Somoy Patrika Online

Somoy Patrika Online সময় পত্রিকা খবর সবসময় ।

তুফান এর শুটিং স্পট থেকে লিক হওয়া একটা ফুটেজে শাকিব খান। নব্বইয়ের গ্যাংস্টার এর চরিত্রে দেখা যাবে শাকিব খান কে।শাকিব খান...
02/05/2024

তুফান এর শুটিং স্পট থেকে লিক হওয়া একটা ফুটেজে শাকিব খান। নব্বইয়ের গ্যাংস্টার এর চরিত্রে দেখা যাবে শাকিব খান কে।

শাকিব খান 🔥🔥

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ লাগান। কিন্তু আপনি কি জানে...
30/04/2024

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ লাগান। কিন্তু আপনি কি জানেন এই গাছ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর ?

ডালপালা বিস্তার ছাড়াও গাছটির মূল থাকে ১৫ মিটার গভীরে। পানি ও খনিজ লবণ শোষণ ছাড়াও এরা অতিরিক্ত পানি শুষে ডালপালায় জমা রাখে। ফলে যে জায়গায় গাছটি লাগানো হয়, সে স্থানটি হয়ে পড়ে পানিশূন্য ও কমে যায় উর্বরতা শক্তি। এতে পানির স্তর নিচে নামাসহ অন্য প্রজাতির গাছের স্বাভাবিকতা নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়ে। এসব জানার পরও উত্তরাঞ্চলে ইউক্যালিপটাস গাছ লাগানোর হিড়িক পড়েছে। এতে এ অঞ্চল একদিন মরু অঞ্চলে পরিণত হতে পারে।

জমির আইল, কৃষিজমি ও পতিত জমিতে লাগানো এ গাছ উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি করে। ইউক্যালিপটাসের পাতা ও ডালপালা অজৈব পদার্থের মতো কাজ করে কৃষিজমিকে অনুর্বর করে। ফলে ফসলের উৎপাদন কমে যায়। এত কিছু জানার পরও কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত?

এ বিষয়ে কৃষকরা জানান, অন্যান্য গাছের তুলনায় ইউক্যালিপটাস গাছ দ্রুত বড় হয়। এ কাঠের চাহিদা বেশি, কাঠে ঘুণ ধরে না, দামও বেশি। তাই ইউক্যালিপটাস গাছ রোপণ করেন তারা।
তবে আবাদি জমির আইলে ইউক্যালিপটাস রোপণ করায় দিন দিন ফসলের উৎপাদন কমে যাচ্ছে, সেটিও স্বীকার করেছেন তারা।

কৃষি অফিসার এবং পরিবেশ বিজ্ঞানীদের মতে, সাধারণ গাছ প্রকৃতি ও পরিবেশের ভারাসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে নাইট্রোজেন গ্রহণ করে আর অক্সিজেন সরবরাহ করে সহায়তা করে। কিন্তু ইউক্যালিপটাস তা করে না। বরং এ গাছ অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই-অক্সাইড ত্যাগ এবং নাইট্রোজেন নির্গমন করে। আবাদি জমির আইলে এ গাছ থাকলে খেতে পোকামাকড় ও রোগবালাই বেড়ে যায়। ইউক্যালিপটাস গাছ জমির উর্বরতা শক্তি কমিয়ে দেওয়াসহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতিসাধন করে।

কৃষি বিভাগ মাঠপর্যায়ে এ গাছ না লাগাতে এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কৃষকদের নিরৎসাহিত করে যাচ্ছে।

সুতরাং ইউক্যালিপটাস গাছ, রেইন ট্রি এর মত ক্ষতিকারক গাছ না লাগিয়ে ফল গাছ লাগান, বট,পাকুর এর মত ছায়া দেয় এমন গাছও বাড়তে দিন।

ছবিতে ভিলেন হলে ও বাস্তবে আপনি সেরা নায়ক!! গতকাল চিত্রনায়িকা ময়ূরী উনার মেয়েকে নিয়ে এফডিসিতে এসেছিলেন শিল্পী সমিতির শপথ ...
29/04/2024

ছবিতে ভিলেন হলে ও বাস্তবে আপনি সেরা নায়ক!!
গতকাল চিত্রনায়িকা ময়ূরী উনার মেয়েকে নিয়ে এফডিসিতে এসেছিলেন শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে।

সেখানে একজন সাংবাদিক ময়ূরীর মেয়েকে প্রশ্ন করলেন?
-তুমি কী তোমার মায়ের আগেকার সিনেমায় করা আইটেম গান গুলো দেখো? তোমার কাছে ভালো লাগে?

পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলা সিনেমার ভিলেন এবং জাসাস নেতা শিবা শানু। তিনি ছোট একটা মেয়েকে সাংবাদিকের এহেন অরুচিকর প্রশ্ন করতে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন।

এরপরের ঘটনা তো সংবাদ মাধ্যম গুলোর মারফতে দেশের অনেকেই জেনেছেন।
সংবাদ মাধ্যম গুলো শিরোনাম করছে, ভিলেন শিবা শানু ভিলেনের মত হামলে পড়লেন সাংবাদিকদের উপর।

এদেশের ছোট বড় সকলেই জানে বাস্তবে শিবা শানু আসলেই একজন দেশপ্রেমিক হিরো।

তাহসানের রিয়েল লাইফের লক্ষীসোনা 💕
29/04/2024

তাহসানের রিয়েল লাইফের লক্ষীসোনা 💕

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন।  আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম ল...
28/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।
-ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

