JUInews BD

JUInews BD এগিয়ে যাওয়ার প্রত্যয়...
(4)

আগামীকাল ২৪ জুলাই, জাতীয় প্রেসক্লাবে ’জুলাই জোট’ এর সেমিনারে অংশ নিবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
23/07/2025

আগামীকাল ২৪ জুলাই, জাতীয় প্রেসক্লাবে ’জুলাই জোট’ এর সেমিনারে অংশ নিবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডিমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্য...
23/07/2025

আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ আরও ১৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে রাজধানীর যমুনা বাসভবনে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস সূত্রে জানা যায়, আজকের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো হল—রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ১২ দলীয় জোট, বাসদ, সিপিবি এবং গণফোরাম।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই চারটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকগুলোতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনপূর্ব সহিংসতা এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

#সংলাপ #প্রধানউপদেষ্টা #রাজনৈতিকবৈঠক #জেইউআই_নিউজ_BD

23/07/2025

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফ করছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

রাজনীতিতে প্রেশারের কদরই আসল—হুজাইফা ইবনে ওমরসেক্রেটারি জেনারেল (প্রাক্তন), ছাত্র জমিয়ত বাংলাদেশআপনার নীতি বা মতাদর্শ নি...
23/07/2025

রাজনীতিতে প্রেশারের কদরই আসল
—হুজাইফা ইবনে ওমর
সেক্রেটারি জেনারেল (প্রাক্তন), ছাত্র জমিয়ত বাংলাদেশ

আপনার নীতি বা মতাদর্শ নিয়ে রাজনীতিতে যতই বিতর্ক থাকুক, যদি আপনার প্রেশার পাওয়ার থাকে তাহলে আপনার জানের শত্রুও আপনাকে সমীহ করবে। আর যদি আপনার প্রেশার পাওয়ার না থাকে তাহলে আপনি যতই আদর্শ ও নীতিবান হন না কেন আপনাকে সবাই সম্মান করবে ঠিক, কিন্তু আপনার রাজনৈতিক সমমনারাও আপনাকে সমীহ করবে না। অর্থাৎ বার্গেইনিং বা নেগোসিয়েশনের টেবিলে আপনি গুরুত্বহীনই থেকে যাবেন।

প্রধান উপদেষ্টা যেই চারটা রাজনৈতিক দল কে ডেকেছিলেন সাম্প্রতিক রাজনীতিতে তারা তাদের প্রেশার পাওয়ার প্রমান করতে সক্ষম হয়েছে। বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় এরাই বিবদমান চারটা শক্তিশালী পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। ভোটের হিসাব যাই থাকুক এরা যেকোনো সময় একটা পরিস্থিতি তৈরী করে সরকার কে চাপে ফেলার সক্ষমতা রাখে। তাই বর্তমান এস্টাবলিশমেন্টের দেশীয় ও আন্তর্জাতিক কুশিলবরা তাদেরকে সমীহ করতে শুরু করেছে।

সম্প্রতি এই চার পক্ষের পারস্পরিক বিরোধিতা মৃদু সংঘাতেও রূপ নিয়েছে। তাই এস্টাবলিশমেন্টের কাছে মনে হয়েছে আপাতত এদের কে ম্যানেজ করতে পারলেই উদ্ভুত পরিস্থিতি সামলে নেয়া যাবে। তবে এই চারটা পক্ষের বাহিরেও আরেকটা প্রেশার পাওয়ার আছে সেটা হলো সম্মিলিত কওমী শক্তি।

সম্মিলিত কওমী শক্তি এমন একটা প্রেশার পাওয়ার যাদের একটা সীদ্ধান্তই রাজনীতির সব হিসাবনিকাশ পাল্টে দিতে পারে। অতীতে এই শক্তির সম্মিলিত সীদ্ধান্তে ক্ষমতার পট পাল্টে যাওয়ারও ইতিহাস রয়েছে। ২০১৩ সালে যদি এই শক্তিটা র এর খপ্পরে না পড়তো তাহলে হয়তো ইতিহাস আজকে ভিন্নভাবেই লিখা হতো। তারা ক্ষমতায় যেত সেটা বলছি না, তবে নিদেনপক্ষে ক্ষমতার চালিকাশক্তি হয়ে উঠত।

