Talk with Riazul

Talk with Riazul স্বপ্ন সবারই পূরণ হবে যদি লক্ষ্য থাকে অটুট।
(3)

হায়রে মানুষ  'Anonymous main page' নামে ৫৪৫ টা পেইজ ক্রিকেট করা হয়ে গেছে 😅
22/07/2025

হায়রে মানুষ 'Anonymous main page' নামে ৫৪৫ টা পেইজ ক্রিকেট করা হয়ে গেছে 😅

পড়ে দেখুন, একটি নতুন বিষয় আবিষ্কার করতে পারবেন ..সূরা ফাতিহায় রয়েছে ৭টি আয়াত, তাই না? এই ৭টি আয়াতকে দুই ভাগ করুন। কিন্তু...
22/07/2025

পড়ে দেখুন, একটি নতুন বিষয় আবিষ্কার করতে পারবেন ..

সূরা ফাতিহায় রয়েছে ৭টি আয়াত, তাই না? এই ৭টি আয়াতকে দুই ভাগ করুন। কিন্তু মাঝের আয়াতকে কোন ভাগেই রাখবেন না। একদম মাঝের আয়াতটিকে আলাদা রেখে দুই ভাগ করলে কী রকম দাঁড়ায় দেখুন-

১,২,৩

৫,৬,৭

মাঝে থাকবে আয়াত নাম্বার ৪, তাই না?

এবার প্রথম তিনটি আয়াতে কি বলা হচ্ছে দেখে নিই।

১ম আয়াতে বলা হচ্ছে- 'যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি জগৎসমূহের অধিপতি।'

২য় আয়াতে বলা হচ্ছে- 'তিনি পরম করুণাময়, অসীম দয়ালু।'

৩য় আয়াতে বলা হচ্ছে- 'যিনি বিচার দিনের মালিক।'

৪র্থ আয়াতে বলা হচ্ছে- 'আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।' এটি কিন্তু মাঝের আয়াত।এটি কোন ভাগেই পড়বে না। এটিকে কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এই আয়াত দিয়েই আমরা প্রথম ভাগ আর পরের ভাগকে যাচাই করবো।

পরের ভাগের আয়াত গুলোতে কি বলা হচ্ছে দেখুন ..

৫ম আয়াতে বলা হচ্ছে- 'আমাদের সরলপথে পরিচালিত করুন।'

৬ষ্ঠ আয়াতে বলা হচ্ছে- 'ওই সব লোকদের পথে, যাদের আপনি নিয়ামত দান করেছেন।'

৭ম আয়াতে বলা হচ্ছে- 'তাদের পথে নয়, যাদের ওপর আপনার অভিশাপ নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট।'

আসুন, এবার আমরা সিকুয়েন্সটি মিলাতে চেষ্টা করি।

প্রথম ভাগের আয়াতগুলো এক জায়গায় নিয়ে আসা যাক।প্রথম অংশের আয়াতগুলো হলো-

"যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি জগৎসমূহের অধিপতি। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। যিনি বিচার দিনের মালিক"

মাঝখানে আছে "আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।" আর পরের অংশে আছে,

'আমাদের সরল পথে পরিচালিত করুন। ওইসব লোকদের পথে, যাদের আপনি নিয়ামত দান করেছেন। তাদের পথ নয়,যাদের ওপর আপনার অভিশাপ নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট।'

মাঝখানের, অর্থাৎ ৪ নাম্বার আয়াতে দুটো অংশ আছে। "আমরা তোমারই ইবাদত করি" এতটুকু একটি অংশ এবং "তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি" এতটুকু একটি অংশ।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই আয়াতের প্রথম অংশ সূরার প্রথম তিন আয়াতের প্রতিনিধিত্ব করছে এবং পরের অংশ প্রতিনিধিত্ব করছে সূরার পরের তিন আয়াতের। এই আয়াতের প্রথম অংশ দিয়ে ওপরের তিন আয়াতকে যাচাই করা যাক-

"আমরা তোমারই ইবাদত করি"

আমরা কার ইবাদত করি?

সকল প্রশংসা যার এবং যিনি সৃষ্টি জগতের অধিপতি।[ সূরা ফাতিহার ১ম আয়াত]

আমরা কার ইবাদত করি?

যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। [২য় আয়াত]

আমরা কার ইবাদত করি?

যিনি বিচার দিনের মালিক। [৩য় আয়াত]

দারুণ না?

