
19/04/2025
আলহামদুলিল্লাহ্ ...
সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য...
নিজের তৈরী ব্রাউজার দিয়ে অনেক ওয়েবসাইট ভিজিট করলাম।
এখনো অনেক কিছু কাস্টমাইজেশন বাকি আছে কিন্তু তার সাথে আছে সস্থি ...
বর্তমান সময়ের বাঘা বাঘা কোম্পানি গুগল এর ক্রোম, ফায়ারফক্স আরো অনেক ব্রাউজার থাকতে কেনো নিজের ব্রাউজার তৈরী করতে গেলাম ? কারন একটাই ২৪ ঘন্টার মধ্যে ১০-১৫ ঘন্টা কম্পিউটারে বসে হয় ও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইট ভিজিট অনেটা বাধ্যতামূলক।
আর গুগল ক্রোম, ফায়ারফক্স আরো অনেক ব্রাউজার যেটাই ব্যাবহার করেন না কেনো, তারা ঠিকই Anonymous আপনার ডাটা, ওয়েব ট্র্যাক সহ অনেক কিছুই করে। যেটা থেকে বাঁচার একমাত্র মাধ্যম নিজেকে সরিয়ে নেয়া বা নিজেদের অন্য উপায় তৈরী করে নেয়া।
দোয়া করবেন যেনো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।