সজিনা বা সাজনা বিক্রি করছে ছোট্ট একটি বাচ্চা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল এবং ...
27/04/2024

সজিনা বা সাজনা বিক্রি করছে ছোট্ট একটি বাচ্চা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল এবং লোকজন তাকে বিরক্ত করছিল। তখন বাচ্চাটি খুবই লজ্জায় পড়ে যায়। এরপর আমরা এখান থেকে চলে আসি।
লোকেশন: ময়মনসিংহ জেলার একটি গ্রাম বাজার।

সকলের অনুরোধে ছেলেটির ছবি ব্লার করে দেয়া হলো।

নিত্য নতুন এমন আরো গ্রামিণ দৃশ্য দেখতে চাইলে আমাদের পেজটি ফ*লো করে রাখবেন।

দুটো ছবির মধ্যে তিনটে পার্থক্য রয়েছে ✌️✌️দেখি কতজন খুঁজতে পারো ❤️
26/04/2024

দুটো ছবির মধ্যে তিনটে পার্থক্য রয়েছে ✌️✌️
দেখি কতজন খুঁজতে পারো ❤️

আমার আজও মনে আছে ১৯৮০ সালে কর্নফুলী কম্পানী থেকে মাত্র ১৪০০০/টাকা দিয়ে ১০০ সিসি ইয়ামাহা বাইকটি কিনে এনেছিল আমার বড় ভাই ...
24/04/2024

আমার আজও মনে আছে ১৯৮০ সালে কর্নফুলী কম্পানী থেকে মাত্র ১৪০০০/টাকা দিয়ে ১০০ সিসি ইয়ামাহা বাইকটি কিনে এনেছিল আমার বড় ভাই ! আর তার পরে থেকেই বাইক চালানোর হাতে খড়ি আমার ! ১৯৮২ সালে বড় ভায়ের মেয়েকে সামনে বসায়ে বাইক স্টুডিওর ভিতরে নিয়ে ছবি তুলে ছিলাম ! তখন সাদা কালোর যুগ ছিল,গ্রামের রাস্তা দিয়ে বাইক চালায়ে গেলে পেট্রলের একটা সুমিস্টি ঘ্রান বাতাসে ছড়াতো !

মা জনপ্রিয় নাটকের অভিনেত্রী নীলা ইসলাম ও ছেলে আরশ খান।।।
16/04/2024

মা জনপ্রিয় নাটকের অভিনেত্রী নীলা ইসলাম ও ছেলে আরশ খান।।।

আদিম যুগে কী বিড়াল কে আদৌও শুধুমাত্র মাছের  কাঁটা খেতে দেওয়া হতো?অবশ্যই নাহ!কারণ বিড়াল মাংসাশী প্রাণী, তাই মাংসই ওদের খা...
06/04/2024

আদিম যুগে কী বিড়াল কে আদৌও শুধুমাত্র মাছের কাঁটা খেতে দেওয়া হতো?
অবশ্যই নাহ!

কারণ বিড়াল মাংসাশী প্রাণী, তাই মাংসই ওদের খাবার। তবে বিড়াল ছোট প্রাণিদের খায়, তাই গরু, খাসী ইত্যাদি মাংস ওদের স্বাভাবিক খাবার নয়।

আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল চিন্তা-ভাবনা বা আমরা আমাদের শৈশব থেকে দেখে আসছি যে, আমাদের খাওয়ার এর পর যেসব ঝুটা বা উচ্ছিষ্ট
আমরা বা আমাদের পুর্বপুরুষরা প্রদান করতো বা বিড়ালদের খেতে দিতো বলে তারাও তাই খেয়ে নিতো।

সেই থেকে বলা হয়ে থাকে যে,
বিড়াল রা কাঁটা ই খায় বা এরা কাঁটা পেলেই খুশি।
আদৌও কী তাই বা এটাই কি সত্যি টা ছিলো????

নাহ!
আসেন
যৌক্তিক আলোচনা করি,
মূলত বিড়াল রা সত্যি অসহায় ছিলো বলেই আপনার বা আমার পূর্বপুরুষ রা বা এখনোও আমাদের মত অজ্ঞান কিছু মানুষ বা সেই ঐতিহাসিক থিওরী গুলো কে যারা মনেপ্রাণে পোষণ করে আসছি
যে, বিড়াল মাছ খায় না শুধু কাঁটা ই খায়!
ইহা কিঞ্চিৎ পরিমাণও সত্য নহে!

কারণ,
আমরা বিড়াল কে মাছ না দিয়ে শুধুমাত্র কাঁটা দেই বলেই তারাও মাছ না পেয়ে ক্ষুদার তীব্র জালায় নিরুপায় হয়ে কাঁটা গুলোই গলাধঃকরণ করে থাকে।

এর ফলশ্রুতিতে আমাদের দেশের অধিকাংশ বিড়ালেরই গলায় ইনফেকশন হয়ে তাদের চরম- বাস্তবতা মৃত্যুর সম্মুখীন হতে হয়।

তাই আসুন ওদের মাছ দিলেও
আমরা কাঁটা গুলো ছাড়িয়েই দিবো।

বাংলাদেশের বড় পর্দার তিন নায়িকা ।
26/03/2024

বাংলাদেশের বড় পর্দার তিন নায়িকা ।

নায়িকা মাহিয়া মাহি সাথে আরজে কিবরিয়া ।
25/03/2024

নায়িকা মাহিয়া মাহি সাথে আরজে কিবরিয়া ।

Address

Fulbaria
1280

Alerts

Be the first to know and let us send you an email when Somoy Patrika Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somoy Patrika Online:

Share