Meghna Publications

Meghna Publications মেঘনা পাবলিকেশন্স একটি সৃজনশীল প্রকাশনা সংস্থা। আমরা সকল প্রকার বই প্রকাশ করে থাকি।

✦ তিন নেতার ছায়ায় রানু ✦     আবুল হোসাইন=====================সে দিনটি হয়তো সাধারণ কারো চোখে,কিন্তু এক শিল্পীর চোখে ধরা প...
03/07/2025

✦ তিন নেতার ছায়ায় রানু ✦
আবুল হোসাইন
=====================
সে দিনটি হয়তো সাধারণ কারো চোখে,
কিন্তু এক শিল্পীর চোখে ধরা পড়েছে এক অনন্য প্রতিচ্ছবি।
ঢেউখেলে নীল রঙা শাড়িতে বসে আছেন এক নারী,
মর্মরে সিঁড়ির বুকে যেনো নীল রুপকথা খেলে যায়।
চোখে দৃঢ়তা, ঠোঁটে হালকা হাসি,
যেনো বলে— “আমি শুধু রূপ নই, আমি দায়িত্বও বয়ে বেড়াই।”
তার কানে দুলছে নীলপাথরের দুল,
চুলের পাশে সাদা ফুল,
এক হরিণীর মতো মায়াবী অথচ সচেতন চাহনি।
পেছনে তিন নেতার সেই স্থিরতা,
যেনো ইতিহাসও তাঁর দিকে তাকিয়ে আশীর্বাদ দেয়—
“সালাম, সাহসিনী!”
তিনি পুলিশ—এ দেশের নিরাপত্তা বাহিনীর বীর কন্যা,
দিনে দাগী আসামির খোঁজে শহর চষে বেড়ান,
রাতে কলম হাতে কবিতা লেখেন, ভাবনায় রঙ তোলেন।
তার শাড়ির আঁচলে যেনো জড়িয়ে আছে
আলপনার মতো একেকটি বর্ণময় গল্প।
একটি হাত বাচ্চার দিকে বাড়ানো—
স্নেহ আর সংগ্রামের একসাথে স্পর্শ।
আমি ঘুরেছি এই দেশের আনাচে কানাচে,
চিলাহাটি থেকে টেকনাফ,
সুন্দরবনের নিঃসঙ্গ দ্বীপ থেকে পাহাড়ের আঁকাবাঁকা পথ,
কিন্তু এমন দ্যুতি, এমন সংযম-সৌন্দর্য এক সাথে
খুঁজে পাইনি কোথাও।
রানু, তুমি শুধু একজন নারী নও,
তুমি আমাদের সময়ের আয়না।
একটুখানি অবসরে তুমি যেভাবে কবিতার ছন্দে
নিজেকে গড়ে তুলো—
সেটাই আমাদের প্রেরণা, আমাদের শ্রদ্ধার কারণ।
তোমার মতো মানুষকে দেখেই তো
বাংলা আজও বেঁচে থাকে সাহসে, প্রেমে,
আর অনুপ্রেরণার চিরন্তন প্রতিমূর্তিতে।
রচনাকাল : ০৩ জুলাই, ২০২৫