২০২১ সালে এই শক্তিটাকে চুড়ান্তভাবে দ্বিধাবিভক্ত করে ফেলা হয়। তার পর থেকে আজ অবধি এই শক্তিটা ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে দেশের রাজনীতিতে তাদের গুরুত্ব ক্রমেই হ্রাস পেয়েছে। এখনো যদি সম্ভাবনাময় এই শক্তিটি সংগঠিত হতে পারে তাহলে বিদ্যমান রাজনীতির সকল হিসাবনিকাশ পাল্টে যাবে চোখের পলকেই।

ঐতিহাসিকভাবেই এই শক্তির গন্তব্য নির্ধারিত। এর বাইরে বিভিন্ন নামে এই শক্তির বিভিন্ন অংশ যতই এদিক সেদিক ছুটাছুটি করুক না কেন তাতে কারোরই কোন লাভ হবে না। যা গতকালকের বাস্তবতায় আরো পরিস্ফুটিত হয়ে উঠেছে। এতদিন হেফাজত কে গুরুত্ব দিলেও ননপলিটিক্যাল ব্যানারে পলিটিক্যাল ডিলিংস নিয়ে বিতর্ক থাকায় এখন সম্ভবত এই ব্যানারকেও ডাকা হচ্ছে না।

এই প্রসঙ্গে একাধিকবার লিখেছি, হেফাজত কেন্দ্রিক কওমী শক্তিগুলোকে পলিটিক্যালি এলাইন হতে হবে। আালাদা পলিটিক্যাল এলায়েন্স না করে অরাজনৈতিক হেফাজতকে যতই রাজনৈতিক টেবিলে উপস্থাপন করা হবে ততই কওমী অঙ্গনের রাজনৈতিক অগ্রগতির জন্য সেটা গলার ফাঁস হয়ে দেখা দিবে। আর এছাড়া ভিন্ন ভিন্ন নামে একেকজন একেক দিকে ছুটাছুটির ফল তো চোখের সামনেই দৃশ্যমান।

#কওমীশক্তি #রাজনৈতিকপ্রেশার #হেফাজতেরপলিটিক্স #জমিয়ত #কৌশলগতঐক্য #বাংলাদেশরাজনীতি #দাওয়াতওরাজনীতি #হুজাইফাইবনে ওমর

আগামী শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে শ্রীপুর উপজেলার জমিয়তের বিক্ষোভ সমাবেশ ও গণমিছ...
23/07/2025

আগামী শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে শ্রীপুর উপজেলার জমিয়তের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

আগামিকাল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ হল রুমে "ছাত্র জমিয়ত বাংলাদেশ" বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শ...
23/07/2025

আগামিকাল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ হল রুমে "ছাত্র জমিয়ত বাংলাদেশ" বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা'র উদ্যোগে আয়োজিত ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ ও ঢাকায় বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।

জুলাই শহীদ স্মরণে মোহনগঞ্জে ছাত্র জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিতডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি২০২৪ সালের গণঅভ্যুত্থানে শ...
22/07/2025

জুলাই শহীদ স্মরণে মোহনগঞ্জে ছাত্র জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি
২০২৪ সালের গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী জুলাই শহীদদের স্মরণে এবং রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্র জমিয়ত বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখা।

আজ ২২ জুলাই ২০২৫ ইং, মঙ্গলবার বাদ আসর মোহনগঞ্জ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
সভা পরিচালনা করেন হাফেজ নাজমুল হক শান্ত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ, ছাত্রনেতা হাফেজ মাকসুদুল হাসান মাসুম, হাফেজ রবিউল আউয়াল, হাফেজ ফাহাদ আহমদ, হাফেজ ইমরান হুসাইন, হাফেজ রুহুল আমিন তুষার এবং শাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান বলেন,
“জুলাই বিপ্লবে কওমি মাদরাসার ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। সাধারণ ছাত্র-জনতার সঙ্গে ছাত্র জমিয়তের কর্মীরাও সে আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে ছাত্র জমিয়তের কর্মীদের সবসময় প্রস্তুত থাকতে হবে।”

