04/03/2024
ঢাকায় এতিমদের সম্পূর্ণ ফ্রি পড়াশোনার সুযোগ
রাজধানীর উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের পশ্চিম পার্শ্বে প্রতিষ্ঠিত বজলুর রহমান বাইতুল মোকাদ্দাম কওমী মাদরাসা ও এতিমখানা র জন্য কিছু এতিম ছাত্র ভর্তি করা হবে। যাঁদের ভর্তি , পড়াশোনা , থাকা , খাওয়া , চিকিৎসাসহ সকল ব্যয়ভার প্রতিষ্ঠান বহন করবে।
আসন খালি থাকা সাপেক্ষে আগামী পহেলা রমজান থেকে প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিশ রমজান পর্যন্ত এবং ঈদের পর ২০ এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত চলবে।
একঝাঁক তরুণ উদ্যমি আলেমদের তত্ত্বাবধানে দরসে নিজামী এবং সর্বাধুনিক সিলেবাসের সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খুবই সুনামের সাথে প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার জানাশোনা হাকিকি বা প্রকৃত এতিমকে নুরানি/নাজেরা/হিফজ/কিতাব বিভাগে পড়ার উপযুক্ত হলে সত্বর এই নাম্বারে যোগাযোগ করুন।
01325-403960
01792-693605 অথবা ইনবক্স করুন
★ভর্তির জন্য যা প্রয়োজন-
১। শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২। জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩। বৈধ অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৪। পিতা বা মাতার মৃত্যু সনদের ফটোকপি।
পোস্টটি কপি বা শেয়ার করে সহযোগিতা করুন।