এবার আসা যাক ওই আয়াতের পরের অংশে। যেখানে বলা হচ্ছে - "তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি "

আমরা কিসের জন্য প্রার্থনা করি?

"যাতে আমরা সরল পথে চলতে পারি"। [সূরা ফাতিহার ৫ম আয়াত]

আমরা কিসের জন্য প্রার্থনা করি?

"যাতে আমরা নিয়ামত প্রাপ্তদের দলে ভিড়তে পারি"। [৬ষ্ঠ আয়াত]

আমরা কিসের জন্য প্রার্থনা করি?

"যাতে আমরা অভিশপ্ত এবং পথভ্রষ্টদের দলের অন্তর্ভুক্ত না হই"। [৭ম আয়াত]

চিন্তা করে দেখুন- আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরাটার মধ্যেও কী রকম ভাষার মান, সাহিত্য মান দিয়ে দিয়েছেন।

প্রথমে কিছু কথা, মাঝখানে একটি বাক্য, শেষে আরো কিছু কথা। কিন্তু মাঝখানের সেই বাক্যটিকে এমন ভাবে সাজিয়েছেন এবং এমন ভাবে বলেছেন, যেটি প্রথম এবং শেষ -দুটো অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ!!!

ভিবিন্ন তাফসীর থেকে সংগ্রহ এবং বিশ্লেষণ করা।

বাংলাদেশে বেঁচে থাকাটা এখন ভাগ্যের ব্যাপার, দক্ষতার নয়।আপনি সোজা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ ভবনের উপর থেকে একটা ইট আপনা...
22/07/2025

বাংলাদেশে বেঁচে থাকাটা এখন ভাগ্যের ব্যাপার, দক্ষতার নয়।

আপনি সোজা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ ভবনের উপর থেকে একটা ইট আপনার মাথায় পড়ল।
❌ আপনি মারা গেলেন।
✅ দায় কার? কেউ জানে না।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন, গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ হয়ে গেলেন।
❌ আপনাদের আনন্দের দিনটা শেষ জীবনের দিন হয়ে গেল।
✅ লাইনের অনুমোদন ছিল না — কেউ জানতো, কিন্তু কিছু করল না।

সকাল বেলা নিয়ম মেনে হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন,
এক নেশাগ্রস্ত ধনীর দুলাল আপনাকে গাড়ি চাপা দিল।
❌ আপনার নিঃশ্বাস থেমে গেল।
✅ দুলাল minor, কেস উঠল না।

কোনো অন্যায়ের প্রতিবাদ করলেন?
তাহলে প্রস্তুত থাকুন — হয়তো কেউ আপনাকে পাথর দিয়ে পিষে ফেলবে,
আর তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার লাশের ভিডিও ছড়িয়ে পড়বে “দেখে নিন” ক্যাপশন দিয়ে।

আপনি মানুষের অধিকার নিয়ে কথা বললেন?
❌ আপনি নিখোঁজ।
✅ সংবাদ: “অজ্ঞাতনামা এক ব্যক্তি নিখোঁজ”, ব্যস, আর কিছু না।

একজন মা তাঁর সন্তানকে স্কুলে পাঠিয়েছিলেন।
সেদিনই এক প্রশিক্ষণহীন বিমানের ক্র্যাশে পুরো স্কুলটাই নিঃশেষ।
❌ তার সন্তান আর ফিরবে না।
✅ সরকার বলল: তদন্ত চলছে।

আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে?
একদিন তার লাশ পুকুরে ভাসবে।
প্রশাসন বলবে: “সুইসাইড”, বন্ধুরা বলবে “আমরা কিছু বুঝতে পারিনি।”

আপনার ছোট্ট ছেলে রাস্তায় খেলছিল, হঠাৎ ম্যানহোলে পড়ে গেল।
❌ আপনার পৃথিবী থেমে গেল।
✅ কর্তৃপক্ষ বলবে, “আমরা খোঁজ নিচ্ছি।”

আপনি একজন নারী?
তাহলে লেখাপড়া, চাকরি, স্বপ্ন— সবকিছুর আগে আপনাকে লড়তে হবে যৌন হয়রানি, কু-নজর আর ভয় এর সঙ্গে।
❌ ইচ্ছা ছিল বড় হওয়ার,
✅ সমাজ বলে, “তোমার সীমা মনে রাখো।”



🤔 এত কিছুর পরও যদি আপনি ন্যায়বিচার আশা করেন… আপনি এখনও মানুষ!