প্রধান বক্তা রুহুল আমীন নগরী বলেন,
“জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারকে অবিলম্বে 'জুলাই সনদ' ঘোষণা করতে হবে। বর্তমানে সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মতামতের বিরুদ্ধে গিয়ে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস স্থাপন করার অধিকার এ সরকারের নেই। ঢাকায় বিদেশিদের ঘাঁটি স্থাপনের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সরকারকে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনমুখী হতে হবে।”

সভায় নেতৃবৃন্দ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং সঠিক তদন্তের দাবি জানান।

পরিশেষে, জুলাই বিপ্লবের শহীদ এবং বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

#জুলাইবিপ্লব #মোহনগঞ্জ #ছাত্রজমিয়ত #বিমানদুর্ঘটনা #দোয়ামাহফিল #জেইউআইনিউজবিডি

জুলাই শহীদ ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের দোয়া মাহফিল অনুষ্ঠিতডেস্ক রিপোর্ট : জেইউআই ন...
22/07/2025

জুলাই শহীদ ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি

২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদের এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা। একইসাথে আহতদের পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয় এ আয়োজনে।

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, সিলেটের বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও আলোচনা করেন— জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, যুব জমিয়ত সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ চৌধুরী, জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সহ-সভাপতি জাহিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ, সরকারি মাদ্রাসা সম্পাদক সুহাইল আহমদ, দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ মাহের, সাহিত্য সম্পাদক শাকির আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন— দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন, বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি জাহিদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ, মহানগর ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক আইনুল হক, মাদ্রাসা সম্পাদক সালিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক খুবায়েব বিন জামিল, দক্ষিণ সুরমা উপজেলার প্রচার সম্পাদক শরীফ আহমদ তালহা, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক কে এম মাশহুদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার দপ্তর সম্পাদক হাফিজ সাইম আহমদসহ জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা শেষে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

#ছাত্রজমিয়ত #জুলাইশহীদ #মাইলস্টোনকলেজ #বিমানদুর্ঘটনা #স্মরণসভা #জেইউআইনিউজবিডি

তারেক রহমানের বিবৃতি: শোকের সময়ে শান্তি, সংহতি ও সহানুভূতির আহ্বানডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডিদেশের চলমান শোকাবহ পরি...
22/07/2025

তারেক রহমানের বিবৃতি: শোকের সময়ে শান্তি, সংহতি ও সহানুভূতির আহ্বান

ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি

দেশের চলমান শোকাবহ পরিস্থিতিতে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, "জাতির এই শোকের সময়ে বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করতে হবে। সহনশীলতা ও আত্মসংযমের ভিত্তিতে একটি সুস্থ সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।"

তারেক রহমান আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমি এ সকল গোষ্ঠীকে অনুরোধ করবো— বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর অপচেষ্টা থেকে বিরত থাকুন।”

তিনি বলেন, “এখন জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। সহানুভূতি ও একতার মাধ্যমে আমাদের মনোযোগ দিতে হবে—
🔹 নিখোঁজদের সন্ধান,
🔹 নিহতদের নির্ভুল হিসাব,
🔹 আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ
🔹 এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তে সহযোগিতা।”

তারেক রহমান বলেন, “প্রাণহানির শিকার নিরীহ মানুষদের জন্য আমাদের হৃদয়ের গভীর সহানুভূতি রয়েছে। তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আমরা আছি। বাংলাদেশকে এই সময় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সংকট মোকাবিলায় সংহতির পরিচয় দিতে হবে।”

