বইওয়ালা

বইওয়ালা অনলাইন বুকশপ এন্ড স্টেশনারি।

 #প্রি_অর্ডার "রাজদ্রোহী"রেগুলার মূল্য= ৬৪০/-প্রি-অর্ডার মূল্য ৩২% ছাড়ে ৪৩৫৳ চার্জ ৪০৳প্রকাশিত হবে ১৯ মার্চ। কাহিনী সংক্...
11/03/2022

#প্রি_অর্ডার

"রাজদ্রোহী"

রেগুলার মূল্য= ৬৪০/-
প্রি-অর্ডার মূল্য ৩২% ছাড়ে ৪৩৫৳
চার্জ ৪০৳

প্রকাশিত হবে ১৯ মার্চ।

কাহিনী সংক্ষেপঃ
খুব সাধারণ একটা মিসিং পারসোনের কেস, প্রফেসর ইফতেখার মাহমুদ নামে তিন বছর আগে হারিয়ে যাওয়া এক আর্কিওলজিস্টকে খুঁজে বের করতে হবে। কিন্তু কাজে নামার সাথে সাথেই ইন্সপেক্টর আহমেদ বাশার সে বুঝতে পারলো কাজটা সহজ তো নয়ই বরং এটা সাধারণ কিছুও নয়। খড়ের গাঁদা থেকে তাকে সূঁচ খুঁজে বের করতে হবে, যেখানে একদিকে সূচটা অত্যন্ত বুদ্ধিমান, তার ওপরে আবার সূচটাকে খুঁজে বেড়াচ্ছে একাধিক মানুষ। কেসে নামার সাথে সাথেই সে এমন এক ঝুঁকি নিয়ে নিলো যা তাকে নিয়ে যেতে পারে লক্ষ্যের খুব কাছে অথবা পুরোপুরি শেষ করে দিতে পারে সদ্য ধ্বংসস্তুপ থেকে তুলে নিয়ে আসা পুলিশি ক্যারিয়ারকে। কিন্তু ঝুঁকি নিয়েই সে বুঝতে পারলো, বিরাট ভুল হয়ে গেছে।

সময়: ষোড়ষ শতকের শেষভাগ। মোঘল সম্রাট আকবর বাংলাকে বিদ্রোহী প্রদেশ হিসেবে ঘোষণা করে নিজের সবচেয়ে শক্তিশালী সেনাপতিদের একজন মানসিংহকে বাংলায় পাঠালো বারো ভূইয়াদের প্রধান ঈশা খাঁকে যুদ্ধে পরাজিত করে বন্দি হিসেবে আগ্রা নিয়ে যাওয়ার জন্য। বীর ঈশা খাঁ রুখে দাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু সৈন্য সংখ্যা থেকে শুরু করে সবকিছুই মোঘলদের প্রতিহত করার জন্যে অপ্রতুল। বাধ্য হয়ে সে নিজের বীর সেনাদের একজন মাসুম কাবুলী, যাকে পাঠান সেনাপতি শহবাজ খাঁ রাজদ্রোহী হিসেবে ঘোষণা করেছে, তাকে ভাওয়ালের জমিদার ফজল গাজীর আশ্রয় থেকে ডেকে পাঠালো বিশেষ এক উদ্দেশ্য নিয়ে। মাসুম খাঁ কাবুলীকে পানি-জঙ্গল আর হাওর বিধৌত এলাকা থেকে খুঁজে বের করতে হবে সদ্য বিধাব হওয়া এক সুবাদারের স্ত্রীকে। এই সুবাদারের স্ত্রীর কাছে আছে এমন কিছু যা বদলে দিতে পারে মোঘলদের সাথে বারো ভূইয়াদের যুদ্ধের গতিপথ। কাজে নেমেই মাসুম কাবুলী বুঝতে পারলো এই বিশেষ মানুষটিকে খুঁজে বের করে ঈশা খাঁর নিকটে পৌছাতে হলে তাকে মোকাবেলা করতে হবে মোঘলদের শক্তিশালী বাহিনী, স্থানীয় বিদ্রোহী ডাকাত এবং ভয়ঙ্কর পানির ঠগী হিসেবে পরিচিত পাঙ্গুদের।
অতীত ও বর্তমানের মেলবন্ধন হিসেবে সুপরিচিত রবিন জামান খানের

ইতিহাস আশ্রিত থ্রিলার সিরিজের বই সপ্তরিপু- ব্ল্যাক বুদ্ধা- মগরাজের ব্যাপক সাফলের পর এবার প্রকাশিত হতে যাচ্ছে সময় উপাখ্যান সিরিজের চতুর্থ বই রাজদ্রোহী, যেখানে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে বাংলার বুকে রাজত্ব করা বীর সেনানী বারো ভূইয়াদের বীরগাঁথা।

প্রি অর্ডার কনফার্ম করতে ইনবক্স করুন

27/02/2022

বিবর্ণ শহরের রূপকথা ডেলিভারি দেওয়া হয়েছে, ১/২ দিনে আপনার বই পেয়ে যাবেন।

 #প্রি_অর্ডার ৩০ টাকা ডেলিভারি চার্জ।অর্ডার করতে ইনবক্স করুন আমাকে/ বইওয়ালা হাঁটতে হাঁটতে একসময় প্রাণোর পা ব্যথা হয়ে গেল...
17/02/2022

