
22/07/2025
আমার কোনো সন্তান নেই,আমি এখনো মা হইনি,তবে আল্লাহ চাইলে আমিও একদিন মা হবো,🤲কিন্তু আমি একজন মায়ের সন্তান,আমার মাকে সেই ছোট থেকে দেখে এসেছি আমাদের একটু কিছু হলে কেমন করতো,স্কুল থেকে দেরি করে বাসায় ফিরলে কেমন ছটফট করতো,বাসায় ফিরলে যেন আমার মার বুকে আত্মা ফিরে আসতো,আসতে না আসতেই খাবার বেড়ে দিতো সামনে,মা মনে করতো কতো হ্মুদা জানি আমার লাগছে,😭আজকে আমি সেই দিন গুলো ফিল করতে পারছি,😭আমার মার মতো সব মায়েরা বুঝি এমন আশাই ছিল যে কখন তার আদরের ছোট্ট সন্তান টা বাড়ি আসবে,তাকে আদর করে খাওয়াই দিয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দিবে,😭কিন্তু তা আর হলো না,সন্তান ফিরার বদলে ফিরলো বাসায় তার আদরের ছোট্ট সন্তানের পোড়া দেহ,😭😭আহা কি যন্ত্রণা,আমার বুকটা কেঁপে উঠে,আমার বাসা থেকে পাঁচ মিনিট লাগে যেতে কিন্তু আমি গেলে এমন দৃশ্য দেখলে সহ্য করতে পারবো না তাই আমার হাসবেন্ড নিয়ে যায় নি,আল্লাহ গো মাফ করো তুমি আমাদের সকলকে,হেফাজত রাখো সকলকে,যে সকল মায়ের বুক কালকে খালি হলো তুমি তাদের মনটা শান্ত করে দেও খোদা😭সকল নিশ্পাপ শিশু গুলোকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো,😭আমি আর কিছু লিখতে পারতাছিনা,আমার দুচোখ দিয়ে অজুরে পানি পড়ছে,আর কোনো ভাষা নেই আমার শুধু দোয়া ছাড়া।🤲🤲😭😭