#তারেকরহমান #বিএনপি #বিমানদুর্ঘটনা #শোকবার্তা #জেইউআইনিউজবিডি

সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী রাজনীতির নতুন বার্তা: মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণাডেস্ক রিপোর্ট : জেইউআই ...
22/07/2025

সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী রাজনীতির নতুন বার্তা: মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা

ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বার্তা নিয়ে হাজির হলো। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, শিক্ষানুরাগী ও সমাজসেবক, কারানির্যাতিত জননেতা মুফতি লুৎফুর রহমান বিননূরী-এর নাম।

২২ জুলাই মঙ্গলবার, ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। একইসাথে সভাটি ছিল জুলাই মাসের গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে আয়োজিত মিলনমেলা।

সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা শামসুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাঁইগাও, মাওলানা আনোয়ার, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান আমবাড়ী, মাওলানা আবুল ফজল আমবাড়ী, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহ আহমদ মাদানী ও ওমানস্থ কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান।

বক্তব্য রাখেন—
ছাতক উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, যুব জমিয়ত ছাতক উপজেলার সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফুর রায়হান, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সহ-সভাপতি মাওলানা সাইদুর রহমান, ছাতক উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইদুজ্জামান আল হায়দর, মাওলানা রিয়াজ উদ্দিন, শ্রমিক জমিয়তের সভাপতি মুফতি আসহাদুল হক নসিরী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নেজামুল আলম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকমল হোসাইন, মাওলানা হুমায়ুন রশিদ, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, মাওলানা এহতাশামুল হক, মাওলানা মিজানুর রহমান, যুবনেতা শাহ তাহমিদ উস সালাম, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফররুখ নূরী, সাংগঠনিক হাবিবুর রহমান, আব্দুল হামিদসহ দুই উপজেলার শীর্ষস্থানীয় আলেম, রাজনীতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

সভার এক পর্যায়ে ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাইগাঁও সর্বসম্মতিক্রমে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

বক্তারা বলেন,
“মুফতি লুৎফুর রহমান বিননূরী দ্বীন, শিক্ষা ও জনসেবার সমন্বয়ে এক ব্যতিক্রমধর্মী নেতৃত্বের প্রতীক। তিনি এই জনপদের জন্য একটি উজ্জ্বল আশার আলো হয়ে উঠবেন।”
তাঁরা আরও বলেন, “সুনামগঞ্জ-৫ আসনের জনগণ আদর্শিক নেতৃত্বের যে অভাব দীর্ঘদিন ধরে অনুভব করছে, তা পূরণে মুফতি লুৎফুর রহমান যথেষ্ট যোগ্য।”

সভায় শহীদদের স্মরণে আবেগঘন পরিবেশ তৈরি হয়। আলোচনায় উঠে আসে তাদের আত্মত্যাগের কথা। বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল ইসলাম।

পরিশেষে সভাপতি মাওলানা শামসুল ইসলামের সংক্ষিপ্ত নসিহত ও দোয়ায় সভার সমাপ্তি ঘটে।

#সুনামগঞ্জ৫ #জমিয়ত #মুফতিলুৎফুররহমান #জুলাইগণঅভ্যুত্থান #জেইউআইনিউজবিডি

অসুস্থ মাওলানা হেলাল আহমদকে দেখতে লন্ডন রয়েল হসপিটালে জমিয়ত নেতৃবৃন্দডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডিজমিয়তে উলামায়ে ইসলা...
22/07/2025

অসুস্থ মাওলানা হেলাল আহমদকে দেখতে লন্ডন রয়েল হসপিটালে জমিয়ত নেতৃবৃন্দ

ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি

জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরীর সহ-প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমদ সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে লন্ডনের রয়েল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা জসিম উদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল বাসিত।

তারা মাওলানা হেলাল আহমদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেন।

#মাওলানাহেলালআহমদ #জমিয়তলন্ডন #সড়কদুর্ঘটনা #রয়েলহসপিটাল

Address

Fulbaria

Telephone

+8801917797053

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUInews BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JUInews BD:

Share