
03/07/2025
✦ তিন নেতার ছায়ায় রানু ✦
আবুল হোসাইন
=====================
সে দিনটি হয়তো সাধারণ কারো চোখে,
কিন্তু এক শিল্পীর চোখে ধরা পড়েছে এক অনন্য প্রতিচ্ছবি।
ঢেউখেলে নীল রঙা শাড়িতে বসে আছেন এক নারী,
মর্মরে সিঁড়ির বুকে যেনো নীল রুপকথা খেলে যায়।
চোখে দৃঢ়তা, ঠোঁটে হালকা হাসি,
যেনো বলে— “আমি শুধু রূপ নই, আমি দায়িত্বও বয়ে বেড়াই।”
তার কানে দুলছে নীলপাথরের দুল,
চুলের পাশে সাদা ফুল,
এক হরিণীর মতো মায়াবী অথচ সচেতন চাহনি।
পেছনে তিন নেতার সেই স্থিরতা,
যেনো ইতিহাসও তাঁর দিকে তাকিয়ে আশীর্বাদ দেয়—
“সালাম, সাহসিনী!”
তিনি পুলিশ—এ দেশের নিরাপত্তা বাহিনীর বীর কন্যা,
দিনে দাগী আসামির খোঁজে শহর চষে বেড়ান,
রাতে কলম হাতে কবিতা লেখেন, ভাবনায় রঙ তোলেন।
তার শাড়ির আঁচলে যেনো জড়িয়ে আছে
আলপনার মতো একেকটি বর্ণময় গল্প।
একটি হাত বাচ্চার দিকে বাড়ানো—
স্নেহ আর সংগ্রামের একসাথে স্পর্শ।
আমি ঘুরেছি এই দেশের আনাচে কানাচে,
চিলাহাটি থেকে টেকনাফ,
সুন্দরবনের নিঃসঙ্গ দ্বীপ থেকে পাহাড়ের আঁকাবাঁকা পথ,
কিন্তু এমন দ্যুতি, এমন সংযম-সৌন্দর্য এক সাথে
খুঁজে পাইনি কোথাও।
রানু, তুমি শুধু একজন নারী নও,
তুমি আমাদের সময়ের আয়না।
একটুখানি অবসরে তুমি যেভাবে কবিতার ছন্দে
নিজেকে গড়ে তুলো—
সেটাই আমাদের প্রেরণা, আমাদের শ্রদ্ধার কারণ।
তোমার মতো মানুষকে দেখেই তো
বাংলা আজও বেঁচে থাকে সাহসে, প্রেমে,
আর অনুপ্রেরণার চিরন্তন প্রতিমূর্তিতে।
রচনাকাল : ০৩ জুলাই, ২০২৫