02/09/2024
**** আন্দোলন সংগ্রামে ঐতিহ্যবাহী দল
বাংলাদেশ খেলাফত মজলিস ****
ইদানিং লক্ষ্য করছি অনেকেই ফেসবুকে পোস্ট করছেন, হেফাজত ইস্যুতে সবচেয়ে মাজলুম সংগঠন হচ্ছে “বাংলাদেশ খেলাফত মজলিস”। যারা এ ধরণের পোস্ট করছেন, তাদের প্রতি শুকরিয়া জানাই।
তবে শুধু হেফাজত ইস্যুতে নয়, বরং প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, ইসলাম বিরোধী প্রতিটি চক্রান্ত প্রতিহত করতে, ইসলামী জাগরণ তৈরীতে, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সামনের সাড়ীতে থেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
১৯৯০ ইং সালের স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলন, ১৯৯১ ইং সনে ইসলামী ঐক্যজোট গঠন, ১৯৯২ ইং সনের বাবরী মসজিদ অভিমুখী লংমার্চ , ১৯৯৪ ইং সনের তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ১৯৯৭ ইং মিশনারীদের বিরুদ্ধে আন্দোলন এবং পার্বত্য শান্তি চুক্তি নামক দেশ বিরোধী চক্রান্ত রোধের আন্দোলন, ২০০১ ইং সনের ফতোয়া বিরোধী হাই কোর্টের রায় বাতিলের আন্দোলন, ২০০১ ইং সনের চার দলীয় ঐক্যজোট গঠন, ২০০৫ ইং সনে কওমী মাদরাসার সরকারী স্বীকৃতির আন্দোলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলন, স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, ২০০৮ ইং সনের ইসলাম বিরোধী নারীনীতি ও শিক্ষানীতি প্রতিহতের আন্দোলন, ২০১২ সনের টিপাইমুখ বাধ বিরোধী আন্দোলন, ২০১৩ ইং সনে হেফাজতের আন্দোলন, ২০২০ ইং সনের ভাস্বর্য বিরোধী আন্দোলন, এবং ২০২১ ইং সনের মোদী বিরোধী আন্দোলনগুলোতে বাংলাদেশ খেলাফত মজলিস সম্মুখ সারীতে অবস্থান করেছে।
এবং প্রতিটি আন্দোলনের সময়ই ক্ষমতাসীন সরকার ও দলের পক্ষ থেকে চরম পর্যায়ের জুলুমের শিকার হতে হয়েছে। দলের আমীর, সিনিয়র নায়েব আমীসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদেরকে বারবার কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। সেই সাথে বারবার দলটি ভাঙ্গণের স্বীকার হয়েছে। তারপরও দলটি তাদের আদর্শ ও কর্মসূচী বাস্তবায়নের পথ থেকে চুল পরিমাণ দূরে সড়েনি। এবং খেলাফত প্রতিষ্ঠার চুড়ান্ত লক্ষে পৌছার আগে দূরে সড়বে না ইনশাআল্লাহ।
২০২৪ সালেও ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। বন্যায় পানিবন্দি মানুষদের উদ্ধার এবং তাদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তায় এক অভুতপুর্ব সাড়া জাগিয়েছে।
বলতে গেলে ইসলাম ও দেশ রক্ষায় আন্দোলন মুখর আত্মত্যাগী একটি দলের নাম “বাংলাদেশ খেলাফত মজলিস”। মানবতা প্রতিষ্ঠার এক আশা জাগানিয়া সংগঠনের নাম “বাংলাদেশ খেলাফত মজলিস”।
অতএব, দেশ রক্ষায় ও ইসলাম প্রতিষ্ঠায় যদি অবদান রাখতে চান তাহলে বিনা বাক্যে জড়ো হতে পারেন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে। আমরা হতে চাই ইমাম মাহদীর অগ্রসৈনিক। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন।