11/08/2025
📢 ই-জিপি প্রশিক্ষণ ঢাকায় শুরু হয়েছে 📢
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব এস.এম. মঈন উদ্দীন আহমেদ ১০ আগস্ট ২০২৫ তারিখে ঢাকার গুলশানে দোহাটেক সেন্টারে ই-জিপি প্রশিক্ষণের উদ্বোধন করেছেন। এ সময় বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) জনাব শেখ মুহাম্মদ রেফাত আলীও উপস্হিত ছিলেন।
দোহাটেক বিপিপিএ-এর পরামর্শক হিসেবে সরকারি ক্রয়ে সংশ্লিষ্ট অংশীজনদের ই-জি.পি প্রশিক্ষণ প্রদান করছে।
এ প্রশিক্ষণটি ১০ আগস্ট ২০২৫ তারিখে নিবন্ধিত দরদাতাদের জন্য একদিনের সেশন হিসেবে অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এ ই-জিপি প্রশিক্ষণ নিম্নরূপে পরিকল্পনা করা হয়েছে:
- প্রোকিউরিং এজেন্সি (৫ দিন)
- অর্গানাইজেশন অ্যাডমিন (১ দিন)
- নিবন্ধিত দরদাতা (১ দিন)
- নিবন্ধিত ব্যাংক (১ দিন)
- পলিসি লেভেল কর্মকর্তা (১ দিন)
প্রশিক্ষণ কার্যক্রমটি সরকারি ক্রয়ের ডিজিটাইজেশনের অংশ হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় সহজতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দরদাতাদের উদ্দেশ্যে বলেন, “সরকারি ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং Value for Money নিশ্চিত করতে দরদাতাদের ভূমিকা অপরিসীম। সকলের প্রকিউরমেন্ট আইন ও বিধি সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা জরুরি। দরদাতাদের মুনাফা অর্জন স্বাভাবিক, তবে সেটি নিয়ন্ত্রিত ও নৈতিক হওয়া প্রয়োজন।”
তিনি আরও জানান, আইন সংশোধনের মাধ্যমে খুব শিগগিরই ই-জিপি সিস্টেম বাধ্যতামূলক করা হবে এবং বিধি সংশোধনের পর ম্যানুয়াল টেন্ডার বন্ধ হয়ে যাবে। এজন্য রেজিস্ট্রেশন, টেন্ডার সাবমিশনসহ ই-জিপি প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অপরিহার্য। এই চুক্তির আওতায় ২৬০০ দরদাতাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। নিবন্ধিত দরদাতার সংখ্যা বেশি হওয়ায়, অ্যাসোসিয়েশন বা প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করলে বিপিপিএ থেকে রিসোর্স সরবরাহ করা হবে।
সিইও আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে যাতে জানা যায় প্রশিক্ষণ পর্যাপ্ত ছিল কিনা এবং নতুন কোনো বিষয় যুক্ত করার প্রয়োজন আছে কি না। এছাড়া, পিপিআর, ২০০৮ সংশোধনী বিষয়ে মতামত ১৮ আগস্ট ২০২৫-এর মধ্যে বিপিপিএ ওয়েবসাইটে প্রদত্ত ইমেইলে পাঠাতে অনুরোধ করেন। তিনি আশ্বাস দেন যে, সকল মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন:
📞 সরকারি ও ব্যাংক কর্মকর্তাগণ:
+৮৮ ০১৫৯৯৪৫৮৫৩
+৮৮ ০১৫৯৯৪৬২৬৯
📞 নিবন্ধিত দরদাতাগণ:
+৮৮ ০১৬৭৮৬২৫৩৩৬
#ইজিপি #সরকারি_ক্রয় #বিপিপিএ #প্রশিক্ষণ