#প্রি_অর্ডার
৩০ টাকা ডেলিভারি চার্জ।
অর্ডার করতে ইনবক্স করুন আমাকে/ বইওয়ালা

হাঁটতে হাঁটতে একসময় প্রাণোর পা ব্যথা হয়ে গেল। কষ্টটা চেহারায় ভেসে উঠলো। তুশিব বলল,
"কিছুক্ষণ একটু বসে যাই কী বলো?"
"ঠিক বলেছেন।"
প্রাণো এ কথা বলেই একটা বেঞ্চে বসে পড়ল। তুশিব পাশে বসে বলল,
"আমাকে তুমি করে বলা যায় না?"
প্রাণো পা দোলাতে দোলাতে হেসে বলল,
"না।"
তুশিব ভ্রু কুঁচকে বলল,
"কেন?"
প্রাণো হাসতে হাসতেই বলল,
"আপনার সাথে আমার সম্পর্কটা ঠিক তুমিতে মানায় না। এই সম্পর্কটা আপনিতেই খুব সুন্দর।"
"আমাদের কী এমন সম্পর্ক?"
"সম্পর্ক তো হিসাব করলে অনেকগুলোই বের হবে। তবে আমি মনে করি সম্পর্কটা কৃতজ্ঞতার। একবার আমাকে বিয়ে না করে আমাকে বাধিত করেছেন। আরেকবার অচেতন অবস্থায় নিরাপদ আশ্রয় দিয়ে বাধিত করেছেন। অথচ দেখুন আপনাকে একটা ধন্যবাদও দেয়া হয়নি।"
তুশিব হাসলো। প্রাণোও এবার হেসে বলল,
"অশেষ ধন্যবাদ তুশিব।"
"মাই প্লেজার।"
প্রাণো তুমি করে না বললেও বয়সে এত বড় হওয়া সত্ত্বেও কখনো ভাইয়া ডাকেনি। এখন নাম ধরে ডাকলো। তুমি করে বললেও হয়তো তুশিবের এত আনন্দ হতো না, যতটা নাম ধরে ডাকায় হলো। তুশিব প্রসঙ্গ পালটে বলল,
"বাফেলোতে কবে যাচ্ছ?"
"দেরি আছে।"
"কদিন থাকছো?"
"পরদিনই চলে আসব।"
"ওখানে কোথায় উঠবে?"
"হোটেলে।"
"নায়াগ্রা ফলসের সবচেয়ে কাছের শহর বাফেলো, এটা জানো?"
"শুনেছি।"
"এত কাছে গিয়ে নায়াগ্রা না ঘুরে ফিরে আসবে?"
প্রাণো হেসে বলল,
"নায়াগ্রা ঘুরতে নিয়ে যেতে চাচ্ছেন?"
তুশিব হেসে বলল,
"তোমার মনে আছে প্রাণো তোমাকে নিয়ে যেদিন বিয়ের শপিংয়ে গিয়েছিলাম? তুমি আমার সাথে একা কথা বলতে চাইছিলে বলে একটা কফিশপে বসেছিলাম।"
"মনে থাকবে না কেন?"
"সেদিন তোমার বেশ কয়েকটা কথা শুনেই আমি মনে মনে হাসছিলাম।"
"কেন?"
"বোকা বোকা কথা বলছিলে বলে। আমার সব কথাও বুঝতে পারছিলে না। আর এখন কথা বলার আগেই ধরা পড়ে যাচ্ছি।"

মহাযাত্রা ২য় খন্ড (অংশবিশেষ)
প্রকাশিতব্য উপন্যাস বইমেলা ২০২২

উর্বশী ডেলিভারি দেওয়া হয়েছে।  তবে যারা উর্বশী এবং বিবর্ণ শহরের রূপকথা একসাথে অর্ডার করেছিলেন তাদের বই পাঠানো হয়নি।
17/02/2022

উর্বশী ডেলিভারি দেওয়া হয়েছে।

তবে যারা উর্বশী এবং বিবর্ণ শহরের রূপকথা একসাথে অর্ডার করেছিলেন তাদের বই পাঠানো হয়নি।

15/02/2022

যারা উর্বশী অর্ডার করেছেন আপানাদের বই অটোগ্রাফ এর জন্য পাঠানো হয়েছে এই সপ্তাহে বিবর্ণ শহরের রূপকথা চলে আসবে ঐটার ও অটোগ্রাফ হবে৷ আর মেলা শুরু হয়েছে লেখকের ব্যাস্ততা বেড়েছে, আশাকরি অপেক্ষা করবেন।
বই ডেলিভারি দিয়ে জানানো হবে ❤️

মুদ্রিত মূল্য ৩০০৳ ৩০% ছাড়ে বইওয়ালা তে ২১০৳ চার্জ ৪০৳(https://www.facebook.com/Boimela.ekhanei/) বইয়ের নাম- জলে ভাসা পদ...
06/02/2022

মুদ্রিত মূল্য ৩০০৳ ৩০% ছাড়ে বইওয়ালা তে ২১০৳
চার্জ ৪০৳
(https://www.facebook.com/Boimela.ekhanei/)

বইয়ের নাম- জলে ভাসা পদ্ম
লেখকের নাম- মিম্ মি রহমান
প্রকাশনী নাম- উপকথা প্রকাশন
বইয়ের মুদ্রিত মূল্য- ৩০০
বইয়ের ধরণ- হার্ডকাভার
উপন্যাস

পতিতা!
নিশিকন্যা!
দেহপসারিনী!
বেশ্যা, রক্ষিতা, খানকি, জারিণী, পুংশ্চলী, অতীত্বরী, গণিকা, কুলটা, বারবণিতা, কুম্ভদাসী, নটি, রূপজীবীসহ
পেশাদার যৌনকর্মীর বাংলায় অফিসিয়ালি আভিধানিক
প্রায় ৩০০টি প্রতিশব্দ আছে।