01/07/2025

✦ ইতিহাসের ফেরিওয়ালা ✦
আবুল হোসাইন
===========
প্রকাশনার টানে কাটিয়ে দিলাম তিন দশক—
বাংলাবাজারের ধুলোমলিন দুপুর,
ছাপাখানার কালি, কবিদের ক্লান্ত কফির কাপ,
এক লেখক থেকে আরেক লেখকের বারান্দায়,
চলেছি, ছুটেছি—
পাণ্ডুলিপির পাতায় যেন জীবন খুঁজেছি।
তারপর আসে ২০০৮।
পতাকা উড়ল নতুন করে,
আর উড়ল ইতিহাস লেখার হিড়িক।
কে লিখবে বঙ্গবন্ধু?
কে তুলবে রাসেলকে কাঁদায় কাঁদায়?
প্রকাশকরা ছুটে চলে,
ধর্মভীরু হুজুরের মতো হাতে তুলে নেয় ইতিহাসের আয়াত।
আমি যাই এক স্বনামধন্য গবেষকের দোতলায়,
গেলেই দেখি,
দরজার বাইরে জনস্রোত—
একজন আসছে ঠাকুরগাঁও, একজন যাচ্ছে টুঙ্গিপাড়া।
মাঝখানে আমি,
নম্র হয়ে বলি, "স্যার, কাজ আছে সামান্য।"
তিনি বলেন,
"বসুন। সময় লাগবে। ইতিহাস এক দিনে হয় না।"
তারপর বলেন,
"রাসেলকে নিয়ে লিখেছি হৃদয়ের রক্ত দিয়ে।
পড়লে চোখের পানি ফেলবে, পশুও স্তব্ধ হবে,
পাখিও গাইবে শোকের সুরে।"
আমি বলি,
"কিন্তু স্যার, রাসেল তো এক কিশোর...
তাঁকে নিয়ে ইতিহাস কতটুকুই বা লেখা যায়?"
তিনি হাসেন,
বলেন, "আমাকে সরকার দিয়েছে শত শত কোটি টাকা—
আমি লিখেছি।
তুমি বুঝবে না—এটা গবেষণা, এটা কাব্য!"
আমি চুপ করে থাকি।
ভেতরে কাঁপে প্রশ্ন—
ইতিহাস কি তবে সরকারি বরাদ্দে তৈরি হয়?
তারপর একদিন ডাক আসে
আরেক মহারথীর অফিসে।
মন্ত্রী।
গিয়েই বললেন—
"আমার সময় নাই। সব লেখে মাসুদ।"
মাসুদ।
অফিসের কোণে বসে থাকা এক ছায়া-লেখক।
কাগজে কলম, চশমার ফাঁকে রাজনৈতিক ভাষ্য।
বললেন,
"কী লাগবে বলেন ভাই? জীবনী, উপন্যাস না বক্তৃতা?"
"নাম যার হোক, লেখা আমার।
মন্ত্রী তো ব্যস্ত, তিনি সময় কোথায় পান?"
আমি হতভম্ব হয়ে বলি,
"ভাই, আপনি তো রীতিমতো কারখানা!"
তিনি বলেন,
"তা তো বটেই। সবাই আসে আমার কাছে।
প্রকাশকেরা জানে—নামবিহীন লেখকই এখন সবচেয়ে চেনা নাম।
আমিই লিখি, ওনারা সই দেন।
আর বই হয় ‘বেস্টসেলার’।"
আমি তাকিয়ে থাকি।
কোনটা ইতিহাস, কোনটা গল্প, আর কোনটা বাজার—
বোঝা মুশকিল।
রচনাকাল : ০১ জুলাই, ২০২৫
সেল : ০১৭১১১৭২৭০৪

