সূর্য যখনই অস্ত যাবে, সায়েম (সিয়াম পালনকারী) তখনই ইফতার করবে।" [বুখারী ২৯৫৪, মিশকাত ১৯৮৫]
____________________________
সময় হওয়ার সাথে সাথে শীঘ্র ইফতার করা নবুঅতের একটি আদর্শ। মহানবী (ﷺ ) বলেন,‘‘তিনটি কাজ নবুয়তের আদর্শের অন্তর্ভুক্ত; জলদি ইফতার করা, দেরী করে (শেষ সময়ে) সেহরী খাওয়া এবং নামাযে ডান হাতকে বাম হাতের উপর রাখা।’’ [ত্বাবারানী, মু’জাম, মাজমাউয যাওয়ায়েদ ২/১০৫, সহীহুল জামেইস সাগীর, আলবানী ৩০৩৮নং]

অথচ, দুঃখজনক হলেও সত্য যে, আমরা সূর্যাস্তের ৩/৪ মিনিট পরে সতর্কতামূলক ইফতার করে থাকি, যা রাসূলুল্লাহ (ﷺ) এর আদেশের স্পষ্ট বিপরীত।
____________________________
আদম (আ) এর সময় থেকে শুরু করে সব যুগের সব নবী-রাসুলরাই ইফতার করেছেন বিনা আযানে। আসলে রাসূলুল্লাহ (ﷺ) ছাড়া কোনো নবী-রাসূলের যুগে তো আযানই ছিলনা।

👉আযানের সূচনা হয়েছে সিয়াম (রোজা) শুরুর অজস্র বছর পরে।
বাস্তবতা হচ্ছে , রাসূলুল্লাহ (ﷺ ) রাসূল হওয়ারও প্রায় ১০/১২ বছর পরে সালাতের আদেশ পেয়েছেন। এরও কিছুদিন পরে তিনি মদিনায় হিজরত করেছেন। তারও কিছুদিন পরে শুরু হয়েছে আযান। উদ্দেশ্য ছিল একটাই - সবাইকে একসাথে সালাতে আহবান করা, ইফতার খাওয়া নয়।
____________________________
আযানের সূচনা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বলেনঃ "মুসলমানরা মদিনায় আসার পর একত্রিত হয়ে নির্দিষ্ট সময়ে সালাত পড়ে নিত। এ জন্য কেউ আযান দিত না।"
একদিন তারা ব্যাপারটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করল। তাদের একজন বলল, নাসারাদের নাকূসের অনুরূপ একটা নাকূস (শঙ্খ) ব্যবহার কর। তাদের অপরজন বলল, ইহুদীদের শিঙ্গার অনুরূপ একটি শিঙ্গা ব্যবহার কর। উমার (রাঃ) বললেন, তোমরা সালাতের জন্য আহবান করতে একটি লোক পাঠাওনা কেন?

রাসূল (ﷺ) বললেন, "হে বিলাল! উঠো এবং সালাতের জন্য ডাক দাও (আযান দাও)।" [গ্রন্থঃ সহীহ মুসলিম, অধ্যায়ঃ ৪/ কিতাবুস স্বলাত হাদিস নম্বরঃ ৭২৩, ইফা]
____________________________
বাড়ির পাশের ২/৩ টা মসজিদে খোঁজ নিলেই জানতে পারবেন যে, রমজান মাসে মুয়াজ্জিনরা আগে ইফতার মুখে নেন, তারপরে আযান দেন। এখন প্রশ্ন হচ্ছে মুয়াজ্জিনরা কার আযান শুনে মুখে ইফতার নেন?
আসলে আযান শুনে না, তাঁরা মুখে ইফতার নেন সূর্য ডোবার সাথে-সাথে। মুয়াজ্জিনরা যদি আযান শেষ করে ইফতার করতে যান, তাহলে অনেক দেরি হয়ে যাবে। প্রায় ২, ৩ বা ৪ মিনিটের ব্যবধান হয়ে যাবে।
____________________________
কিন্তু রাসুল (ﷺ ) বলেছেন, "তত দিন মানুষ কল্যানের মধ্যে থাকবে যত দিন মানুষ দ্রুত ইফতার করবে।" [বুখারী ১৯৫৭; মুসলিম ২৬০৮; আহমাদ ২২৮২৮]
সুতরাং কল্যানের মধ্যে থাকতে চাইলে অবশ্যই দ্রুত ইফতার করতে হবে।
ইন্টারনেটে Sunset Today লিখলেই পেয়ে যাবেন আজকের সূর্যাস্তের সময়। অথবা আজকের সংবাদপত।