বাংলার পাশাপাশি ইংরেজি কলগার্ল, কেপ্ট এবং এসকর্ট গার্ল শব্দগুলোও সমানভাবে বহুল ব্যবহৃত আমাদের সমাজে। সমাজের আদিমতম পেশা পতিতাবৃত্তির হালের গাল ভরা নাম এসকর্ট সার্ভিস থিম নিয়েই লেখা আমার জলে ভাসা পদ্ম।

জন্মসূত্রে আমি যে সো কলড সভ্য সমাজের একজন সুবিধাভোগী নাগরিক, পেশার বিচারে এ দেশের প্রথম শ্রেণীর সেখান থেকে এই কন্যাদের জীবনকে ধারণ করা তো দূরের কথা, বোঝার চেষ্টা করাটাও ছিল মানসিকভাবে চ্যালেঞ্জিং আমার জন্য। আমাকে সবচেয়ে বেশি অস্থির করেছে যে ভাবনটা তা হলো সমাজের সব থেকে ঘৃণিত এই পেশাজীবী আমার জলে ভাসা পদ্মের নোরা, রুবাবা, টিকলি, মিলা, সায়ন্তনী আন্টি, কাবেরি খালা, রুকমণি মাসী হলেও ক্রেতারা হচ্ছেন আমার আশেপাশের সভ্য সমাজের মানুষেরাই !

আমাদের সমাজে আমরা খুব সহজেই মানুষকে ট্যাগ দিয়ে ফেলি। এ সমাজে আমরা প্রত্যেকেই যেন বিচারক মানুষের পাপ পুণ্যের। অহরহ আমরা ধর্ম টেনে কথা বলি। বেশিরভাগ সময়ই তা পুরোপুরি না জেনে। বড্ড বেশি জাজমেন্টাল আমরা। যুগ যুগ ধরে আমরা এমন। সময় বদলালেও আমাদের মন মানসিকতা আধুনিক সভ্য হয়নি এখনো। একাডেমিক সার্টিফিকেটের মালিক হলেও আমাদের আত্মা শিক্ষিত হতে ঢেড় দেরী।

সহীহ বুখারী শরীফের ৩৩২১ নম্বর হাদিসটি শেয়ার করি আপনাদের সাথে----আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন "একদা এক পতিতা মরুভূমির মধ্যে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন যে একটি কুকুর পানির তৃষ্ণায় মৃতপ্রায়। তখন এই পতিতা তার জুতো খুলে সেই জুতো তার মাথার স্কার্ফ-এর সাথে বেঁধে একটি গর্ত থেকে পানি তুলে কুকুরকে খাইয়ে তার জীবন বাঁচিয়েছিল। এই একটি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন।"

ভাবতে পারেন ? সামান্য এক কুকুরকে পানি খাইয়ে জীবন বাঁচানোর জন্য সভাজের চোখে একজন ঘৃণিত পতিতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। অথচ আমাদের সমাজের বিচার কী বলে? আমরা হলে কি একজন পতিতাকে ক্ষমা করতাম?

এই হাদিস থেকে আমাদের বহু ভাবনার খোরাক আছে।
ধর্ম বড় না কর্ম বড় ?
পেশা বড় না কর্ম বড় ?

বইটির নামকরণ করেছি শিবদাস ব্যানার্জির লেখা, সুরকার ভূপেন হাজারিকার সুরে কন্ঠ দেয়া প্রতিমা বন্দোপাধ্যায়ের বিখ্যাত গান "জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা" থেকে।

মিম্ মি রহমান

৩০% ছাড়ে প্রি_অর্ডার,বইঃ দোষক্ষালনলেখকঃ এ আর চৌধুরী রাহিপ্রকাশনী কুহকমুদ্রিত মূল্য ২২০টাকা৩০% ছাড়ে ১৫৪ডেলিভারি চার্জ ৪০৳...
01/02/2022

৩০% ছাড়ে প্রি_অর্ডার,
বইঃ দোষক্ষালন
লেখকঃ এ আর চৌধুরী রাহি
প্রকাশনী কুহক
মুদ্রিত মূল্য ২২০টাকা
৩০% ছাড়ে ১৫৪
ডেলিভারি চার্জ ৪০৳
_______
ফ্ল্যাপ থেকে -

ধনী এক তরুণী তার অহংকারবোধ থেকে বেরিয়ে এসে সাধারণ জীবনপ্রবাহের সাথে মিশে যায় এবং একটা প্রত্যন্ত অঞ্চলকে দান করে অনন্য রূপ। এই সাধারণ মানুষের সাথে সেই তরুণীর যোগসূত্র স্থাপনের মূল হোতা অসহায় মধ্যবিত্ত পরিবারের এক তরুণ। তার আছে 'ভালোবাসা' নামক মূল্যবান সম্পর্ক থেকে পালিয়ে বেড়ানোর তাড়া। একটা পাহাড়ি অঞ্চলে দুজনের মধ্যে গড়ে উঠা সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকার ব্যাকুলতা কি পারবে তাদেরকে এক করতে? না-কি অসহায়ত্বের দোহাই দিয়েই সম্পর্কের ইতি ঘটবে?