29/05/2025

সাহিত্যিক সার্কাস
(এক ব্যতিক্রমী কাব্যিক মেলা)
আবুল হোসাইন
===========

ভ্রমণ লেখক বেজায় ব্যস্ত,
ছবি তোলেন মুখে হাস্য!
দু’ কদম হাঁটেন নেপাল বনে,
লিখে ফেলেন—“জয় করলাম হিমালয় খনে!”
ওমরাহ করতে গেলেন বছর,
মক্কা-মদিনা ঘুরলেন চমর!
তিন দিনেই লিখলেন গ্রন্থখানি,
“সৌদি আমার আত্মার পানি!”
মালয়েশিয়ায় গিয়েছিলেন একবার,
এয়ারপোর্টেই জাগল ভ্রমণ-সার।
ছবি তুলে লিখলেন, “দেশে ছিলাম যন্ত্র,
এখানে পেলাম আত্মার কেন্দ্র!”
লিখে ফেলেন এক ডজন বই,
শিরোনাম—"আত্মা ঘুরে এলো বিদেশ যেই!"
পাঠক পড়ে—চোখে খিঁচুনি,
“ভাই, আপনি কি স্পেস শাটল চড়েন রবি-শনি?”
বলেন, “সবই নখদর্পণে,
ভ্রমণ আমার বাম হাতে ঝড়ফুঁড়ে!”
কেউ বলেন, “লন্ডন, প্যারিস কাঁদে মনে,”
আসলে তোলা ছবিটা টঙ্গী স্টেশনের কোণে!
বইমেলায় এলে শুরু হয় হই,
লেখক ভাবেন, বই মানে হীরার কুই!
“আমার লেখা দেশজোড়া চলবে,
চলবে এমন, রকেটও মলবে!”
“টাকা রাখার বক্স এত ছোট কেন ভাই?
নিয়ে আসুন লোহার সিন্দুক—এইখানেই চাই!”
“বিক্রি হবে কাড়ি কাড়ি কপি,
আপনি শুধু টাকা গোনেন, নতুবা দিব কপি কপ্পি!”
স্টলে এসে দেন হম্বিতম্বি,
নিজেই লেখক, নিজেই ধমকি!
“দশ হাজার কপি ছাপলে তো হতো না লস,
বাকি সব আমার আত্মীয়দের কাছে বোস!”
পরের বছর বলেন মুখ কালো করে—
“এইবার বই দিব না আপনার ঘরে!
খেয়ে ফেলেছেন সব কপিখানা,
এবার যাচ্ছি ‘সত্য প্রকাশ’ পাড়ার জানা!”
তবু দেখা যায় আরেক বছর,
আরেক প্রকাশকের বাঁশিতে ঘুর!
সাহিত্য তার প্রেম নয়—প্রতিযোগ,
কে কয়টা বই ছাপল তারই মহাযোগ!

ছোট মেয়ে আনতারা ফাইরুজ (মাইশা) মামার বাড়ি, বাড়ির পাশে বিলে শাপলা তোলার এক অন্যরকম আনন্দ।
27/04/2025

ছোট মেয়ে আনতারা ফাইরুজ (মাইশা) মামার বাড়ি, বাড়ির পাশে বিলে শাপলা তোলার এক অন্যরকম আনন্দ।

গরিবের ডাক্তার, আমার প্রিয় অভিনেতা ও লেখক ডাক্তার এস.এম. এজাজুল ইসলাম অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে সময় প্রকাশনের প্যাভ...
27/04/2025

গরিবের ডাক্তার, আমার প্রিয় অভিনেতা ও লেখক ডাক্তার এস.এম. এজাজুল ইসলাম অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে সময় প্রকাশনের প্যাভিলনে তাঁর রচিত ৩টি বই প্রকাশিত হয়। প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে। আলাপচারিতায় কিছুটা সময় কাটালাম প্রিয় ব্যক্তির সাথে।

আমার ছোট মেয়ে মাইশা আজ চলে গেলো কলেজে। সামনের মাসের ১১ তারিখ থেকে আবার এইচএসসি পরীক্ষা শুরু হবে, তাই মনটা ভারাক্রান্ত। ক...
18/08/2024

আমার ছোট মেয়ে মাইশা আজ চলে গেলো কলেজে। সামনের মাসের ১১ তারিখ থেকে আবার এইচএসসি পরীক্ষা শুরু হবে, তাই মনটা ভারাক্রান্ত। কোটা আন্দোলন চলাকালীন পরীক্ষা বন্ধ হয়ে যায়। বান্ধবীর বাসায় কয়েকদিন থাকার পর ঢাকা চলে আসে। তারপর তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যোগ দেয় কোটা আন্দোলনে। ৫ আগস্ট সকাল ৬টা সময় ঘুম থেকে ওঠে নাস্তা করে ৮.৩০ মিনিটে বাসা থেকে রওয়ানা দেয় শাহবাগের উদ্দেশ্যে।
তাদের গ্রুপ লিডার ৩০/৩৫ জনের একটা টিম সোহরাওয়ার্দী উদ্যান মন্দিরে কাছে লাঠি হাতে অবস্থান নেয়। এভাবে শাহবাগের আশেপাশে হাজার হাজার ছাত্রছাত্রী টিম করে অবস্থান নেয়। ১১টা বাজার আগেই সংকেত আসে তাদের কাছে, মুহূর্তের মধ্যেই লাঠি হাতে মিছিল নিয়ে বের হয়ে যায় টিএসসি চত্বরে। ১৫ মিনিটের মধ্যে হাজার হাজার ছাত্ছাত্রী দখল করে নেয় শহীদ মিনার হতে শাহবাগ অবধি। ছাত্রছাত্রীদের সুকৌশল পরিকল্পনায় সারা ঢাকা শহর ছাত্র-জনতা দখলে নিয়ে নেয়, পালিয়ে যায় ১৫ বছরের স্বৈরশাসক ও ছাত্র-জনতা গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা।