কিন্তু দুঃখের বিষয়,
এই রাষ্ট্রে “মানুষ হওয়া” অনেকটা অপরাধের মতো।

এটা আমার দেশ।
এখানে অপরাধীরা প্রভাবশালী,
ভুক্তভোগীরা শুধু খবরের হেডলাইন।



🔘 #বাংলাদেশবাস্তবতা
🔘
🔘 #বিচারহীনতার_সাহস
🔘 #জীবন_নিরাপদ_নয়

⛔ মৃতোরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?  "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"         মৃত ব্যক্তি বুঝতে পার...
22/07/2025

⛔ মৃতোরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"
মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। মৃত্যু পরবর্তী ----আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো এমন কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না।
পরবর্তীতে, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে, অবাক হয়ে প্রশ্ন করে;
"আমার জামা কোথায়, আমার অন্তর্বাস কোথায়?"
তারপর তিনি বলতে থাকেন: " আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেনো সর্বত্র ময়লা-কাদার গন্ধ, আমি এখানে কী করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়! হ্যাঁ, তিনি সত্যিই মারা গেছেন।
তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন: তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে:
"রাজ্জাক..!!!"
"আব্দুল্লাহ..!!!"
"খাদিজা....!!!!"
"আয়েশা....!!!!"
কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন-------
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা কর ইয়া আল্লাহ...!!!
সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি।
যদি সে একজন নেক মানুষ হয়,তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে।
যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে।
🤲🤲 হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, নেক কাজের তৌফিক এবং ঈমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন।

আমিন।🤲🤲
©️

আজকে থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ...
22/07/2025

আজকে থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সবাই ছুটি পাবে।

কিন্তু জানেন? এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ কেউ চিরস্থায়ী ছুটি পেয়ে গেছে। তাদের আর কখনও মাইলস্টোনে যেতে হবে না। স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হতে হবে না। আর কখনও মা-বাবা বা শিক্ষকের বকা শুনতে হবে না। আর কখনও খাতা-কলম নিয়ে পড়ার টেবিলে বসতে হবে না। আর পড়ালেখা নিয়ে টেনশনও নেই।

আজ হোমওয়ার্ক করিনি, কাল স্যার শাস্তি দেবেন; এখনও পুরো অধ্যায় শেষ করতে পারিনি, পরীক্ষায় কী লিখব—এসব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।

সব টেনশন শেষ। এই চিরস্থায়ী ছুটি তাদের সব দুশ্চিন্তা কেড়ে নিয়েছে। কী মর্মান্তিক ছুটি। এরকম ছুটিই কি তারা চেয়েছিল?

আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।

এই মেসেজটার ওজন নিতে পারবেন💔🥺 এর থেকে কষ্ট  কী হতে পারে
22/07/2025

এই মেসেজটার ওজন নিতে পারবেন💔🥺 এর থেকে কষ্ট কী হতে পারে

ফ্রি ফ্রি ফ্রি GP,Airtel,Robi সহ সকল সিমে  25 GB ইন্টারনেট এলদম ফ্রি........ এভাবে MB দেয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে আপনার...
22/07/2025

ফ্রি ফ্রি ফ্রি GP,Airtel,Robi সহ সকল সিমে 25 GB ইন্টারনেট এলদম ফ্রি........

এভাবে MB দেয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে আপনার ফোন নাম্বার।তারপরে ভুলিয়ে ভালিয়ে নিয়ে নিবে আপনার Whatsapp ,facebook সহ অনলাইনের সকল নিয়ত্রন।
কিছুদিন ধরে অনলাইনে এক ধরনের প্রতারক চক্র বের হয়েছে ।তারা আপনার ফ্রিতে মেগাবাইট ফ্রিতে এমবি দেয়ার কথা বলে প্রচারণা চালায় ।ফেসবুকে বিভিন্ন পোস্টে স্পন্সর হিসেবে তারা বলে যে এক মাসের ডাটা প্যাক ফ্রি নিন /এক মাসের এমবি ফ্রি নিন এই বলে তারা মার্কেটিং করে ,অ্যাড রান করায় এবং যেই অ্যাড দেখে মানুষ সেখানে মেসেজ দেয় কমেন্ট করে এবং কমেন্ট থেকে তাদেরকে ইনবক্সে নিয়ে যাওয়া হয় ।ইনবক্সে নেয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন সিমে ইন্টারনেট নিতে চান সেই সিম নাম্বার টা দিন এবং আপনি একটা নাম্বার দিবেন।
দেওয়ার পরে বলবে ,আপনার নাম্বার একটা কোড গেছে সেই কোডটি আমাদের জানান।
আপনি কোড জানিয়েছেন।

যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারে যদি আপনার কোন ধরনের অ্যাকাউন্ট না খুঁজে পায় ।তাইলে আপনার কাছে আরেকটি নাম্বার চাবে সেই নাম্বারে আবার কোড পাঠাবে।
কোড দিয়ে দিলেন তো আপনি ফেঁসে গেলেন।
কোড দেয়ার সাথে সাথে প্রতারক চক্র আপনার অনলাইনের সকল ধরনের অ্যাকাউন্ট ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ সকল ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মসহ বিকাশ নগদ রকেট এসবের অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে।
এবং কোড দেয়ার সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে আপনি তাদের খুঁজেও পাবেন না।
আসুন অনলাইন জগতে আমরা সচেতন হই আর পোস্টটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেই ।
ভালো লাগলে আমার পেইজে একটা ফলো দিয়ে যাবেন যাতে পরবর্তীতে এরকম সতর্কতামূলক পোস্ট আপনাদের জানাতে পারি।

জুনায়েদ হাসান (বয়স: ১০)বাবা বলেছিলো গরম ভাত খেয়ে স্কুলে যেতে, ছেলে বলেছে গরম ভাত খেতে ভালো লাগে না।স্কুল থেকে সে আর কো...
22/07/2025

জুনায়েদ হাসান (বয়স: ১০)

বাবা বলেছিলো গরম ভাত খেয়ে স্কুলে যেতে,
ছেলে বলেছে গরম ভাত খেতে ভালো লাগে না।

স্কুল থেকে সে আর কোনদিনও বাসায় ফিরবে না…
আজ সে শুয়ে আছে ঢামেক মর্গে।
একটি নিষ্পাপ শিশু, যার জীবনের প্রতিটি স্বপ্ন ছিলো এখনও আঁকাজোকা অবস্থায়… স্কুলব্যাগে হয়তো রংপেন্সিল, ছোট্ট টিফিন বক্স, বন্ধুদের সঙ্গে হাসিখুশি সময় কাটানোর পরিকল্পনা — সবই থেমে গেল হঠাৎ।

আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন।

সংগৃহীত।

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন !!

©️

সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে …
22/07/2025

সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে …

বিমান বাহিনীর ক্রয়কৃত সংক্ষিপ্ত আমলনামা :ক। MiG‑29 যুদ্ধবিমান ক্রয় কেলেঙ্কারি (১৯৯৯): রাশিয়া থেকে ৮টি MiG‑29 কেনা হয় প্র...
22/07/2025

বিমান বাহিনীর ক্রয়কৃত সংক্ষিপ্ত আমলনামা :

ক। MiG‑29 যুদ্ধবিমান ক্রয় কেলেঙ্কারি (১৯৯৯): রাশিয়া থেকে ৮টি MiG‑29 কেনা হয় প্রায় ~৭০০ কোটি টাকায়, যেখানে উচ্চ পদের কর্মকর্তাদের বিরুদ্ধে কমিশন গ্রহণ ও দুর্নীতির অভিযোগ ওঠে।

খ। F‑7 বিমান কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয় (২০০৪–০৬): ১৬টি F‑7 কেনায় চুক্তিতে মূলত 93.6M ডলার বলা হলেও পরবর্তীতে মূল্য বেড়ে 117.9M ডলার হয়ে যায়। এর মধ্যে প্রায় 9M অস্বচ্ছ ব্যয় হিসাবে গণ্য হয়েছে।

গ। Yak‑130 প্রশিক্ষণ বিমান ক্রয়ে দুর্নীতি (২০১৫–১৬): রাশিয়ার Rostec থেকে Yak‑130 কেনার জন্য প্রায় 1 বিলিয়ন ডলারের চুক্তিতে কমিশন ও দামবৃদ্ধির অভিযোগ ওঠে।

ঘ। K‑8W Karakorum বিমান কেনায় কমিশন লেনদেন (২০১৪–১৮): চীন-পাকিস্তানের যৌথভাবে তৈরি এ বিমান কেনাতেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অতিরিক্ত কমিশন বিতরণের অভিযোগ রয়েছে।