আমরা সচরাচর যেসকল গল্প সাগ্রহে পড়ে থাকি, প্রতিটা গল্পই মূলত জীবন থেকে নেয়া। 'দোষক্ষালন' ফিকশন হলেও, কোথাও না কোথাও আমাদের যাপিত জীবনের রঙ এই গল্পেও মিশে আছে। শিক্ষা, ভালোবাসা, দায়বদ্ধতা, সামাজিক দৃষ্টিভঙ্গি, আবেগ সবকিছুর সংমিশ্রণেই 'দোষক্ষালন' এর জন্ম।

৩৫% ছাড়ে বইওয়ালা তে ৪৩৮৳,  অর্ডার করতে ইনবক্স করুন। উপন্যাসঃ ঘর লেখকঃ শারমিন আক্তার সাথীপ্রকাশকঃ বইবাজার প্রকাশনী প্রচ্ছ...
30/01/2022

৩৫% ছাড়ে বইওয়ালা তে ৪৩৮৳, অর্ডার করতে ইনবক্স করুন।

উপন্যাসঃ ঘর
লেখকঃ শারমিন আক্তার সাথী
প্রকাশকঃ বইবাজার প্রকাশনী
প্রচ্ছদ: আরিফুল হাসান
মুদ্রিত মূল্যঃ ৬৭৫ টাকা

ফ্যাপ:
আয়াত তনয়ার পা‌শে হাঁট‌ছে। পাব‌লিক প্লেস ব‌লে হাত ধরতে লজ্জা কর‌ছে দুজনারই। তবুও সং‌কোচ ভু‌লে আয়াত, তনয়ার হাতটা ধ‌রেই ফেলল। মৃদু হে‌সে তনয়াও আয়া‌তের আঙু‌লে নি‌জের আঙুল জ‌ড়ি‌য়ে নিল। রাস্তার দুই পা‌শে বড় বড় গা‌ছে ঘেরা। তপ্ত দুপু‌রেও বৃহদাকার গাছগু‌লো রাস্তাটা‌কে শীতল ক‌রে রে‌খে‌ছে। একটা গা‌ছে একটা পা‌খির বাসা দে‌খে তনয়া আঙুল উঁচি‌য়ে বলল,
'‌দেখো আয়াত পাখির ঘরটা কত সুন্দর?'
'হ্যাঁ সুন্দর। তা‌র চে‌য়েও সুন্দর ওদের জোড়া। দেখ‌বে পা‌খিরা শত বিপ‌দেও একে অপ‌রের সঙ্গ ছা‌ড়ে না। যতই বাঁধা বিপ‌ত্তি আসুক ওদের ঘর থা‌কে সুখময়। ঠিক আমা‌দের মতো। ঝড় যতই আসুক আমরা সবসময় এক থাকব।'
মৃদু হে‌সে তনয়া বলল,
'আর আমা‌দের ঘর!'
'আমা‌দের ঘর হ‌বে স্বর্গসুখময় যেখা‌নে বিলাসিতা না থাকুক কিন্তু সুখ প‌রিপূর্ণ থাক‌ুক।'
তনয়া আয়া‌তের হাত আর একটু শক্ত ক‌রে ধ‌রে বলল,
'পূর্ণ হ‌বে তো আমা‌দের শত বছর ঘর করার স্বপ্ন?'
মৃদু হে‌সে আ‌রো শক্ত ক‌রে তনয়ার হাত জ‌ড়ি‌য়ে নিল আয়াত। মৃদু হাসল তনয়াও সা‌থে বোধ হয় মৃদু হাসল গা‌ছের মগডা‌লে থাকা পা‌খির জোড়াও।
বহু দেশ ঘু‌রে ফি‌রে আমরা যতই
নি‌জের চোখকে প‌রিতৃপ্ত ক‌রি না কেন, আসল শা‌ন্তি কিন্তু ঘ‌রে ফেরার পরই হয়। বা‌হি‌রের পৃ‌থিবী যতই সৌন্দ‌র্যে ঘেরা হোক না কেন, ঘ‌রের অপর নাম কিন্তু শা‌ন্তি। শত বছর এক সা‌থে ঘর করার স্বপ্ন দেখা, একে অপ‌রের নেশায় আসক্ত দু‌টো প্রা‌ণের স্নিগ্ধময়ী গল্প এ ঘর। কিন্তু তা‌দের ঘর করার স্বপ্ন স‌ত্যি হ‌বে তো? তারা কি বাঁধ‌তে পার‌বে সু‌খের ঘর?

আলহামদু‌লিল্লাহ্!
সকল প্রশংসা সৃ‌ষ্টিকর্তার।

মুদ্রিত মূল্য ৩০০৳ ৩০% ছাড়ে বইওয়ালা  তে ২১০৳ চার্জ ৪০৳বইয়ের নাম- জলে ভাসা পদ্ম লেখকের নাম- মিম্ মি রহমানপ্রকাশনী নাম- উ...
27/01/2022

মুদ্রিত মূল্য ৩০০৳ ৩০% ছাড়ে বইওয়ালা তে ২১০৳
চার্জ ৪০৳

বইয়ের নাম- জলে ভাসা পদ্ম
লেখকের নাম- মিম্ মি রহমান
প্রকাশনী নাম- উপকথা প্রকাশন
বইয়ের মুদ্রিত মূল্য- ৩০০
বইয়ের ধরণ- হার্ডকাভার
উপন্যাস

পতিতা!
নিশিকন্যা!
দেহপসারিনী!
বেশ্যা, রক্ষিতা, খানকি, জারিণী, পুংশ্চলী, অতীত্বরী, গণিকা, কুলটা, বারবণিতা, কুম্ভদাসী, নটি, রূপজীবীসহ
পেশাদার যৌনকর্মীর বাংলায় অফিসিয়ালি আভিধানিক
প্রায় ৩০০টি প্রতিশব্দ আছে।

