Nahid afroj family vlog

Nahid afroj family vlog Allah is the best planner,so put your trust in Allah....
(5)

23/07/2025

মন ভালো না তাই কোনো পোস্ট করতেও ভালো লাগে না,,,

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি  আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক ম...
23/07/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।
-সংগৃহীত।
#বাবা_মা_সন্তান #দোয়া

লেখাটা পরে ভীষণ কষ্ট পেলাম,বন্ধুত্ব আর মানবিকতা এখনো হারিয়ে যায়নি……..মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার ...
22/07/2025

লেখাটা পরে ভীষণ কষ্ট পেলাম,
বন্ধুত্ব আর মানবিকতা এখনো হারিয়ে যায়নি……..

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মারা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মারা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

21/07/2025

একটু আগেই আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছি সময় আর এদিকে বাসায় ঢুকেই সংবাদ পাই উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে আর সেখানে অনেক বাচ্চা আহত আমার ছেলেও এখনো স্কুলে হে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত কর ,,,

আল্লাহ তুমি সবাইকে হেফাজত কর,,,
21/07/2025

আল্লাহ তুমি সবাইকে হেফাজত কর,,,

21/07/2025

সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা একটি গভীর এবং অসীম আবেগ।

তুমি নিজেকে ছোট ভাবলে, দুনিয়া তোমাকে পাত্তা দেবে না।”☘️🌺 শুভ সকাল বন্ধুরা 💚💙❤️
21/07/2025

তুমি নিজেকে ছোট ভাবলে, দুনিয়া তোমাকে পাত্তা দেবে না।”
☘️🌺 শুভ সকাল বন্ধুরা 💚💙❤️

কিছু মানুষের সাথে সত্য কথা বলাটা যেন অপ"রাধ হয়ে যাচ্ছে। সত্য কথা বললে হয়তো ঝ"গ"ড়া সৃষ্টি হয়,, নয়তো সম্পর্ক ন"ষ্ট হয...
20/07/2025

কিছু মানুষের সাথে সত্য কথা বলাটা যেন অপ"রাধ হয়ে যাচ্ছে। সত্য কথা বললে হয়তো ঝ"গ"ড়া সৃষ্টি হয়,, নয়তো সম্পর্ক ন"ষ্ট হয়।🥰

যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব ।কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো ।
19/07/2025

যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব ।কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো ।

শুভ বিকেল সবাইকে🥰
19/07/2025

শুভ বিকেল সবাইকে🥰

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
30/01/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

🌼আসসালামু আলাইকুম,, শুভ সকাল সবাইকে,, 🌼🥰🌺
30/01/2025

🌼আসসালামু আলাইকুম,, শুভ সকাল সবাইকে,, 🌼🥰🌺

Address

Fulbaria

Telephone

+8801712596763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid afroj family vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share