😃
20/02/2023

😃

29/10/2022

জীবনে কম পেলে বাড়ে হিংসা আর বেশি পেলে বাড়ে অহংকার ,বড়ই কঠিন ভারসাম্য রাখা !

23/10/2022

ঠিক এই মুহূর্তে যদি আপনি মারা যান, তবে কত জন মানুষ আপনার জন্য আল্লাহর নিকট হাত তুলে দু'আ করবে?

উত্তরটাতে অনেক কিছু লুকিয়ে আছে। মানুষের সাক্ষ্যের মাধ্যমেও জান্নাত-জাহান্নামের ফয়সালা হয়। আসুন! অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো হাদিস জেনে নেই।

কুরাইব থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, ইবনে আব্বাস (রা.) এর সন্তানদের একজন ধারালো ছুরির আঘাতে অথবা নির্যাতনের কারণে মারা যায়, তিনি বললেন, হে কুরাইব, দেখো তো কি পরিমাণ মানুষ তার জন্য জমায়েত হয়েছে? সে বললো, আমি বের হয়ে দেখলাম তার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে। আমি তাকে সংবাদ দিলাম।

তিনি বললেন, তুমি বলছো তারা চল্লিশ জন হবে? সে বললো, হ্যাঁ। তিনি বললেন, তাকে বের করো। কারণ, আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি, “কোন মুসলিম ব্যক্তি যখন মারা যায়, অতঃপর তার জানাযার জন্য এমন চল্লিশ জন লোক দাঁড়ায়, যারা কেউ আল্লাহর সাথে শিরক করে না, তবে আল্লাহ তার ব্যাপারে তাদের সুপারিশ অবশ্যই গ্রহন করবেন।”

[মুসলিম হা/৯৪৮]

আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকেরা একটি জানাযা নিয়ে গেলো, অতঃপর তারা মৃত ব্যক্তির প্রশংসা করলো। রাসূল (ﷺ) বললেন, অবধারিত হয়ে গেলো। কিছুক্ষণ পর তারা আরেকটি জানাযা নিয়ে গেলো, এবার তারা মৃত ব্যক্তির দুর্নাম করলো।

তিনি বললেন, অবধারিত হলে গেলো। ওমর (রা.) বললেন, কি অবধারিত হলো? তিনি বললেন, এ ব্যক্তির তোমরা প্রশংসা করেছো, তাই তার জন্য জান্নাত অবধারিত হলো। আর তার তোমরা দুর্নাম করেছো, তাই তার জন্য জাহান্নাম অবধারিত হলো। এ পার্থিব জগতে তোমরা আল্লাহর সাক্ষী।”

[বুখারি হা/১৩৬৭, মুসলিম হা/৯৪৯]

রাসূল (ﷺ) এর শেষ কথাগুলো আবার পড়ুন-
"এ ব্যক্তির তোমরা প্রশংসা করেছো, তাই তার জন্য জান্নাত অবধারিত হলো। আর তার তোমরা দুর্নাম করেছো, তাই তার জন্য জাহান্নাম অবধারিত হলো। এ পার্থিব জগতে তোমরা আল্লাহর সাক্ষী।"
মানুষের ভালবাসা অর্জনের উপায় দুটো। (এক.) আল্লাহর আনুগত্য করা; ফলে, তিনি মানুষের মনকে আল্লাহর আনুগত্যকারীর দিকে ঝুঁকিয়ে দেন, তাই তারা তাকে ভালবাসে। [এ ব্যাপারে সহিহ হাদিস আছে]।