বাংলার পাশাপাশি ইংরেজি কলগার্ল, কেপ্ট এবং এসকর্ট গার্ল শব্দগুলোও সমানভাবে বহুল ব্যবহৃত আমাদের সমাজে। সমাজের আদিমতম পেশা পতিতাবৃত্তির হালের গাল ভরা নাম এসকর্ট সার্ভিস থিম নিয়েই লেখা আমার জলে ভাসা পদ্ম।

জন্মসূত্রে আমি যে সো কলড সভ্য সমাজের একজন সুবিধাভোগী নাগরিক, পেশার বিচারে এ দেশের প্রথম শ্রেণীর সেখান থেকে এই কন্যাদের জীবনকে ধারণ করা তো দূরের কথা, বোঝার চেষ্টা করাটাও ছিল মানসিকভাবে চ্যালেঞ্জিং আমার জন্য। আমাকে সবচেয়ে বেশি অস্থির করেছে যে ভাবনটা তা হলো সমাজের সব থেকে ঘৃণিত এই পেশাজীবী আমার জলে ভাসা পদ্মের নোরা, রুবাবা, টিকলি, মিলা, সায়ন্তনী আন্টি, কাবেরি খালা, রুকমণি মাসী হলেও ক্রেতারা হচ্ছেন আমার আশেপাশের সভ্য সমাজের মানুষেরাই !

আমাদের সমাজে আমরা খুব সহজেই মানুষকে ট্যাগ দিয়ে ফেলি। এ সমাজে আমরা প্রত্যেকেই যেন বিচারক মানুষের পাপ পুণ্যের। অহরহ আমরা ধর্ম টেনে কথা বলি। বেশিরভাগ সময়ই তা পুরোপুরি না জেনে। বড্ড বেশি জাজমেন্টাল আমরা। যুগ যুগ ধরে আমরা এমন। সময় বদলালেও আমাদের মন মানসিকতা আধুনিক সভ্য হয়নি এখনো। একাডেমিক সার্টিফিকেটের মালিক হলেও আমাদের আত্মা শিক্ষিত হতে ঢেড় দেরী।

সহীহ বুখারী শরীফের ৩৩২১ নম্বর হাদিসটি শেয়ার করি আপনাদের সাথে----আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন "একদা এক পতিতা মরুভূমির মধ্যে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন যে একটি কুকুর পানির তৃষ্ণায় মৃতপ্রায়। তখন এই পতিতা তার জুতো খুলে সেই জুতো তার মাথার স্কার্ফ-এর সাথে বেঁধে একটি গর্ত থেকে পানি তুলে কুকুরকে খাইয়ে তার জীবন বাঁচিয়েছিল। এই একটি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন।"

ভাবতে পারেন ? সামান্য এক কুকুরকে পানি খাইয়ে জীবন বাঁচানোর জন্য সভাজের চোখে একজন ঘৃণিত পতিতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। অথচ আমাদের সমাজের বিচার কী বলে? আমরা হলে কি একজন পতিতাকে ক্ষমা করতাম?

এই হাদিস থেকে আমাদের বহু ভাবনার খোরাক আছে।
ধর্ম বড় না কর্ম বড় ?
পেশা বড় না কর্ম বড় ?

বইটির নামকরণ করেছি শিবদাস ব্যানার্জির লেখা, সুরকার ভূপেন হাজারিকার সুরে কন্ঠ দেয়া প্রতিমা বন্দোপাধ্যায়ের বিখ্যাত গান "জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা" থেকে।

মিম্ মি রহমান

২৫% ছাড়ে বইওয়ালা তে ১৮৭৳ অর্ডার করতে ইনবক্স করুন (সাথে থাকছে অটোগ্রাফ ) ডেলিভারি চার্জ ৪০৳বইঃ বিবর্ণ শহরের রূপকথা লেখকঃ ...
27/01/2022

২৫% ছাড়ে বইওয়ালা তে ১৮৭৳ অর্ডার করতে ইনবক্স করুন (সাথে থাকছে অটোগ্রাফ )
ডেলিভারি চার্জ ৪০৳

বইঃ বিবর্ণ শহরের রূপকথা
লেখকঃ ইতি চৌধুরী
প্রচ্ছদ মূল্যঃ ২৫০
২৫% ছাড়ে ১৮৭৳
প্রকাশনীঃ বইবাজার

ফ্ল্যাপের অংশ,
দপ করে কিছু একটা পড়ার শব্দ হয়। কি পরলো দেখার জন্য দরিয়া এদিক সেদিক তাকায়। কিন্তু কিছু দেখতে পায় না। পরক্ষণেই সে পেছন ঘুরে দাঁড়ায়। তার থেকে খানিকটা দূরত্বেই পরেছে জিনিসটা। কয়েক কদম এগিয়ে যায় সে। জিনিসটা থেকে খুব বেশি হলে আট বা দম কদমের দূরত্ব তার। এখান থেকে সে স্পষ্ট দেখতে পারছে শীর্ষচ্ছেদ করা বিড়ালের দেহটা। মাথা নেই কেবল দেহ। কাটা জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে। তাজা রক্ত মাটি ভেসে যাচ্ছে। দেখেই বুঝা যাচ্ছে এই মাত্রই সম্ভবত বিড়ালটার গলা কাটা হয়েছে। সেইদিনের মতো। ইতোমধ্যেই দরিয়ার গা কাঁপুনি শুরু হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তেই আবার কিছু একটা মাটিতে পরে। তবে এবার দূরে কোথাও নয়। ঠিক পায়ের কাছে বিড়ালের মাথা এসে পড়েছে। দরিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। অনেক আগেই তার হাত থেকে মোবাইল ফোনটা পরে গেছে। এবারে চোখের সামনে অন্ধকার নেমে আসে তার। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পরে সে। তারপর চারিদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। কেবল কানে সে ম্যাউ ম্যাউ শব্দ শুনতে পায়। কারো বাঁচতে চাওয়ার আর্তনাদ। ম্যাউ, ম্যাউ, ম্যাউ...