আপনাদের মনে আছে কিনা? ১৮ দলের অবরোধ চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডারদের হাতে বিশ্বজিৎ নির্মমভাবে নিহত হন...
13/08/2024

আপনাদের মনে আছে কিনা? ১৮ দলের অবরোধ চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডারদের হাতে বিশ্বজিৎ নির্মমভাবে নিহত হন। বিশ্বজিৎ প্যান্টের চেইন খুলেও দেখাতে চেয়েছিলো, তাও বর্বর ক্যাডার বাহিনি থেকে রক্ষা পায়নি। সেই নিষ্ঠুরতার দৃশ্য এখনও চোখে ভাসে। জানিনা এ ঘটনার সুষ্ঠু বিচার হয়েছে কিনা?

দুই বাংলার সম্মানিত কবি বন্ধুরা,বাংলাদেশের বরেণ্য কবি ও ভারতের বরেণ্য কবি জয় গোস্বামী (কোলকাতায় গিয়ে দাদার সাথে দেখা করে...
05/03/2024

দুই বাংলার সম্মানিত কবি বন্ধুরা,
বাংলাদেশের বরেণ্য কবি ও ভারতের বরেণ্য কবি জয় গোস্বামী (কোলকাতায় গিয়ে দাদার সাথে দেখা করে লেখা নিবো)। দুইজন বরেণ্য কবিকে নিয়ে প্রতিবারের ন্যায় এবারও ’যুক্তাঞ্জলি-৭’ কাব্যগ্রন্থ প্রকাশের জন্য দুই বাংলার কবি বন্ধুদের কাছ থেকে কবিতা আহ্বান করা হচ্ছে। বইটির সম্পাদনায় থাকবেন-
মাসুদা তোফা (অধ্যাপক, বাংলা বিভাগ), সাবেক ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। বর্তমানে মোহাম্মদপুর উদ্যান সরকারি কলেজের বাংলার প্রধান।
মিলি দাস, কোলকাতা, ভারত।
আমি তো সার্বিক তত্ত্বাবধানে আছিই।

সম্মানিত কবি-সাহিত্যিক বন্ধুরা,বাংলাদেশের বরেণ্য কবি, ভারতের বরেণ্য কবি জয় গোস্বামী, কোলকাতায় গিয়ে দাদার সাথে দেখা করে ল...
05/03/2024

সম্মানিত কবি-সাহিত্যিক বন্ধুরা,
বাংলাদেশের বরেণ্য কবি, ভারতের বরেণ্য কবি জয় গোস্বামী, কোলকাতায় গিয়ে দাদার সাথে দেখা করে লেখা নিবো। দুইজন বরেণ্য কবিকে নিয়ে প্রতিবারের ন্যায় এবারও ’যুক্তাঞ্জলি-৭’ কাব্যগ্রন্থ প্রকাশের জন্য দুই বাংলার কবি বন্ধুদের কাছ থেকে কবিতা আহ্বান করা হচ্ছে। বইটির সম্পাদনায় থাকবেন-
মাসুদা তোফা (অধ্যাপক, বাংলা বিভাগ), সাবেক ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। বর্তমানে মোহাম্মদপুর উদ্যান সরকারি কলেজের বাংলার প্রধান।
মিলি দাস, কোলকাতা, ভারত।
আমি তো সার্বিক তত্ত্বাবধানে আছেই।

সুপ্রীম কোর্ট বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হওয়ার জন্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের স্যারকে মেঘনা পাবলি...
25/02/2024

সুপ্রীম কোর্ট বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হওয়ার জন্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের স্যারকে মেঘনা পাবলিকেশন্স-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

Address

Fulbaria

Telephone

+8801711172704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Publications:

Share

Category