EMAM VLOG

EMAM VLOG The Daily Vlog I love my emam

15/05/2024

🖤

12/04/2024

৪০ টাকা দিয়ে সিম কিনলে ঐ সিম কোম্পানি নাগরিককে কথায় কথায় স্যার বলে, আর ৪০ হাজার টাকা ট্যাক্স দেয়া নাগরিকও যদি সরকারি কর্মচারীকে ভাই বা আপা বলে তখন তারা ক্ষ্যাপে যায়।
সকল সরকারি কর্মচারীদের উচিত সেবাগ্রহীতা নাগরিককে স্যার বলা।

উনি হচ্ছে - কৃষি অফিসার, সম্প্রতি এক কৃষকের সাথে খারাপ আচরণ করে আলোচনায় আসেন।

পরিশেষে বদলির আদেশ। যোগ দিচ্ছেন ফরিদপুর।

যেখানেই চাকুরী করেন কৃষকদের সাথে ভালো ব্যবহার করবেন। সম্মানের সহিত আপনার দ্বায়িত্ব পালন করবেন। কৃষি কৃষক না থাকলে ভাতের মাড়ও খেতে পারব না আপনি আমি কেউ'ই।

ঘামে ভেজা শরীরের কৃষকরাই আমাদের প্রাণ,আমাদের অস্তিত্ব 💙

মানুষ কে সম্মান করতে শিখুন।

11/03/2024

রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ। সে হিসাবে ১২ মার্চ ধরে ঢাকার সাহরি ও ইফতারে....

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
10/03/2024

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

EMAM
06/03/2024

EMAM

04/03/2024

ঢাকায় এতিমদের সম্পূর্ণ ফ্রি পড়াশোনার সুযোগ

রাজধানীর উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের পশ্চিম পার্শ্বে প্রতিষ্ঠিত বজলুর রহমান বাইতুল মোকাদ্দাম কওমী মাদরাসা ও এতিমখানা র জন্য কিছু এতিম ছাত্র ভর্তি করা হবে। যাঁদের ভর্তি , পড়াশোনা , থাকা , খাওয়া , চিকিৎসাসহ সকল ব্যয়ভার প্রতিষ্ঠান বহন করবে।
আসন খালি থাকা সাপেক্ষে আগামী পহেলা রমজান থেকে প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিশ রমজান পর্যন্ত এবং ঈদের পর ২০ এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত চলবে।
একঝাঁক তরুণ উদ্যমি আলেমদের তত্ত্বাবধানে দরসে নিজামী এবং সর্বাধুনিক সিলেবাসের সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খুবই সুনামের সাথে প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার জানাশোনা হাকিকি বা প্রকৃত এতিমকে নুরানি/নাজেরা/হিফজ/কিতাব বিভাগে পড়ার উপযুক্ত হলে সত্বর এই নাম্বারে যোগাযোগ করুন।
01325-403960
01792-693605 অথবা ইনবক্স করুন

★ভর্তির জন্য যা প্রয়োজন-
১। শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২। জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩। বৈধ অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৪। পিতা বা মাতার মৃত্যু সনদের ফটোকপি।

পোস্টটি কপি বা শেয়ার করে সহযোগিতা করুন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when EMAM VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share