অর্ডার করলেই থাকছে ২৫% ছাড়ে ২০০৳ সাথে লেখকের অটোগ্রাফ!চার্জ ৪০৳বইঃ উর্বশীলেখকঃ ইতি চৌধুরীপ্রকাশনীঃ তাম্রলিপি🛒প্রি-অর্ডার...
26/01/2022

অর্ডার করলেই থাকছে ২৫% ছাড়ে ২০০৳ সাথে লেখকের অটোগ্রাফ!

চার্জ ৪০৳
বইঃ উর্বশী
লেখকঃ ইতি চৌধুরী
প্রকাশনীঃ তাম্রলিপি

🛒প্রি-অর্ডার করতে ইনবক্স করুন : https://www.facebook.com/Boimela.ekhanei/

বইয়ের কিছু অংশঃ
বাবা-মায়ের ভালোবাসার কথা ভাবতে ভাবতেই দুম করে উর্বশীর চোখের পাতায় তাকে দেখতে আসা উৎসব নামক ঘেমে নেয়ে লাল হয়ে যাওয়া ছেলেটার মুখ ভেসে ওঠে। সেই সঙ্গে মস্তিষ্কে আলোড়িত হয় কতশত ভাবনা। সত্যি যদি এই ছেলেটার সাথে তার বিয়ে হয় তাহলে কি একটা সময় সে নিজেও মায়ের মতো করে ভালোবাসবে! তার অসুখে কষ্ট পাবে? দুঃখে দুঃখ পাবে? আনন্দে আনন্দিত হবে? সুখে সুখ পাবে? সুখ! সত্যি কি সুখ নামক পাখিটা তার জীবন আকাশে ডানা ঝাপটে উড়ে বেড়াবে? আহা রে, সুখ রে! এই সুখের জন্য মানুষ কত মরিয়া হয়ে থাকে! যেকোনো কিছুর বিনিময়ে মানুষ কেবল সুখ চায়। সুখী হতে চায়। যে দুঃখী সে সুখী হতে চায়। যে সুখী সে আরও সুখী হতে চায়। সবার কেবল সুখ চাই, সুখ। সুখ যদি লেইস ফিতার মত দশ টাকা পিস হিসেবে কিনতে পাওয়া যেত তাহলে মানুষ সুখ কিনে নিজের ঘর বোঝাই করে রাখত। লেইস ফিতাওয়ালা গলা ছেড়ে হাঁকত, এই সুখ কিনবেন, সুখ…

মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা
২৫% ছাড়ে ২০০ টাকা

নোটঃ প্রি-অর্ডারের বই এ পেমেন্ট আগে করতে হবে এবং প্রি-অর্ডার শেষ হওয়ার ১৫ দিন পর থেকে ডেলিভারি দেওয়া শুরু করা হবে।

৩০% ছাড়ে ১৫৭৳ অর্ডার করতে ইনবক্স করুন বইওয়ালা  ফ্লাপ:- জয়দেবপুরের এক দোতলা বাড়িতে ঘটে যায় এক নৃশংস ঘটনা। একরাতে একই বাড়ি...
26/01/2022

৩০% ছাড়ে ১৫৭৳ অর্ডার করতে ইনবক্স করুন বইওয়ালা

ফ্লাপ:- জয়দেবপুরের এক দোতলা বাড়িতে ঘটে যায় এক নৃশংস ঘটনা। একরাতে একই বাড়িতে তিনজন সনামধন্য লেখকের মৃত্যু। এটা নিয়ে তোলপাড় শুরু হয় পুরো দেশে। এই কেসের দায়িত্ব পড়ে জয়দেবপুর থানার ওসি জামালের উপর। তদন্ত করে শুধু পাওয়া যায় একটা ফিঙ্গারপ্রিন্ট।
এসবের মাঝে খবরটা পৌছে যায় আহনাফের কাছে। সে সত্য অনুসন্ধানকারী একজন মানুষ। খবর পেয়ে ছুটে যায় থানায়। খুনের তদন্তে পুলিশের সাথে কাজ করতে চাইলেও শুরুতে আহনাফকে না শুনতে হয়, পরবর্তীতে অনুমতি পেয়ে যায় সে। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে খুন হওয়া লেখকদের মধ্যে একজন হচ্ছে তার কলেজ জীবনের একমাত্র বান্ধবীর স্বামীর। বেরিয়ে আসে নানা জানা-অজানা গল্প।
বেশ কিছুদিন হলেও খুনিকে খুঁজে বের করা সম্ভব হয় না। তবুও চলতে থাকে খুনিকে খোঁজা। আদৌও কী তারা পারবে খুনিকে খুঁজে বের করতে নাকি সময়ের সাথে কেসটা ধামাচাপা পড়ে যাবে অন্যান্য কেসের মতো? আহনাফ কী পারবে এসবের পেছনে লুকিয়ে থাকা খুনি ও খুনের আসল ঘটনাকে বের করতে? হতে পারে এর পেছনে লুকিয়ে আছে আরো এক বিশাল রহস্য!

