The Ibrahim Family Vlogs

The Ibrahim Family Vlogs Hey everybody! We vlog on everything and anything that spikes any hint of interest in us!

21/07/2025

১/ প্রাইমারী সেকশন নাকি ছুটি হয়ে গিয়েছিল। যেই বাচ্চাগুলো মারা গেছে তারা স্কুল শেষে কোচিং এর জন্য বসে ছিল। স্কুলের পর নাকি কোচিং করতে হয়, তাও স্কুলের ভেতরেই৷

২/ যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের। তাও রাশিয়ান বিমানের চাইনিজ রেপ্লিকা।

৩/ পুরো উত্তরায় কোন বার্ণ ইউনিট নেই।

৪/ বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

৫/ ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন উতসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। জনতার ভীড়ে ফায়ার সার্ভিসও ঠিকঠাক ভেতরে ঢুকতে পারে নাই।

৬/ আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৭/ মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৮/ উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৯/ বার্ণ ইউনিটে বিভিন্ন রাজনৈতিক নেতারা "খোজ" নিতে গিয়েছেন, সাথে বিশাল দলবল নিয়ে। সাংবাদিকদের কান্নাজড়িত গলায় সাক্ষাতকার দিচ্ছেন।

জ্বি, আমাদের দেশটা এমনই! আমরা এমনই!

এই জঘন্য দেশের সবচেয়ে কোমলমতি নিষ্পাপ বাচ্চাগুলোই এমন দুর্ভাগ্য বরণ করলো! দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

Collected

21/07/2025

এই যে মানুষগুলা কিছু হলেই একটা ফোন বের করে ভিডিও করা শুরু করে,রাস্তা না দিয়ে! তারা কি এটা ভাবে না তাদের জন্য যারা হেল্প করার ট্রাই করতেসে তার যেতে পারছে না!!!তাদের কি বিবেক নাই?একটা বাচ্চা কে দেখলাম পুরা শরীর ঝোলসানো।।মানুষ বাচ্চাটাকে হেল্প না করে ভিডিও করেই যাচ্ছে।।কেন রে ভাই এত বিবেকহীন কিভাবে হয় মানুষ??

এই বাচ্চাটিকে কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যা...
21/07/2025

এই বাচ্চাটিকে কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন - ০১৮১১৬৯৬০৩৩ / 01811696033

21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্ত!!

09/07/2025

Pretty little baby থেকে হুট করে মেয়েগুলো সব হুসনে আর গুলবাহার হয়ে গেলো 😑😑😑🤣🤣🤣

21/06/2025

আম্মু বলসে হলুদ দিয়ে ভিডিও করা যাবে না।।তাই হলুদ ম্যাংগো জুস দিয়ে ভিডিও করলাম

11/06/2025

ছাগল কেনা গরু কেনা থেকে অনেক কঠিন কাজ। আল্লাহ আমাদের সকলের কুরবানী কবুল করুক

09/06/2025

মধুর কন্ঠে নাতে রাসুল (সাঃ) পরিবেশন করছেন বাচ্চার পার্ট ২ ❤️❤️❤️❤️

09/06/2025

মধুর কন্ঠে নাতে রাসুল (সাঃ) পরিবেশন করছেন বাচ্চারা❤️❤️❤️❤️

31/05/2025

দিয়াবারি গরুর হাট । Diabari Gorur haat 2025

16/04/2025

কুমিল্লার বিখ্যাত ছন্দু হোটেলের গরুর মাংস খেয়ে আসলাম ভাই ব্রাদার সহ।

#ছন্দু হোটেল #কুমিল্লা #গরু #মাংস

Eid Mubarak everyone ✨🌙🌃🎊💖
31/03/2025

Eid Mubarak everyone ✨🌙🌃🎊💖

Address

Fulbaria

Telephone

+8801776382209

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Ibrahim Family Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share