
11/08/2025
✅এসএসসি (SSC)ও এইচএসসি(HSC)পাশ করে সরকারি ও বেসরকারিভাবে জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ🇯🇵🇯🇵
✅ স্টুডেন্ট ভিসা।
এইচএসসি(HSC) পাশ হতে হবে।এই পোগ্রামে যেতে আপনাকে N5 লেভেল শেষ করে। একটি এজেন্সি এর মাধ্যমে প্রসেসিং করে যেতে হবে। পড়ার পাশাপাশি কাজের সুযোগ থাকে ।
✅জাপানে জব ভিসা
✅ ভিসা গুলো
১.N5 করে TITP তে।
২.N4 করে SSW তে।
৩.গ্রাজুয়েশন করা থাকলে সরাসরি জব ভিসা বলে থাকে। (International Job Visa)
১.TITP এর মানে হলো Technical Intern Training Program.
এই পোগ্রামে যেতে আপনাকে N5 লেভেল শেষ করে। একটি এজেন্সি এর মাধ্যমে প্রসেসিং করে যেতে হবে। সবকিছু এজেন্সি করে দিবে। NAT/JLPT থাকলে ভালো হয় না থাকলে সমস্যা নেই।
৩ বছর এর ভিসা হয়ে থাকে, 3 বছর পরে SSW তে কনভার্ট হতে পারবেন,অথবা বাংলাদেশে এসে পুনরায় আবার জাপান যাওয়া যায়।
২.SSW এর মানে হলো Specified Skilled Worker... এই প্রোগ্রামে আপনাকে যেতে হলে N4..JLPT/JFT পরিক্ষা পাশ করতে হবে এবং একটি নির্দিষ্ট স্কিল টেস্টের উপর পাশ করতে হবে। এর ১৪ টি ক্যাটাগরি রয়েছে বাংলাদেশের মাত্র 3টি ক্যাটাগরি চালু আছে।
🟢এগ্রিকালচার ।
🏥কেয়ার গিভার।
👷♂️কনস্ট্রাকশন।
এই যোগ্যতা অর্জন না করতে পারলে ssw তে যেতে পারবেন না।
৩। যাদের গ্রাজুয়েশন আছে বাংলাদেশ থেকে সরাসরি জাপানে জব ভিসা যেতে পারবে। নরমালি ভিসাটা অনেক বাঙালি ভাই আছে যারা এ ভিসা নিয়ে কাজ করে কন্ট্রাক্টের মাধ্যমে। জাপানে আছে পূর্ব পরিচিত,বা বিশ্বস্ত এরকম কেউ থাকলে, তাদের মাধ্যমে প্রসেসিং করবেন, তা না হলে পরবর্তী অনেক সমস্যায় পড়তে পারেন।
✅সবার উদ্দেশ্যে একটা কথা যে কোন ভিসাতে জাপান যান না কেন, জাপানি ভাষাটা ভালোভাবে শিখে যাবেন।
কারণ জাপানে ভাষা ছাড়া কোন মূল্য নেই।
পরিশ্রম সফলতা নিয়ে আসবে ইনশাআল্লাহ্ 🌸