(দুই.) মানুষের সাথে উত্তম আচরণ করা, তাদের কল্যাণ কামনা করা ইত্যাদি।

রাসূল (ﷺ) বলেন, ‘জাহান্নামের আগুন কোন ব্যক্তির জন্য হারাম আমি কি তোমাদের তা জানাব না?’ লোকরা বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, ‘প্রত্যেক নরম, কোমল সহজ-সরল স্বভাবের মিশুক ব্যক্তি।’

(তিরমিযি)

প্রশ্নটি আবার করি-

ঠিক এই মুহূর্তে যদি আপনি মারা যান, তবে কত জন মানুষ আপনার জন্য আল্লাহর নিকট হাত তুলে দু'আ করবে?

আসুন! আমরা ভাবি! নিজেদের জন্য চিন্তা করি। জান্নাত কিংবা জাহান্নাম- আমার নিজের আমলই আমাকে এ দুটোর কোনো একটিতে নিয়ে যাবে।

Collected

21/10/2022

▪️ভাগ্যিস গুনাহ গন্ধহীন!! নয়তো পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধময় ডাস্টবিনটা আমি-ই হতাম। 😢

▪️ভাগ্যিস গুনাহ বর্ণহীন!! নয়তো পৃথিবীর সবচেয়ে বিবর্ন চেহারাটা আমার-ই হতো৷😔

আল্লাহুম্মাগফিরলি!

সময় টিভি কোনো কপিরাইট করেনাই,,এবং নিজেদের চ্যানেলের সার্চও বাড়ানোর কৌশল অবলম্বন করেনাই!এইটা প্রমোশন হচ্ছে পুরোই ইথেরিয়াম...
16/10/2022

সময় টিভি কোনো কপিরাইট করেনাই,,এবং নিজেদের চ্যানেলের সার্চও বাড়ানোর কৌশল অবলম্বন করেনাই!

এইটা প্রমোশন হচ্ছে পুরোই ইথেরিয়ামের! এর জন্য ইথেরিয়াম সময় টিভিকে বড় একটা এমাউন্ট দিচ্ছে যা সময় টিভির ইনকামের চেয়েও কয়েক গুন! কারণ ইথেরিয়ামের টার্গেট যদি দেশের বড় চ্যানেলে তারা হ্যকিং সিস্টেমে প্রমোশন করে তাহলে লক্ষ লক্ষ মানুষ ইথেরিয়াম সম্পর্কে ইন্টারেস্টেড হবে। ইউটিউবে এখন সার্চ করেন দেখতে পারবেন,, ইথেরিয়াম লাইভ টাইটেল দিয়ে অনেক ভিডিও লাইভ চলতেছে,,,যেগুলোতে লাইভ ভিউস 20/30 হাজার পর্যন্ত!

এমন ঘটনা এটাই প্রথম না,,৪,৫ মাস আগে ঈগল মিউজিক কে দিয়েও সেইম বিজনেস করা হয়েছিলো।

ইন্ডিয়ান একটা বড় চ্যানেলেও এরকম হতে দেখেছি

সময় টিভি সিএমএস এ করানো,,,চাইলে ইউটিউব কে ক্লেম করে ১ ঘন্টার মধ্যেই রিকোভারী করতে পারে, কেন করছেনা একটু বুইঝেন।

15/10/2022
14/10/2022
12/10/2022

কুকুর পাললে আপনি স্মার্ট,
আর গরু পাললে ক্ষেত। যারা এমনটা মনে করে তারা গরুর দুধের চা বাদ দিয়ে কুত্তার দুধের চা খাইয়েন! ধন্যবাদ।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Md Shadhin Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shadhin Alam:

Share