Daily Desher Barta - দৈনিক দেশের বার্তা

Daily Desher Barta - দৈনিক দেশের বার্তা Online New portal

09/07/2025

ফেনীর পশুরাম উপজেলার একটি মাদ্রাসার বর্তমান পরিস্থিতি, সহযোগিতার কামনায়

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ফেনীতে টানা ভারী বর্ষণের ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১...
09/07/2025

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ফেনীতে টানা ভারী বর্ষণের ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

#ফেনী #ভয়াবহ_বন্যা

ছবি: এম এ আরাফাত ভূঁইয়া, ফেনী প্রতিনিধি,

ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছা...
08/07/2025

ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা।

08/07/2025

আবহাওয়াবিদ Mostofa Kamal Palash ভাইয়ের পেইজ থেকে নেয়া।

ব্রেকিং নিউজ

বাংলাদেশের বিমান বাহিনীর চট্রগ্রাম শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বৃষ্টি বাংলাদেশের বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর এমন ভাবে প্রবেশ করতেছে যেমন করে ফায়ার সার্ভিসের পানির পাইপ থেকে পানি বের হয় অগ্নি নির্বাপণের সময়। গত ৩ ঘন্টার ভারি-বৃষ্টি বলয় কুমিল্লা জেলার উত্তর দিকে এবং ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে পৌঁছেছে। ফলে আগামীকাল সকাল থেকে কুমিল্লা জেলার গোমতী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

08/07/2025

ALL EYES ON FULGAZI,PORSHURAM & FENI.

১. ফেনী জেলাতে গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। যার পরিমাণ ছিলো ৪২৬ মিলিমিটার।
যার ফলে জলাবদ্ধতার কারণে ফেনী শহরের ৯০ ভাগ অঞ্চল পানি বন্দী হয়ে গেছে।
এবং ৩ টি নদীর ১৫ স্থানে ভাঙ্গনের কারনে ফেনীর ২ টি উপজেলা এবং ফেনী শহর পুরোপুরি প্লাবিত। বিদ্যুৎ, ইন্টারনেট এবং যান চলাচল বন্ধ হয়ে। সাথে ভারত সিমান্তে বল্লামুখা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে।

২.মুহুরী নদীর পানি বর্তমানে বিপদ সীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো। (বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) ।
গত ২০২৪ সালের ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় এই পানি প্রবাহ ছিলো বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত।

৩.বিকাল সাড়ে চারটায় প্রাপ্ত খবর অনুযায়ী ফুলগাজি এবং পরশুরাম উপজেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ অন্তত ৮ টি স্থানে নদীর বাঁধ ভেঙে বসতবাড়ি প্লাবিত হচ্ছে।

৪. ফেনীর মুহুরী নদীর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে। সেখানে গত ২৪ ঘন্টা যাবত রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে।

রাত ৯ টা পর্যন্ত আপডেট:

*এই মুহূর্তে মুহুরী নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাপাউবো, ফেনী।

* ফেনীর ফুলগাজি এবং পরশুরাম উপজেলার অবস্থা মারাত্মক ঝুঁকিতে।
ঘর ছাড়ছে হাজারো মানুষ।

আল্লাহ ভরসা।
প্রিয় ফেনী বাসী আতংকিত হবেন না ,অধৈর্য হয়েন না।
পুরো বাংলাদেশে আপনাদের সাথে আছে।
ইন শা আল্লাহ।।

#ফেনী #ফুলগাজী #পরশুরাম #মুহুরীনদী #পানি

08/07/2025

ফেনীর পরশুরামে এই মুহুর্তে ব/ন্যা পরিস্থিতির আপডেট #ফেনী #পরশুরাম ゚

08/07/2025

ফেনীর পরশুরামে বন্যার পানিতে সব কিছু হারিয়ে অসহায় মানুষের কা'ন্না, ভিডিও ভাইরাল...।

08/07/2025

মুহুরী নদীর বাধ ভেঙেছে ৫ স্থানে, ফেনীতে ১৫ গ্রাম প্লাবিত, সতর্কতা কুমিল্লাতেও।

03/07/2025
29/06/2025

গোপালগঞ্জের সদর উপজেলায় ভ্যান চুরি নিয়ে গ্রাম্য সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৬ জন আহত হয়েছেন। রবিবার (২.....

29/06/2025

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম, বিএনপির ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে বল....

29/06/2025

কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছ...

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Desher Barta - দৈনিক দেশের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Desher Barta - দৈনিক দেশের বার্তা:

Share

Category