Mitu\\

Mitu\\ °ヅ༊𝐑𝐞𝐚𝐥 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐈𝐬 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐚𝐡𝐚𝐯𝐢𝐨𝐫..𝐍𝐨𝐭 𝐘𝐨𝐮𝐫 𝐅𝐚𝐜𝐞🥀🌿🦋
༄༊༉আসল সৌন্দর্য তোমার আচরণ..তোমার চেহারা নয়🌺🍀🖤
°..

আমার কোনো সন্তান নেই,আমি এখনো মা হইনি,তবে আল্লাহ চাইলে আমিও একদিন মা হবো,🤲কিন্তু আমি একজন মায়ের সন্তান,আমার মাকে সেই ছোট...
22/07/2025

আমার কোনো সন্তান নেই,আমি এখনো মা হইনি,তবে আল্লাহ চাইলে আমিও একদিন মা হবো,🤲কিন্তু আমি একজন মায়ের সন্তান,আমার মাকে সেই ছোট থেকে দেখে এসেছি আমাদের একটু কিছু হলে কেমন করতো,স্কুল থেকে দেরি করে বাসায় ফিরলে কেমন ছটফট করতো,বাসায় ফিরলে যেন আমার মার বুকে আত্মা ফিরে আসতো,আসতে না আসতেই খাবার বেড়ে দিতো সামনে,মা মনে করতো কতো হ্মুদা জানি আমার লাগছে,😭আজকে আমি সেই দিন গুলো ফিল করতে পারছি,😭আমার মার মতো সব মায়েরা বুঝি এমন আশাই ছিল যে কখন তার আদরের ছোট্ট সন্তান টা বাড়ি আসবে,তাকে আদর করে খাওয়াই দিয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দিবে,😭কিন্তু তা আর হলো না,সন্তান ফিরার বদলে ফিরলো বাসায় তার আদরের ছোট্ট সন্তানের পোড়া দেহ,😭😭আহা কি যন্ত্রণা,আমার বুকটা কেঁপে উঠে,আমার বাসা থেকে পাঁচ মিনিট লাগে যেতে কিন্তু আমি গেলে এমন দৃশ্য দেখলে সহ্য করতে পারবো না তাই আমার হাসবেন্ড নিয়ে যায় নি,আল্লাহ গো মাফ করো তুমি আমাদের সকলকে,হেফাজত রাখো সকলকে,যে সকল মায়ের বুক কালকে খালি হলো তুমি তাদের মনটা শান্ত করে দেও খোদা😭সকল নিশ্পাপ শিশু গুলোকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো,😭আমি আর কিছু লিখতে পারতাছিনা,আমার দুচোখ দিয়ে অজুরে পানি পড়ছে,আর কোনো ভাষা নেই আমার শুধু দোয়া ছাড়া।🤲🤲😭😭

22/07/2025

আল্লাহ নিউজ😭😭😭

21/07/2025

আজ উত্তরা কাঁপছে কান্নায়😭😭
স্কুল-কলেজের ছোট ছোট শিশুদের ওপর ভয়ংকরভাবে আছড়ে পড়েছে একটি বিমান দুর্ঘটনা।
রক্তে ভেসে যাচ্ছে ইউনিফর্ম… নিঃশব্দে কাঁদছে মা-বাবা… জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে একেকটি নিষ্পাপ মুখ।

তাদের এখন আমাদের দরকার।
না, টাকা না—শুধু এক ব্যাগ রক্ত।

ঢাকার এই হাসপাতালগুলোতে রক্ত জরুরি:
🔹 ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
🔹 কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
🔹 উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
🔹 কুয়েত মৈত্রী হাসপাতাল
🔹 উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
🔹 মনসুরআলী মেডিকেল কলেজ

আপনি না গেলে, হয়তো আর কেউ যাবে না।
আপনার এক ব্যাগ রক্ত হয়তো ফিরিয়ে দেবে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ, একটি পরিবারের সুখ।

ভেবে দেখুন… যদি আপনার সন্তান হত?

রক্ত দিন। বাঁচান শিশুদের।🤲🤲
এটাই মানবতা। এটাই এখন সবচেয়ে বড় কাজ।

21/07/2025

আল্লাহ অনেক ছোটো ছোটো বাচ্চারা না জানি কত কান্না করছে ছটফট করছে 😥আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো 🤲

তিনি আর নেই! চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গ...
21/07/2025

তিনি আর নেই!
চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

21/07/2025

আল্লাহ গো সহায় হও তুমি আল্লাহ,এসব দেখে মেনে নিতে কষ্ট হচ্ছে,আল্লাহ রহ্মা করো তুমি সবাইকে😭🤲

21/07/2025

উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে huge blood donor লাগবে । প্লিজ যে যেখান থেকে পারেন এগিয়ে আসেন।

21/07/2025

আমি ও উত্তরায় থাকি,🙂আমার বাসা থেকে দিয়াবাড়ি যেই জায়গায় বিশ্ফরন টা হইছে মাএ পাঁচ মিনিট লাগে,বাচ্চা গুলোর জন্য খুব খারাপ লাগছে আমার,🥺😭আল্লাহ গো তুমি আমাদের সকলকে হেফাজত রাখো,🤲😭

21/07/2025

উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে huge blood donor লাগবে । প্লিজ এগিয়ে আসেন

21/07/2025

এইমাত্র মেট্রোরেল ডিপোর পাশে গোলচতত্ত্বর মাইলস্টোনের পাশে একটা বিমান ক্রাশ করেছে।😢
অনেক হতাহত হয়েছে। সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।

21/07/2025

সকাল টা শুরু হোক মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu\\ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category