ঙ। PT‑6 প্রশিক্ষণ বিমানে দুর্নীতি (বিভিন্ন বছর): চীন থেকে কেনা পুরনো বিমানগুলোর মধ্যে অতিরিক্ত দাম ও জাল হিসাবের অভিযোগ পাওয়া যায়।

চ। Yak‑130 ও MiG‑29 রক্ষণাবেক্ষণে জাল ভাউচার ও বিলিং: বিমানের খুচরা যন্ত্রাংশে অত্যধিক দাম দেখানো ও কল্পিত খরচ দেখানোর অভিযোগ ওঠে।

ছ। Su‑30SME যুদ্ধবিমান কেনার প্রস্তাবে দুর্নীতির অভিযোগ: প্রস্তাবিত প্রতিটি Su‑30SME যুদ্ধ বিমানের দাম 60M ডলার, যেখানে রাজনৈতিক নেতা/তৃতীয় পক্ষ থেকে 120M ডলার কমিশন আদায়ের অভিযোগে চুক্তি বাতিল হয়। একই বিমান মায়ানমার অনেক কম দামে কিনেছিল।

জ। Air Chief Marshal Abdul Hannan এর দুর্নীতি (২০২৫): প্রায় ~৩০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব জব্দ হয়।

ঝ। পরিদর্শন ও দুর্ঘটনার পর প্রতারণামূলক কর্মকাণ্ড: চট্টগ্রামে Yak‑130 দুর্ঘটনার পর বিমান রক্ষণাবেক্ষণ মান বজায় না রাখায় উচ্চ পদস্থ কর্মকর্তারা বরখাস্ত হন। অভিযোগ ছিল অনিয়ম, দায়িত্বজ্ঞানহীনতা ও জাল রিপোর্ট তৈরীর।

ঞ। বাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ (AWT, SKS) পরিচালনায় দুর্নীতির অভিযোগ, যার ফলে বিমান বাহিনীর বাজেট সার্ভিসের বাইরে ব্যবসায় কাজে ব্যবহৃত হয়েছে! তাহলে ফাইটার / ট্রেনিং প্লেন কিনবে কীভাবে?

ট। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিমান ক্রয় ও প্রতিরক্ষা প্রকল্পে দুর্নীতি মামলা: যেমনঃ দিল্লীর বান্দির বিরুদ্ধে MiG‑29 ও নৌবাহিনীর ফ্রিগেট কেনার ক্ষেত্রে প্রায় 126M ডলারের দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।

সংক্ষিপ্ত আমলনামাটি শেষ হল!

🖋️ Syed Ziaul haque

সিএনজির ভাড়া ৩০০ এর জায়গায় ১০০০-১২০০রিকশা ভাড়া ৩০ টাকার ১৫০ নিয়েছে;এসব নেগেটিভ চিন্তা বাদ দিয়ে ফোকাস করুন: যখন রক্তের দর...
21/07/2025

সিএনজির ভাড়া ৩০০ এর জায়গায় ১০০০-১২০০
রিকশা ভাড়া ৩০ টাকার ১৫০ নিয়েছে;

এসব নেগেটিভ চিন্তা বাদ দিয়ে ফোকাস করুন: যখন রক্তের দরকার ছিলো পোস্ট-বিজ্ঞপ্তিতে দলে দলে মানুষ এসে জমা হয়েছে।

নিজের পকেট থেকে মানুষজন টাকা দিয়ে আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছে।
নিরন্তর কাজ করে যাচ্ছেন হাসপাতালের সকল স্টাফ শত স্বল্পতা থাকার সত্ত্বেও।

চিন্তা করুন সে পাইলটের কথা যিনি জীবন দিয়েছেন শেষ পর্যন্ত যদি বিমানটি অন্যদিকে ফিরিয়ে দিতে পারেন সে চেষ্টায়।

এরা কেউ হয়ত রক্ত-সম্পর্কের কেউ না বা আত্মীয়তার সম্পর্কে বাঁধা না; তবুও এগিয়ে এসেছেন নি:স্বার্থভাবে।

যতদিন এমন একজন মানুষও বেঁচে থাকবেন এই দেশের মাটিতে; ততদিন পর্যন্ত মাথা তুলে দাঁড়ানোর সামর্থ্য এই দেশ রাখে।

আল্লাহ শোকাহত পরিবারদের ধৈর্য্য ধরার সামর্থ্য দিন আর শহীদ বাচ্চাদের জান্নাতের পাখি বানিয়ে দিন। আমিন....

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talk with Riazul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share