30/06/2022
বাইক এক্সিডেন্টের নতুন ভিডিও পাওয়া গেছে.. যেটাতে এক্সিডেন্টের আসল কারণ সামনে আসছে। স্লো-মোশনে ভিডিওটা দেওয়া হলো আশাকরি সবাই বুঝতে পারবেন... পয়েন্ট আকারে বুঝিয়ে দিচ্ছি আর কিছু প্রশ্ন রেখে যাচ্ছি আশাকরি উত্তর দিবেন।
১. প্রথম বাইকের স্পিড বেশি ছিলো এটা স্পষ্ট। ( এক্সিডেন্ট ২য় বাইকের হয়)
২. ব্যাস্ত রাস্তায় গাড়ি পার্ক করাহইছে (১ম দিন হিসেবে স্বাভাবিক)
৩. গাড়ির মানুষ গুলা সাইডে রেলিং এ ছবি তুলুক সেটা স্বাভাবিক কিন্তু এই ব্যাস্ত ব্রিজে রোডের মাঝে কিসের ছবি তোলা...!? এটা কি মানা যায়..?
৪. ১ম বাইকটি ডানে মোড় নিয়ে কোনরকম বাইচা গেছে কিন্তু ২য় বাইক ঐ লোকগুলোকে বাচাতে গিয়ে মোড় নেওয়ার সময় ব্রেক করে পরে যায়...!!
৫. ২য় বাইকটা স্পিডে গেলেও রাফ চালাচ্ছিলোনা.. এখানে যদি কোন গাড়িও থাকতো তাহলে ঐ রোডের ছবিতোলা লোক গুলো স্পট ডেথ... কারণ ডানে ট্রাক ছিলো ক্রস করতে পারতোনা৷
বাইকের দুইজন ঐ ছবিতোলা লোকগুলোকে বাচাতে গিয়ে নিজেদের প্রাণ দিয়ে দিলো আর আপনারা তাদের গালি দিচ্ছেন...!!! এখানে পার্ক করা গাড়িটার আর ছবি তোলা লোকগুলোর কি কোন দোষ ই নাই...!!? বাঙ্গালি নিজের দোষ লোকাতে সুন্দর পারে... এটার প্রমাণ হলো এটা 🙂
( পোস্ট এপ্রোভ হবে কি না জানিনা কিন্তু সত্যিটা মানতে শিখুন) ধন্যবাদ ❤️
copy post Noyon