প্রকাশিতব্য বই - প্রণেতা
প্রকাশকাল - বইমেলা ২০২২
জনরা - সাইকোলজিক্যাল থ্রিলার
প্রকাশনী - বইবাজার প্রকাশনী
প্রচ্ছদ শিল্পী - আদনান আহমেদ রিজন
মলাট মূল্য-২২৫টাকা

মুদ্রিত মূল্য ৩০০৳ ৩০% ছাড়ে বইওয়ালা তে ২১০৳ চার্জ ৪০৳বইয়ের নাম- জলে ভাসা পদ্ম লেখকের নাম- মিম্ মি রহমানপ্রকাশনী নাম- উপ...
25/01/2022

মুদ্রিত মূল্য ৩০০৳ ৩০% ছাড়ে বইওয়ালা তে ২১০৳
চার্জ ৪০৳

বইয়ের নাম- জলে ভাসা পদ্ম
লেখকের নাম- মিম্ মি রহমান
প্রকাশনী নাম- উপকথা প্রকাশন
বইয়ের মুদ্রিত মূল্য- ৩০০
বইয়ের ধরণ- হার্ডকাভার
উপন্যাস

পতিতা!
নিশিকন্যা!
দেহপসারিনী!
বেশ্যা, রক্ষিতা, খানকি, জারিণী, পুংশ্চলী, অতীত্বরী, গণিকা, কুলটা, বারবণিতা, কুম্ভদাসী, নটি, রূপজীবীসহ
পেশাদার যৌনকর্মীর বাংলায় অফিসিয়ালি আভিধানিক
প্রায় ৩০০টি প্রতিশব্দ আছে।

বাংলার পাশাপাশি ইংরেজি কলগার্ল, কেপ্ট এবং এসকর্ট গার্ল শব্দগুলোও সমানভাবে বহুল ব্যবহৃত আমাদের সমাজে। সমাজের আদিমতম পেশা পতিতাবৃত্তির হালের গাল ভরা নাম এসকর্ট সার্ভিস থিম নিয়েই লেখা আমার জলে ভাসা পদ্ম।

জন্মসূত্রে আমি যে সো কলড সভ্য সমাজের একজন সুবিধাভোগী নাগরিক, পেশার বিচারে এ দেশের প্রথম শ্রেণীর সেখান থেকে এই কন্যাদের জীবনকে ধারণ করা তো দূরের কথা, বোঝার চেষ্টা করাটাও ছিল মানসিকভাবে চ্যালেঞ্জিং আমার জন্য। আমাকে সবচেয়ে বেশি অস্থির করেছে যে ভাবনটা তা হলো সমাজের সব থেকে ঘৃণিত এই পেশাজীবী আমার জলে ভাসা পদ্মের নোরা, রুবাবা, টিকলি, মিলা, সায়ন্তনী আন্টি, কাবেরি খালা, রুকমণি মাসী হলেও ক্রেতারা হচ্ছেন আমার আশেপাশের সভ্য সমাজের মানুষেরাই !

আমাদের সমাজে আমরা খুব সহজেই মানুষকে ট্যাগ দিয়ে ফেলি। এ সমাজে আমরা প্রত্যেকেই যেন বিচারক মানুষের পাপ পুণ্যের। অহরহ আমরা ধর্ম টেনে কথা বলি। বেশিরভাগ সময়ই তা পুরোপুরি না জেনে। বড্ড বেশি জাজমেন্টাল আমরা। যুগ যুগ ধরে আমরা এমন। সময় বদলালেও আমাদের মন মানসিকতা আধুনিক সভ্য হয়নি এখনো। একাডেমিক সার্টিফিকেটের মালিক হলেও আমাদের আত্মা শিক্ষিত হতে ঢেড় দেরী।

সহীহ বুখারী শরীফের ৩৩২১ নম্বর হাদিসটি শেয়ার করি আপনাদের সাথে----আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন "একদা এক পতিতা মরুভূমির মধ্যে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন যে একটি কুকুর পানির তৃষ্ণায় মৃতপ্রায়। তখন এই পতিতা তার জুতো খুলে সেই জুতো তার মাথার স্কার্ফ-এর সাথে বেঁধে একটি গর্ত থেকে পানি তুলে কুকুরকে খাইয়ে তার জীবন বাঁচিয়েছিল। এই একটি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন।"

ভাবতে পারেন ? সামান্য এক কুকুরকে পানি খাইয়ে জীবন বাঁচানোর জন্য সভাজের চোখে একজন ঘৃণিত পতিতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। অথচ আমাদের সমাজের বিচার কী বলে? আমরা হলে কি একজন পতিতাকে ক্ষমা করতাম?

এই হাদিস থেকে আমাদের বহু ভাবনার খোরাক আছে।
ধর্ম বড় না কর্ম বড় ?
পেশা বড় না কর্ম বড় ?

বইটির নামকরণ করেছি শিবদাস ব্যানার্জির লেখা, সুরকার ভূপেন হাজারিকার সুরে কন্ঠ দেয়া প্রতিমা বন্দোপাধ্যায়ের বিখ্যাত গান "জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা" থেকে।

মিম্ মি রহমান

২০২২ এ আমার চাহিদার শীর্ষে বইঃ বিবর্ণ শহরের রূপকথালেখকঃ Eti Chowdhury - ইতি চৌধুরী বইবাজার প্রকাশনী এই বইটি প্রচ্ছদের মত...
22/01/2022

২০২২ এ আমার চাহিদার শীর্ষে
বইঃ বিবর্ণ শহরের রূপকথা
লেখকঃ Eti Chowdhury - ইতি চৌধুরী
বইবাজার প্রকাশনী

