Dreams of arifa

13/08/2025

আলগা পিরিতি আর অভার এক্টিং করা মানুষকে আমার বরাবরি অপছন্দ লাগে।😎😎

সবাই আমার ভালোবাসা নিবেন🫶 সবার জন্য শুভকামনা রইল শুভ রাত্রি প্রিয় বন্ধুরা
12/08/2025

সবাই আমার ভালোবাসা নিবেন🫶
সবার জন্য শুভকামনা রইল
শুভ রাত্রি প্রিয় বন্ধুরা

11/08/2025

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

১️⃣ রা'গ কমান:
দুইজন কখনো একসাথে রে'গে যাবেন না। একজন রে'গে গেলে আরেকজন শান্ত থাকবেন।

২️⃣ সঙ্গ কাটান:
একসাথে সময় কাটানোর জন্য পরিকল্পনা করুন—মুভি দেখা, রান্না করা, শপিং করা। দিনেও এক বেলা টেবিলে একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৩️⃣ ক্ষমাশীল হোন:
ইগোকে দূরে রেখে ক্ষমা চাওয়াটা শিখুন। ক্ষমা মন থেকে হবে, এতে সম্পর্ক মজবুত হয়।

৪️⃣ অতীত ভুল ভুলবেন:
অতীতের ভুল নিয়ে বারবার আলোচনা করবেন না, খোঁ'টা দিবেন না। বর্তমান সুন্দর করলে ভবিষ্যতও হবে সুন্দর।

৫️⃣ পরস্পরের সম্মান করুন:
পার্টনারকে ছোট করে কথা বলা বা মানুষের সামনে মজা করেও আ'ঘাত দেওয়া যাবে না। বরং বেশি বেশি প্রশংসা করুন।

৬️⃣ একটি টিম হোন:
আপনারা এক টিম। একে অপরের স্বপ্ন ও কাজকে সাপোর্ট করুন, সাহায্য করুন। তার সাফল্য আপনার সাফল্য।

৭️⃣ ঝ'গড়া স্বাভাবিক:
রা'গারা'গি ও ঝ'গড়া হবে, এটাকে স্বাভাবিক ভাবুন। দিনের শেষে মাথা ঠান্ডা করে সব ভুলে শান্তিতে দিন শেষ করুন।

৮️⃣ ব্লেম গেম নয়:
নিজের ভুল আগে স্বীকার করুন, নিজের কোথায় ভুল আছে খুঁজে বের করুন।

৯️⃣ ইচ্ছাশক্তি:
একই মানুষটির সঙ্গে দীর্ঘকাল কাটানোর ইচ্ছা থাকতে হবে। মন যদি অন্যদিকে যায়, তবে সম্পর্ক সফল হবেনা।

১০⃣ স্বচ্ছতা বজায় রাখুন:
গোপনীয়তা নয়, দুইজনের মাঝে খোলা বইয়ের মতো স্বচ্ছতা থাকুক।

---

সুখী দাম্পত্যের চাবিকাঠি — ভালোবাসা, বিশ্বাস আর সম্মান।
😊💖

তালের পিঠা প্রথমবার বানিয়েছি 😋😋😋😋
05/08/2025

তালের পিঠা প্রথমবার বানিয়েছি 😋😋😋😋

আচ্ছা...ঘুমিয়ে পড়লাম..🫣😴 অপু বিশ্বাস পোস্ট দিলে ডাক দিয়েন😆😆
03/08/2025

আচ্ছা...ঘুমিয়ে পড়লাম..🫣😴 অপু বিশ্বাস পোস্ট দিলে ডাক দিয়েন😆😆

22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!

💥 ঈদ উপলক্ষে এক বিশাল মূল্য ছাড়💯 ১০০% কালার গ্যারান্টি💯 ১০০% সুতি কাপড়👉কামিজ: ২.৭৫ গজ👈👉সালোয়ার:২.৫ গজ👈👉ওড়না:২.৫গজ বা ৫হ...
05/03/2024

💥 ঈদ উপলক্ষে এক বিশাল মূল্য ছাড়

💯 ১০০% কালার গ্যারান্টি
💯 ১০০% সুতি কাপড়
👉কামিজ: ২.৭৫ গজ👈
👉সালোয়ার:২.৫ গজ👈
👉ওড়না:২.৫গজ বা ৫হাত👈
👉হাতা আলাদা দেওয়া আছে👈
👉৪৮" লং ফ্রি সাইজ বডি 👈
👉সেলোয়ার ২.৫ গজ 👈
👉ওরনা ৫ হাত +👈

📩 আপনি যদি অর্ডার করতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের পণ্যের ছবি অথবা নাম্বার, আপনার পূর্ণ ঠিকানা এবং নম্বর ইনবক্স করুন।

🛵সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হয়

📢সিল্ক বাটিক থ্রি পিস!খুবই সুন্দর থ্রি পিস গুলো.....❇️অফিস কিংবা ইউনিভার্সিটি সব জায়গায় নিজেকে সাজিয়ে তুলুন আপন রুচিত...
06/11/2023

📢সিল্ক বাটিক থ্রি পিস!
খুবই সুন্দর থ্রি পিস গুলো.....

❇️অফিস কিংবা ইউনিভার্সিটি সব জায়গায় নিজেকে সাজিয়ে তুলুন আপন রুচিতে ।।।

✴️ লম্বাঃ 48 ইঞ্চি লং
✴️ ওড়না ৫ হাত
✴️ জামা: সিল্ক
✴️ ওড়না: সিল্ক
✴️ সালোয়ার কটন কাপড় 2.5 গজ
✴️ হাতা আলাদা।

🌺রুচিসম্মত ড্রেস হোক আপনার প্রতিদিনের সঙ্গী

📩অর্ডার করার জন্য Message করুন

Address

Fulbaria

Website

https://www.facebook.com/megh.konna.33483

Alerts

Be the first to know and let us send you an email when Dreams of arifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share