22/07/2025
সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী রাজনীতির নতুন বার্তা: মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা
ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বার্তা নিয়ে হাজির হলো। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, শিক্ষানুরাগী ও সমাজসেবক, কারানির্যাতিত জননেতা মুফতি লুৎফুর রহমান বিননূরী-এর নাম।
২২ জুলাই মঙ্গলবার, ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। একইসাথে সভাটি ছিল জুলাই মাসের গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে আয়োজিত মিলনমেলা।
সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা শামসুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাঁইগাও, মাওলানা আনোয়ার, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান আমবাড়ী, মাওলানা আবুল ফজল আমবাড়ী, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহ আহমদ মাদানী ও ওমানস্থ কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান।
বক্তব্য রাখেন—
ছাতক উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, যুব জমিয়ত ছাতক উপজেলার সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফুর রায়হান, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সহ-সভাপতি মাওলানা সাইদুর রহমান, ছাতক উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইদুজ্জামান আল হায়দর, মাওলানা রিয়াজ উদ্দিন, শ্রমিক জমিয়তের সভাপতি মুফতি আসহাদুল হক নসিরী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নেজামুল আলম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকমল হোসাইন, মাওলানা হুমায়ুন রশিদ, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, মাওলানা এহতাশামুল হক, মাওলানা মিজানুর রহমান, যুবনেতা শাহ তাহমিদ উস সালাম, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফররুখ নূরী, সাংগঠনিক হাবিবুর রহমান, আব্দুল হামিদসহ দুই উপজেলার শীর্ষস্থানীয় আলেম, রাজনীতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
সভার এক পর্যায়ে ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাইগাঁও সর্বসম্মতিক্রমে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
বক্তারা বলেন,
“মুফতি লুৎফুর রহমান বিননূরী দ্বীন, শিক্ষা ও জনসেবার সমন্বয়ে এক ব্যতিক্রমধর্মী নেতৃত্বের প্রতীক। তিনি এই জনপদের জন্য একটি উজ্জ্বল আশার আলো হয়ে উঠবেন।”
তাঁরা আরও বলেন, “সুনামগঞ্জ-৫ আসনের জনগণ আদর্শিক নেতৃত্বের যে অভাব দীর্ঘদিন ধরে অনুভব করছে, তা পূরণে মুফতি লুৎফুর রহমান যথেষ্ট যোগ্য।”
সভায় শহীদদের স্মরণে আবেগঘন পরিবেশ তৈরি হয়। আলোচনায় উঠে আসে তাদের আত্মত্যাগের কথা। বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল ইসলাম।
পরিশেষে সভাপতি মাওলানা শামসুল ইসলামের সংক্ষিপ্ত নসিহত ও দোয়ায় সভার সমাপ্তি ঘটে।
#সুনামগঞ্জ৫ #জমিয়ত #মুফতিলুৎফুররহমান #জুলাইগণঅভ্যুত্থান #জেইউআইনিউজবিডি