এই বইটি প্রচ্ছদের মতই চমৎকার হবে ❤️

৩০% ছাড়ে ১৫৭৳ অর্ডার করতে ইনবক্স করুন বইওয়ালা ফ্লাপ:- জয়দেবপুরের এক দোতলা বাড়িতে ঘটে যায় এক নৃশংস ঘটনা। একরাতে একই বাড়িত...
22/01/2022

৩০% ছাড়ে ১৫৭৳ অর্ডার করতে ইনবক্স করুন বইওয়ালা

ফ্লাপ:- জয়দেবপুরের এক দোতলা বাড়িতে ঘটে যায় এক নৃশংস ঘটনা। একরাতে একই বাড়িতে তিনজন সনামধন্য লেখকের মৃত্যু। এটা নিয়ে তোলপাড় শুরু হয় পুরো দেশে। এই কেসের দায়িত্ব পড়ে জয়দেবপুর থানার ওসি জামালের উপর। তদন্ত করে শুধু পাওয়া যায় একটা ফিঙ্গারপ্রিন্ট।
এসবের মাঝে খবরটা পৌছে যায় আহনাফের কাছে। সে সত্য অনুসন্ধানকারী একজন মানুষ। খবর পেয়ে ছুটে যায় থানায়। খুনের তদন্তে পুলিশের সাথে কাজ করতে চাইলেও শুরুতে আহনাফকে না শুনতে হয়, পরবর্তীতে অনুমতি পেয়ে যায় সে। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে খুন হওয়া লেখকদের মধ্যে একজন হচ্ছে তার কলেজ জীবনের একমাত্র বান্ধবীর স্বামীর। বেরিয়ে আসে নানা জানা-অজানা গল্প।
বেশ কিছুদিন হলেও খুনিকে খুঁজে বের করা সম্ভব হয় না। তবুও চলতে থাকে খুনিকে খোঁজা। আদৌও কী তারা পারবে খুনিকে খুঁজে বের করতে নাকি সময়ের সাথে কেসটা ধামাচাপা পড়ে যাবে অন্যান্য কেসের মতো? আহনাফ কী পারবে এসবের পেছনে লুকিয়ে থাকা খুনি ও খুনের আসল ঘটনাকে বের করতে? হতে পারে এর পেছনে লুকিয়ে আছে আরো এক বিশাল রহস্য!

প্রকাশিতব্য বই - প্রণেতা
প্রকাশকাল - বইমেলা ২০২২
জনরা - সাইকোলজিক্যাল থ্রিলার
প্রকাশনী - বইবাজার প্রকাশনী
প্রচ্ছদ শিল্পী - আদনান আহমেদ রিজন
মলাট মূল্য-২২৫টাকা

প্রি-অর্ডার করলেই থাকছে ২৫% ছাড় সাথে ফ্রি-ডেলিভারি এবং লেখকের স্পেশাল অটোগ্রাফ!( আপনার নামসহ ) আমাদের ফ্রি ডেলিভারির শেষ...
16/01/2022

প্রি-অর্ডার করলেই থাকছে ২৫% ছাড় সাথে ফ্রি-ডেলিভারি এবং লেখকের স্পেশাল অটোগ্রাফ!( আপনার নামসহ )
আমাদের ফ্রি ডেলিভারির শেষ সময় ১৯ তারিখ।
বইঃ উর্বশী
লেখকঃ ইতি চৌধুরী
প্রকাশনীঃ তাম্রলিপি

🛒প্রি-অর্ডার করতে ইনবক্স করুন : https://www.facebook.com/Boimela.ekhanei/

বইয়ের কিছু অংশঃ
বাবা-মায়ের ভালোবাসার কথা ভাবতে ভাবতেই দুম করে উর্বশীর চোখের পাতায় তাকে দেখতে আসা উৎসব নামক ঘেমে নেয়ে লাল হয়ে যাওয়া ছেলেটার মুখ ভেসে ওঠে। সেই সঙ্গে মস্তিষ্কে আলোড়িত হয় কতশত ভাবনা। সত্যি যদি এই ছেলেটার সাথে তার বিয়ে হয় তাহলে কি একটা সময় সে নিজেও মায়ের মতো করে ভালোবাসবে! তার অসুখে কষ্ট পাবে? দুঃখে দুঃখ পাবে? আনন্দে আনন্দিত হবে? সুখে সুখ পাবে? সুখ! সত্যি কি সুখ নামক পাখিটা তার জীবন আকাশে ডানা ঝাপটে উড়ে বেড়াবে? আহা রে, সুখ রে! এই সুখের জন্য মানুষ কত মরিয়া হয়ে থাকে! যেকোনো কিছুর বিনিময়ে মানুষ কেবল সুখ চায়। সুখী হতে চায়। যে দুঃখী সে সুখী হতে চায়। যে সুখী সে আরও সুখী হতে চায়। সবার কেবল সুখ চাই, সুখ। সুখ যদি লেইস ফিতার মত দশ টাকা পিস হিসেবে কিনতে পাওয়া যেত তাহলে মানুষ সুখ কিনে নিজের ঘর বোঝাই করে রাখত। লেইস ফিতাওয়ালা গলা ছেড়ে হাঁকত, এই সুখ কিনবেন, সুখ…

⌚️ প্রি-অর্ডারের শেষ সময়ঃ ২৩/০১/২০২২
মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা
২৫% ছাড়ে ২০০ টাকা

নোটঃ প্রি-অর্ডারের বই এ পেমেন্ট আগে করতে হবে এবং প্রি-অর্ডার শেষ হওয়ার ১৫ দিন পর থেকে ডেলিভারি দেওয়া শুরু করা হবে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share